পাওনা আদায়ে ব্যান্ডউইথ কমানো বেআইনি: গ্রামীণফোন

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইন্টারনেট ব্যান্ডউইথ ৩০ ভাগ কমিয়ে দিতে সম্প্রতি আইআইজি অপারেটরদের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনার প্রতিবাদ জানিয়েছে গ্রামীণফোন। আজ রোববার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানায় গ্রামীণফোন।

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্দেশনা সরাসরি গ্রামীণফোনকে দেওয়া না হলেও বিটিআরসি সরাসরি বলছে অমীমাংসিত অডিট পাওনা আদায় না হওয়া পর্যন্ত ব্যান্ডইউথ সীমিত থাকবে। বিটিআরসির নির্দেশনাটি এমনভাবে করা হয়েছে যার ফলে নেটওয়ার্কের অধীনে থাকা গ্রাহকদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে যা মূলত গ্রামীণফোনের ওপর চাপ তৈরি করতেই দেওয়া হয়েছে। এ নির্দেশনার ফলে নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় এবং সংশ্লিষ্ট আইআইজি অপারেটরদের ওপর। কারণ নির্দেশনার ফলে রাজস্ব আয় কমার পাশাপাশি ব্যবসায়িক সুযোগ হারাবে প্রতিষ্ঠানগুলো।

সম্প্রতি প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা পাওয়া আদায়ে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বরি’র ব্যান্ডউইথ কমানোর নির্দেশনা দেয় বিটিআরসি।

গ্রামীণফোনের দাবি অমীমাংসিত অডিট পাওনা আদায়ের জন্য চাপ তৈরি করতে নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক আইআইজি অপারেটরদের দেওয়া এমন নির্দেশনাকে অনাকাঙ্ক্ষিত। এমন পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি এবং এমন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হবে তারা।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, এ নির্দেশনা বাংলাদেশের মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করবে। আমরা বিটিআরসি’কে এ নির্দেশনা তুলে নেওয়ার অনুরোধ করছি এবং সেই সঙ্গে সালিস আইন, ২০০১-এর অধীনে অমীমাংসিত অডিট দাবির নিষ্পত্তিতে সহযোগিতার অনুরোধ করছি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. জেএমআই সিরিঞ্জ
  2. এশিয়ান টাইগারস
  3. রানার অটোস
  4. ন্যাশনাল লাইফ
  5. রূপালী ইন্স্যুরেন্স
  6. ইষ্টার্ণ ক্যাবলস
  7. সিনো বাংলা ফার্মা
  8. সিলকো ফার্মা
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. ন্যাশনাল পলিমার লিমিটেড।

ডিএসইতে ৪১৫ ও সিএসইতে ১৮ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৩৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৮৭ কোটি ৫৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ১১.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৯টির। আর দর অপরিবর্তিত আছে ২৭টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – জেএমআই সিরিঞ্জ, এশিয়ান টাইগারস, রানার অটোস, ন্যাশনাল লাইফ, রূপালী ইন্স্যুরেন্স, ইষ্টার্ণ ক্যাবলস, সিনো বাংলা ফার্মা, সিলকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল ও ন্যাশনাল পলিমার লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৩৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৯ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও রানার অটোস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইসলামিক ইন্স্যুরেন্সের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

Islami-Insu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামিক ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান ‘এ২’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-৩। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

রানার অটোসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Runner logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোস লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে রানার অটোস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ব্যাংকের পৌনে ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রাখি দাস নামে এই পরিচালক ব্যাংকটির পৌনে ৩ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আহমেদ অ্যান্ড আকতার কোং এর পেশাগত সনদ বাতিল

download (1)স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিরীক্ষক আহমেদ অ্যান্ড আকতার কোং এর সব ধরনের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছে। সনদধারী হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) প্রতিষ্ঠানটির পেশাগত সনদ নবায়নের অনুমতি দেয়নি। এ কারণে সংস্থাটি এখন আর কোনো প্রতিষ্ঠানের নিরীক্ষা কাজে অংশ নিতে পারবে না। প্রতিষ্ঠানটির পেশাগত সনদের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়ে গেছে।

আইসিএবির জরুরি কাউন্সিল সভায় বৃহস্পতিবার আহমেদ অ্যান্ড আকতারের পেশাগত সনদ নবায়ন না করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা একটি কোম্পানির আর্থিক প্রতিবেদন যাচাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আইসিএবিকে অসহযোগিতা করে। বারবার চিঠি দেওয়ার পরও প্রতিষ্ঠানটি কপারটেক-সংক্রান্ত কোনো কাগজপত্র আইসিএবিকে দেয়নি। এ কারণে নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিএবি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

কাউন্সিল সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিএবির সভাপতি এ এফ নেছারউদ্দিন বলেন, আমরা নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ অ্যান্ড আকতারের কাছ থেকে এ-সংক্রান্ত কাগজপত্র চেয়ে কয়েক দফায় চিঠি দিই। কিন্তু প্রতিষ্ঠানটি এ ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেনি। তাই প্রয়োজনীয় পদক্ষেপ শেষে কাউন্সিল সভায় প্রতিষ্ঠানটির পেশাগত সনদ নবায়ন না করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, আইসিএবির ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি