মার্কিন কোম্পানিকে নিষেধাজ্ঞার হুমকি চীনের

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

মাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি চীনের। ছবি: রয়টার্স
মাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি চীনের। ছবি: রয়টার্স
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে চীন। নিষেধাজ্ঞার হুমকি দিলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

আজ সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চীন সরকার ও চীনা কোম্পানিগুলো সম্পর্ক ছেদ করবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে বরাবরই চীন নিজের বলে দাবি করে এসেছে। তাইওয়ানকে চীন বরাবরই সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি হিসেবে বিবেচনা করে আসছে। এ কারণে এই তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যবসায়িক সম্পর্কে চীন সরকার আপত্তি জানিয়ে আসছে।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে তাইওয়ান ইস্যু আরও একবারের মতো সামনে চলে এসেছে। গত সপ্তাহে পেন্টাগন ঘোষণা দেয়, তারা তাইওয়ানের অনুরোধে তাদের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে। সর্বশেষ এ অস্ত্র বিক্রয় চুক্তি অনুযায়ী, তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২২০ কোটি ডলার মূল্যমানের ট্যাংক, ক্ষেপণাস্ত্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্রামীণফোনের রাজস্ব ও গ্রাহক বেড়েছে

a9a080d8d0c4a6e594a62ce43bc00395-5d2c84eb72df2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৯ সালের প্রথম ছয় মাসে গ্রামীণফোনের রাজস্ব আয় করেছে ৭ হাজার ৯০ কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ ভাগ বেশি। একই সময়ে মোট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ।

সোমবার (১৫ জুলাই) মোবাইল অপারেটরটি প্রকাশিত এই বছরের প্রথম ছয় মাসের ব্যবসায়িক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে ১৩ লাখ নতুন গ্রাহক যোগ দিয়েছে। একই সময়ে গ্রামীণফোন ১৬ লাখ নতুন ইন্টারনেট গ্রাহক পেয়েছে। গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যার মোট ৫২ দশমিক ৮ শতাংশ এখন ইন্টারনেট ব্যবহার করছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ থাকার পরও ২০১৯ সালের প্রথম ছয় মাসে শক্তিশালী ফল অর্জন করেছি। এ সময়ে আমরা ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে গুরুত্ব দিয়েছি। জুন মাসের শেষ নাগাদ বাংলাদেশের ৬২ শতাংশ জনসংখ্যা গ্রামীণফোনের ফোর-জি নেটওয়ার্কের আওতায় এসেছে। এই বছরের দ্বিতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৯৬০ কোটি টাকা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে সমঝোতায় রাজি: রুহানি

ruhaniস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরানের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় রাজি হবে তেহরান। দু’দেশের মধ্যে যখন উত্তেজনা বেড়েই চলেছে, তখন এ ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (১৪ জুলাই) ইরানি প্রেসিডেন্ট এ কথা বলে ওয়াশিংটনকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এক রকম আল্টিমেটাম দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ইরানি প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যে সময় আপনারা নিষেধাজ্ঞা দেওয়া ও তর্জন-গর্জন বন্ধ করবেন, আমরা তখনই সমঝোতার জন্য প্রস্তুত আছি।

সম্প্রতি, ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে থাকা তার মিত্র দেশগুলো। ইরানকে অভিযুক্ত করে বিভিন্ন ‘তথ্য-প্রমাণ’ উপস্থাপন করেছিল ওয়াশিংটন। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তেহরান।

এ উত্তেজনার মধ্যেই পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও এক হাজার সৈন্য মোতায়েনের ঘোষণা দেয়। এরপর ‘নিজেদের’ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরান। ফলে উত্তেজনা আরও বেড়ে যায়। চলতি উত্তেজনার মধ্যেই ইরানি প্রেসিডেন্ট এ বার্তা দিলেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতারা।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ‘পাওয়ার সিক্স’ বলে খ্যাত ছয়টি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি) দেশের সঙ্গে পরমাণু কর্মসূচি সীমিতকরণের চুক্তি করে ইরান। তবে ইরান বারবার চুক্তি ভঙ্গ করছে বলে দাবি করে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। যদিও চুক্তি ভঙ্গ করেনি, বরং চুক্তির পরও যুক্তরাষ্ট্রই নিষেধাজ্ঞা বহাল রেখেছে এমন দাবি করে আসছে ইরান।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্ট্যান্ডার্ড ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ১৮ জুলাই

standardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ জুলাই আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এক্সিম ব্যাংকের ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

exim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাজাকাত হারুন নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ২৫ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ১,৬০,৯৬,১১৬ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্র্যাক ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২২ জুলাই

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ জুলাই আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. গ্রামীনফোন লিমিটেড
  2. মুন্নু সিরামিকস
  3. ফরচুন সুজ
  4. স্কয়ার ফার্মা
  5. ইউনাইটেড পাওয়ার
  6. জেএমআই সিরিঞ্জ
  7. ফেডারেল ইন্স্যুরেন্স
  8. ন্যাশনাল লাইফ
  9. রানার অটোস
  10. সিঙ্গার বিডি লিমিটেড।

৩১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে প্রধান সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি মাসের ১০ কার্যদিবসের মধ্যে নয় দিনই সূচক কমেছে। এ সময়ে ডিএসইএক্স সূচকটি কমেছে প্রায় ৩৩১ পয়েন্ট। আজ দিন শেষে ঢাকার বাজারের প্রধান সূচকটি কমে নেমে এসেছে ৫ হাজার ৯১ পয়েন্টে। ২০১৭ সালের ১ জানুয়ারির পর এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। ওই দিন এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৮৩ পয়েন্ট। গত ৩১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসইর প্রধান সূচক।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৫৪ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৮.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯১ পয়েন্টে। আর ডিএসই সূচক ২৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৪.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮১৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০৩টির। আর দর অপরিবর্তিত আছে ১২টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – গ্রামীনফোন লিমিটেড, মুন্নু সিরামিকস, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ফেডারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ, রানার অটোস ও সিঙ্গার বিডি লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬১৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৬০ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ১১ কোটি ৬৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল অরিয়ন লিমিটেড ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শিল্প এলাকার বাইরে গ্যাস-বিদ্যুতের সংযোগ দেয়া হবে না : নসরুল হামিদ

