বড়পুকুরিয়া কয়লা খনির সাত এমডিসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

dudok

দিনাজপুরের কোল মাইনিং কোম্পানি লিমিটেডের কয়লা খনি থেকে ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকার কয়লা চুরির মামলায় কোম্পানির ৭ ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২১ জুলাই) দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরে এই অভিযোগপত্র দাখিল করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. শামছুল আলম। দুদক উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে ১৪ জনের নাম মামলার এজাহারে ছিল। তদন্ত শেষে আরও ৯ জনের নাম যুক্ত হয়। এজাহারে নাম থাকা ৫ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন, বুড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক এমডি মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল আজিজ খান, প্রকৌশলী খুরশীদুল হাসান, প্রকৌশলী কামরুজ্জামান, মো. আমিনুজ্জামান, প্রকৌশলী এস এম নুরুল আওরঙ্গজেব ও প্রকৌলশী হাবিব উদ্দিন আহাম্মদ, সাবেক মহাব্যবস্থাপক মো. শরিফুল আলম, মো. আবুল কাসেম প্রধানীয়া, আবু তাহের মো. নুর-উজ-জামান চৌধুরী, ব্যবস্থাপক মাসুদুর রহমান হাওলাদার, মো. আরিফুর রহমান ও সৈয়দ ইমান হাসান, উপ ব্যবস্থাপক মুহাম্মদ খলিলুর রহমান, মো. মোর্শেদুজ্জামান, মো. হাবিবুর রহমান, মো. জাহেদুর রহমান সহকারী ব্যবস্থাপক সত্যেন্দ্র নাথ বর্মন, মো. মনিরুজ্জামান, কোল হ্যান্ডেলিং ম্যানেজমেন্টের ব্যবস্থাপক মো. শোয়েবুর রহমান, উপ-মহাব্যবস্থাপক এ কে এম খালেদুল ইসলাম, ব্যবস্থাপক অশোক কুমার হালদার ও উপ-মহাব্যবস্থাপক মো. জোবায়ের আলী।

মামলা থেকে অব্যাহতি পেলেন যারা
বুড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (অ্যাক্সপ্লোরেশন) মো. মোশারফ হোসেন সরকার, ব্যবস্থাপক (ডিজাইন, কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স) জাহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (সেইফটি ম্যানেজমেন্ট) মো. একরামুল হক, সাবেক মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. আব্দুল মান্নান পাটওয়ারী ও মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) গোপাল চন্দ্র সাহা।

প্রসঙ্গত, ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ১৯ জুলাই পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৭২৭ দশমিক ৯২ মেট্রেকি টন কয়লা চুরি হয়। যার আনুমানিক মূল্য ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৫০১ টাকা ৮৪ পয়সা। এ ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে গত বছরের ২৪ জুলাই পার্বতীপুর থানায় মামলা করেন। মামলাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় পরে দুদকের কাছে মামলার নথি হস্তান্তর করে পুলিশ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারি কোম্পানির ১৫৫ কোটি টাকার লভ্যাংশ

UPGDস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি ইউনাইটেড আশুগঞ্জ এ্যানার্জি লিমিটেড ৩৮.৭৫% নগদ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

২০১৮-২০১৯ সালের জন্য এই লভ্যাংশ ঘোষনা করা হয় এবং সর্বমোট লভ্যাংশের পরিমান ১৫৫.১৭ কোটি টাকা।

উল্লেখ্য যে, চলতি বছর কোম্পানিটির কর পরবর্তী নীট মুনাফা ছিল ১৫৯.৫৬ কোটি টাকা আর শেয়ার প্রতি আয় ছিল ৩.৯৮৫ টাকা ।

গত ২০ জুলাই অনুষ্ঠিত পরিচালক বোর্ড সভায় ২০১৮-২০১৯ সালের জন্য চুড়ান্ত লভ্যাংশ হিসেবে শেয়ার প্রতি ২.৯০ টাকা বা ২৯% হারে সর্বমোট ১১৬.১৩ কোটি টাকার অনুমোদন দেয়া হয়।

প্রসংগত উল্লেখ্য যে, ২০১৮-১৯ সালের প্রথম ত্রৈমাসিক হিসাবের ভিত্তিতে অর্জিত মুনাফার উপর শেয়ার প্রতি ০.৯৭৫ টাকা বা ৯.৭৫% হারে নগদ লভ্যাংশ ঘোষনা করা হয় যা টাকার পরিমানে ৩৯.০৪ কোটি টাকা এবং সর্বমোট লভ্যাংশ প্রদান ১৫৫.১৭ কোটি টাকা ।

কোম্পানিটির দাবি, ইউনাইটেড পাওয়ারের শেয়ার হোল্ডারগনের প্রত্যাশিত মুনাফা ধারাবাহিকভাবে বৃদ্ধির সুযোগ রয়েছে। বর্তমান শেয়ারবাজারে কোম্পানিটি তার স্থান আরও সুদৃর করবে বলে আশা করা যায়।

স্টকমার্কেটবিডি.কম/

বায়ো-টেকনোলজি খাতে ৩শ’ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে ওরিক্স

Polokস্টকমার্কেটবিডি ডেস্ক :

ওরিক্স বায়ো-টেক লিমিটেড ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’তে বায়োটেকনোলজি নিয়ে কাজ করবে । এ লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি সেখানে ৩শ’ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’র ব-ক-২-এ ২৫ একর জমি ওরিক্স’কে ইতোমধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে।

আজ রবিবার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এক সভায় ‘বায়ো-টেক প্রজেক্ট’ নিয়ে বিস্তারিত আলোচনাকালে এ কথা জানানো হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসময় প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সময় এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

তিনি ওরিক্স বায়ো-টেক লিমিটেড’কে দ্রুত কাজ শুরু করার তাগিদ দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকারও প্রতিশ্রুতি প্রদান করেন।
তিনি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষর কর্মকর্তাদেরকে এবিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য,উন্নত বিশ্বে এখন (বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউেেরাপ, চীন, জাপান) বায়ো-টেকনোলজির ব্যাপক ব্যবহার হচ্ছে। মূলত হিউম্যান প্লাজমা থেকে বায়ো-টেক পণ্য উৎপাদিত হয়। এইচআইভি এইডস এবং ক্যান্সার রোগের চিকিৎসায় এসব বায়ো-টেক ওষুধ এখন ব্যবহার হচ্ছে। এছাড়া সার্স, ইনফ্লুয়েঞ্জা, পা ও মুখের বিভিন্ন সংক্রমনসহ ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রতিতরোধে এর ব্যবহার হচ্ছে। উচ্চতর প্রযুক্তির এই বায়ো-প্রোডাক্ট তথা জৈব পণ্য উৎপাদন একটি জটিল প্রক্রিয়া।

ওরিক্স বায়ো-টেক লিমিটেড বঙ্গবন্ধু হাই-টেক সিটি’তে বছরে ১২০০ টন প্ল¬াজমা বিশে¬ষণে সক্ষম প¬্যান্ট নির্মাণ করতে চায়, যার সাথে ২০টি প্লাজমা সংগ্রহহ স্টেশন সংযুক্ত থাকবে বলে সভায় জানানো হয়।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সামিট টেকনোপলিশ লিমিটেড ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

অর্থনৈতিক কূটনীতির ওপর রাষ্ট্রদূতদের গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

000স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের চলমান উন্নয়ন কর্মসূচি যেন অব্যাহত থাকে, সেজন্য রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।’ রবিবার (২১ জুলাই) লন্ডনের একটি হোটেলে স্থানীয় সময় বিকালে ‘দূত (ইউরোপ) সম্মেলনে’ তিনি এই আহ্বান জানান।

সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, অভিবাসন ও রোহিঙ্গা সমস্যার বিষয়ও আলোচনা করা হয়েছে।

দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপট উল্লেখ করে কূটনীতিকদের সময়োপযোগী অ্যাকশন প্ল্যান গ্রহণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই জন্য আমাদের দেশে বিনিয়োগের আরও সুযোগ সৃষ্টি করতে হবে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ব্যবসা ও দক্ষ জনশক্তি রফতানি বাড়াতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের একটি বৃহৎ ও দক্ষ যুবশক্তি রয়েছে, যারা বিশ্ব শ্রম বাজারের চাহিদা পূরণে সক্ষম।’

একটি দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে এমন একটি অ্যাপ চালু করেছি, যার মাধ্যমে জনগণ ৯টি ভাষা শিখতে পারছে।’

কূটনীতিকদের নিজ নিজ কর্মস্থলে বিভিন্ন দেশের বাজার পরিবীক্ষণ করে সে দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বাধাগুলো চিহ্নিত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ উন্নত-সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।’ প্রবাসে কর্মরত কূটনীতিকদের এ লক্ষ্য অনুসরণে তাদেরও নিজস্ব কর্মপরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেন তিনি।

বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনে দ্রুত ও উন্নত সেবা দিতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমরা ইতোমধ্যে ৮ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি। চলতি (২০১৯-২০) অর্থবছরের শেষ নাগাদ যা ৮ দশমিক ২ শতাংশে উন্নীত করা আমাদের লক্ষ্য।’ একইসঙ্গে ২০২০ সাল নাগাদ আমাদের মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলারে পৌঁছবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ এখন আর সাহায্য নির্ভর নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা এবারে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার জাতীয় বাজেট প্রণয়ন করেছি। এর ৯০ শতাংশ অর্থ আমাদের নিজস্ব উৎস থেকে জোগান দেওয়া হবে।’

বিএনপি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘তারা বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে, অথচ তারা এই নির্বাচনে যথার্থ প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে মনোনয়নবাণিজ্য করেছে।’

বাংলাদেশ প্রপাগান্ডায় বিশ্বাস করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ আর্থ-সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় আস্থা রাখে এবং আওয়ামী লীগ সরকারের অর্জনকে গুরুত্ব দেয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট চালু করবে হিমালয়ান এয়ারলাইনস

0000000000স্টকমার্কেটবিডি ডেস্ক :

নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয়ান এয়ারলাইনস আগামী সোমবার থেকে কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু সরাসরি বিমান চলাচল শুরু করতে যাচ্ছে।

হিমালয়ান এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান সংস্থাটি কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু রুটে এ৩২০-২১৪ বিমানের মাধ্যমে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। বিমানগুলোতে ১৫০টি ইকোনমি ক্লাস ও আটটি প্রিমিয়াম ইকোনমি ক্লাসের আসন থাকবে।

সব ক্ষেত্রে দু’দেশের মধ্যকার যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশে নিযুক্ত নেপালের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ধান বাহাদুর ওলি বলেন, বাংলাদেশের সঙ্গে নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার রাতে নেপালি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘যোগাযোগের ব্যাপারে কথা বলার সময় আমরা একমুখী যোগাযোগের কথা বলি না।’

হিমালয় এয়ারলাইনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুশীল কুমার বাসনেত বলেন, অন্যান্য বিমান কোম্পানির তুলনায় এই কোম্পানির ফ্লাইটগুলোর টিকিটের দাম অনেক কম।

বিমান কোম্পানিটি দোহা, দুবাই ও দাম্মামের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতোই বাংলাদেশি যাত্রীদের ট্রানজিট হিসেবে কাঠমান্ডুর নতুন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সেবা দেবে। যোগাযোগের এই নতুন ক্ষেত্রটি নেপাল ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বৃদ্ধিতে সহায়ক হবে। বিমান সংস্থা হিমালয়ান এয়ারলাইনস জেনারেল সেলস এজেন্ট হিসেবে এস এয়ার এয়ার বিডি লিমিটেডকে নিয়োগ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিমান কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বিজয় শ্রেষ্ঠা বলেন, কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু রুটটি নেপাল ও বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করার পাশাপাশি বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটি সেতু হিসেবেও কাজ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তাহে তিনবার ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে কাঠমান্ডু থেকে ছেড়ে স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইটে স্থানীয় সময় বেলা ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

স্টকমার্কেটবিডি.কম

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৫ জুলাই

eastland-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া বিমাটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শাহজালাল ইসলামী ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৫ জুলাই

sahjalal-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানিশাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া ব্যাংকটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আল আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই

al-arafah_110114স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া ব্যাংকটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা ৩৫ মিনিটে রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ফরচুন সুজ
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ফেডারেল ইন্স্যুরেন্স
  4. জেএমআই সিরিঞ্জ
  5. বেক্সিমকো লিমিটেড
  6. সী পাল রিসোর্ট
  7. ঢাকা ইন্স্যুরেন্স
  8. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  9. কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
  10. প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেন বাড়লেও সূচকের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৬৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৯৫ কোটি ২৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ১৮.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৩টির। আর দর অপরিবর্তিত আছে ১৮টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, ফেডারেল ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, বেক্সিমকো লিমিটেড, সী পাল রিসোর্ট, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪১৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৪ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪২ টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮০ লাখ টাকা।
দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সী পার্ল রিসোর্ট ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড