বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম : টিপু মুনসি

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশের রফতানি বৃদ্ধি করতে নতুন বাজারে প্রবেশের চেষ্টা চলছে। অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। দেশে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বাড়ছে। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ আজ অনেক শক্তিশালী। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমরা ব্রাজিল ও রাশিয়ার মতো বড় রফতানি বাজারগুলোতে প্রবেশ করতে পারবো। এজন্য আমাদের বার্গেনিং ক্যাপাসিটি বাড়াতে এবং উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা করতে হবে।’

বৃহস্পতিবার (১৮ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপোর্ট এক্সিবিশন আয়োজিত বাংলাদেশ সরকারের সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি’র (এসআরইডিএ) সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী “সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব অ্যাপারেল ইন্ডাস্ট্রি: প্রোসপেক্ট অ্যান্ড অবস্ট্যাকলস” শীর্ষক আলোচনা সভা ও মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শিল্প প্রতিষ্ঠানে আমাদের এনার্জির ব্যবহার কমিয়ে সোলারের ব্যবহার বাড়াতে হবে। বিশ্বমানের সোলার প্যানেল এখন বাংলাদেশে তৈরি এবং বিদেশে রফতানি হচ্ছে। রিসাইকেলিং করে পানির ব্যবহার অনেক কমানো সম্ভব। এতে পণ্যের উৎপাদন খরচ অনেক কমে আসবে।’

টিপু মুনশি আরও বলেন, ‘আমাদের দেশের পণ্যের মান ভালো। বিশ্ববাজারে এর চাহিদা প্রচুর। চলমান রফতানি বাজারের পাশাপাশি ব্রাজিল ও রাশিয়ার মতো বড় বাজারগুলোতে প্রবেশ করতে পারলে বাংলাদেশের রফতানি অনেক বাড়বে।’

এসআরইডিএ’র সদস্য সিদ্দিক জোবায়েরের সঞ্চালনায় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (এসআরইডিএ) চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট এবং অনআস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, ইনোওয়েল ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল প্রা. লি.-এর প্রতিষ্ঠাতা ফার্নো সুসাই, বিকেএমই’র সাবেক প্রেসিডেন্ট এবং প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস-এর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন এবং অ্যাপলস গ্লোবাল লি.-এর ব্যবস্থাপনা পরিচালক বিরেন্দ্র গয়াল।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

ইসরায়েল অ্যারোস্পেসের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের চুক্তি ভারতের

777স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইসরায়েল অ্যারোস্পেসের সঙ্গে পাঁচ কোটি ৫০ মিলিয়ন ডলারের চুক্তি হল ভারতীয় নৌসেনার। আজ বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় নৌবাহিনী ও মুম্বাইয়ের এমডিএল শিপইয়ার্ডে মিসাইল সিস্টেমের জন্য সরঞ্জাম সরবরাহে এই ৫০ মিলিয়ন ডলারের একটি ‘ফলোআপ চুক্তি’ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সামরিক ঠিকাদার সংস্থা অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজ।

অ্যারোস্পেসের সরবররাহ করা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার নৌ-ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থার জন্য এই চুক্তি হয়েছে বলে গতকাল বুধবার ইসরায়েলি প্রতিষ্ঠানটি জানিয়েছে সংবাদমাধ্যমকে।

“ব্যবস্থাপনার আধুনিকীকরণ ও সরবরাহের পর গ্রাহকের ব্যবহারিক প্রয়োজনের দেখভালের পর্যায়ে পৌঁছনোর ক্ষেত্রে এ চুক্তি একটি ব্রেক থ্রু,” বলেছেন ইসরায়েল অ্যারোস্পেসের ব্যবস্থাপনা, ক্ষেপণাস্ত্র ও মহাকাশ বিভাগের কর্তা বোয়াজ লেভি।

স্টকমার্কেটবিডি.কম/বি

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

continental-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৯৬ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯২ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫৬ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের দায়ের পরিমাণ হয়েছে ১৯.৯৩ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৯.১৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৪ জুলাই

FIRSTSBANKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া ব্যাংকটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মহাখালীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

নিটল ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৫ জুলাই

nitol-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া বিমাটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডাচ বাংলা ব্যাংকের শেয়ার হস্থান্তরের ঘোষণা

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক সব শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আবেদুর রশিদ খান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ২৫ শেয়ার হস্থান্তর করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৪ জুলাই

deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া বিমাটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ফরচুন সুজ
  2. বীকন ফার্মা
  3. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  4. সী পাল রিসোর্ট
  5. ন্যাশনাল পলিমার
  6. ফেডারেল ইন্স্যুরেন্স
  7. ইউনাইটেড পাওয়ার
  8. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  9. রানার অটোস
  10. সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দিনশেষে লেনদেন বাড়লেও সূচকের সামান্য পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ২৯ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩০৯ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৪৩পয়েন্ট কমে বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩০ পয়েন্টে। আর ডিএসই সূচক ০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮২৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুন সুজ, বীকন ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সী পাল রিসোর্ট, ন্যাশনাল পলিমার, ফেডারেল ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল লাইফ ্বিন্স্যুরেন্স, রানার অটোস ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে১১১ টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৩০ কোটি ১৩ লাখ টাকা।
দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সী পার্ল রিসোর্ট ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গ্রামীণফোন-রবি নতুন প্যাকেজ দিতে পারবে না

gp-robiস্টকমার্কেটবিডি ডেস্ক :

গ্রামীণফোন ও রবি দুই অপারেটরের কাছ থেকে বিপুল অঙ্কের পাওনা আদায়ে এবার অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে গ্রামীণফোন ও রবি নতুন কোনো প্যাকেজ দিতে পারবে না গ্রাহকদের। পাশাপাশি তাদের নেটওয়ার্কের আওতা বাড়ানো বন্ধ হয়ে যেতে পারে।

বুধবার বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন পদক্ষেপের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠকের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিটিআরসির চেয়ারম্যান জানান, পাওনা আদায়ে ব্যান্ডউইথ সীমিত করা হয়েছিল। গ্রাহকদের অসুবিধার কথা চিন্তা করে বাধা তুলে নেওয়া হবে। তবে পাওনা টাকায় কোনো ছাড় দেওয়া হবে না। সালিশে যাওয়ারও কোনো সুযোগ নেই। এনওসি বন্ধের পরও পাওনা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

বিটিআরসি গত ৪ জুলাই ১৩ হাজার ৪৪৭ কোটি টাকা পাওনার আদায়ের পদক্ষেপ হিসেবে গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবি আজিয়াটা বারহাদের ১৫ শতাংশ ব্যান্ডউইডথ সক্ষমতা কমিয়ে দেয়। ১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রামীণফোনের ওপর নিরীক্ষা করে ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা দাবি করছে বিটিআরসি। রবির কাছে দাবি করা হচ্ছে ৮৬৭ কোটি টাকা। এ অর্থের মধ্যে বিলম্বের মাশুল ও সুদও ধরা আছে।

অবশ্য ব্যান্ডউইথ কমানোর ফলে কলড্রপ বেড়ে যায়। পাশাপাশি অনেক জায়গায় ইন্টারনেটের গতি কমে যায়। প্যাকেজ কিনে ঠিকমতো ইন্টারনেট ব্যবহার করতে না পারার ক্ষতিপূরণ কী হবে, আদৌ মিলবে কিনা, সে বিষয়েও গ্রাহকদের প্রতি স্পষ্ট কোনো কোনো নির্দেশনা ছিল না বিটিআরসি বা অপারেটরদের।

বিটিআরসির চেয়ারম্যান জানান, খুব শিগগিরই ব্যান্ডউইথের বাধা তুলে নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/