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীতে চলছে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন। আজ সোমবার সম্মেলনের দ্বিতীয় দিনে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কার্যঅধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, পরিকল্পিত শিল্প এলাকার বাইরে কেউ কারখানা করলে তাতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হবে না।

সোমবার ডিসি সম্মেলনের একটি অধিবেশনের পরে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘এখন থেকে এই নিয়ম প্রযোজ্য হবে। পরিকল্পিত শিল্পাঞ্চলের বাইরে যারা কারখানা স্থাপন করে ফেলেছেন তারা সেগুলো পরিকল্পিত শিল্পাঞ্চলে স্থানান্তর করতে পারবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‌’প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন দিয়েছেন- যত্রতত্র শিল্প এলাকা করা যাবে না। আজকে আমরা জেলা প্রশাসকদের বলে দিয়েছি কেবলমাত্র পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও আমরা গ্যাসের লাইন, বিদ্যুতের সংযোগ দেব না।’

তিনি বলেন, ‘কেউ যদি যত্রতত্র অনুমোদন ছাড়া করে তাদের লাইন কেটে দেওয়া হবে।’

এছাড়া সরকারি অফিসগুলোতে এক হাজার ৪০০ কোটি টাকার ওপরে বিদ্যুতের বিল বকেয়া রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের বিলও প্রচুর বকেয়া রয়ে গেছে, সব মিলিয়ে তেল, গ্যাস, বিদ্যুতের আট-নয় হাজার কোটি টাকা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

খেলাপি ঋণ পরিশোধে সময় ১০ বছর সময় পাবেন

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক পুনঃতফসিল নীতিমালার যে সার্কুলার জারি করেছিল, সেটা অবশেষে কার্যকর হচ্ছে। সার্কুলার অনুযায়ী খেলাপিরা ঋণ পরিশোধে টানা ১০ বছর সময় পাবেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে সার্কুলারটি পরিপালন করার জন্য নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার ফলে আগামী দুই মাস ঋণ পুনঃতফসিল সুবিধা নিতে পারবেন ঋণখেলাপিরা। তবে এই দুই মাস নতুন করে কোনও ঋণ পাবেন না তারা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণখেলাপিরা মাত্র দুই শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা ১০ বছর। ইচ্ছাকৃত ঋণখেলাপিরাও এই সুযোগ পাবেন। শুধু তাই নয়, এই ধরনের ঋণখেলাপিদের প্রথম এক বছর কোনও কিস্তিও দিতে হবে না। আর চিহ্নিত এই ঋণখেলাপিদের গুনতে হবে ৯ শতাংশেরও কম সুদ।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘সরকার ঋণখেলাপিদের পছন্দ করে। এ কারণে তাদের নানাভাবে সুবিধা দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ব্যাংক খাতে ভালো ঋণ এখন ৯ লাখ কোটি টাকার ওপরে। এই ৯ লাখ কোটি টাকা দেওয়া গ্রাহকদের সরকার সুবিধা না দিয়ে মন্দ ঋণের এক লাখ কোটি টাকার গ্রাহকদের বেশি মদত দিচ্ছে।’

খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করেছে। তাতে প্রকৃত ঋণখেলাপিদের খেলাপি বলা যাবে না। আরেক সার্কুলারে ১৯৭২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যত খেলাপি হয়েছেন, তারা সবাই মাত্র ২ শতাংশ টাকা জমা দিয়ে দশ বছরের জন্য নিয়মিত হতে পারবেন।’ তার মতে, ‘যারা নিয়মিত ব্যাংকের টাকা ফেরত দেন, তাদের চেয়ে খেলাপিদের সুযোগ বেশি থাকায় ব্যাংকে খেলাপির পরিমাণ বেড়ে এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।’

এর আগে, গত ১৬ মে খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত সার্কুলার জারি করলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। ওই সময় এই সার্কুলারের ওপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন স্থিতাবস্থা জারি করেন। তবে, গত ৮ জুলাই হাইকোর্ট ডিভিশনের স্থিতাবস্থার ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২ মাসের স্থগিতাদেশ দিয়েছেন। যে কারণে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার অবশেষে কার্যকর হচ্ছে।

এদিকে, ১১ জুলাই বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নতুন সার্কুলারে বলা হয়েছে—বিআরপিডি সার্কুলার নং-৫, ১৬ মে ২০১৯-এর ওপর হাইকোর্ট ডিভিশন কর্তৃক জারি করা স্থিতাবস্থার ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৮ জুলাই ২ মাসের স্থগিতাদেশ দিয়েছেন। ওই আদেশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঋণ পুনঃতফসিল সুবিধা নিতে হলে আগামী ১৬ আগস্টের মধ্যে খেলাপিদের আবেদন করতে হবে।

প্রসঙ্গত, গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট ও ৯ শতাংশ সরল সুদে ১০ বছরের জন্য ঋণ পরিশোধের সুযোগ দিয়ে খেলপি ঋণ পুনঃতফসিলের বিশেষ নীতিমালা জারি করা হয়। এতে পুনঃতফসিলের সুবিধা নিতে ৯০ দিনের মধ্যে আবেদন করার সময় নির্ধারণ করা আছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড