ব্যসায়ীরা এখন ঘরে বসেই পাবেন আমদানি ও রপ্তানি সনদ

mofizulস্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যবসায়ীরা এখন ঘরে বসেই আমদানি ও রপ্তানি সনদ নিতে পারবেন। দিনে দিনেই তাঁরা এ সনদ পেয়ে যাবেন। কাজটি হবে অনলাইন লাইসেন্স মডিউল (ওএলএম) নামের সফটওয়্যারের মাধ্যমে। আর সেবাটি চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে বুধবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে নিবন্ধন সনদ নবায়ন মেলার উদ্বোধনকালে এসব কথা জানান। বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম ও প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর এ সময় উপস্থিত ছিলেন। সাত দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৩ জুলাই।
সেবাটির পক্ষে বক্তব্য দিতে গিয়ে বাণিজ্যসচিব মফিজুল ইসলাম বলেন, অফিসারদের ব্যক্তিগত সংস্পর্শে না এলে দুর্নীতির সুযোগ কমে যায়। দুর্নীতি যাতে না হয়, ঘুষ যাতে দিতে না হয়, সে জন্যই ঘরে বসে এই সরকারি সেবা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আমদানি-রপ্তানির প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর বলেন, বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির সহযোগিতায় সেবাটি চালু হয়েছে। নিবন্ধন নবায়ন মেলায় যে কেউ প্রয়োজনীয় তথ্য নিয়ে অল্প সময়েই নিবন্ধন নেওয়ার কাজটি করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ব্যাংকের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

২০১৩ ও ২০১৫ সালের লভ্যাংশ দিবে প্রোগ্রেসিভ লাইফ

progresiveস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৩ ও ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

আরএকে সিরামিকসের ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

RAK-CERAMIKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩৪ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৮০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৯০ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের দায়ের পরিমাণ হয়েছে ১৬.২০ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৬.৬৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিঙ্গার বিডির ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৪ জুলাই

singerbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে সাড়ে ৩টায় রাজধানীর নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

purabi-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২১ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৫১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫০ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের দায়ের পরিমাণ হয়েছে ১৩.১৮ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১২.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড