দুধ বিক্রিতে বাধা কাটল মিল্ক ভিটার

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মিল্ক ভিটার পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনে আট সপ্তাহের জন্য আইনগত বাধা কেটেছে। ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন থেকে পাঁচ সপ্তাহের জন্য বিরত রাখতে হাইকোর্ট গতকাল রোববার আদেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে মিল্ক ভিটা আজ সোমবার আদালতে আবেদন করে, যা চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে।

চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান মিল্ক ভিটার ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া পাঁচ সপ্তাহের ওই বন্ধের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। মিল্ক ভিটার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ।

শুনানি শেষে মহিউদ্দিন মো. হানিফ প্রথম আলোকে বলেন, মিল্ক ভিটার ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া ওই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। ফলে মিল্ক ভিটার দুধ উৎপাদন ও বিপণনে আইনগত বাধা কাটল।

এর আগে গতকাল মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিক্রি পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/জে/এম

কমার্স ব্যাংকের ১১ কর্মকর্তা বরখাস্ত

Bangladesh_Commerce_Bank_Limitedস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টেরাকোটা টাইলস রপ্তানির নামে টাকা পাচারের ঘটনায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বর্তমান উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) শীর্ষ পর্যায়ের ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক কর্তৃপক্ষ। গত শনিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল রোববার বরখাস্তের এ আদেশের সিদ্ধান্ত কর্মকর্তাদের জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বরখাস্তকৃত কর্মকর্তাদের অনেকেই আজ সোমবার ব্যাংকটির মানবসম্পদ বিভাগে রিপোর্ট করেছেন।

সাময়িক বরখাস্তকৃত কমার্স ব্যাংকের কর্মকর্তারা হলেন সাবেক এমডি ও বর্তমানে কমার্স ব্যাংক সিকিউরিটিজের এমডি আর কিউ এম ফোরকান, ডিএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা কাজী রিয়াজুল করিম, ট্রেজারি বিভাগের প্রধান মো. কামরুজ্জামান, প্রধান শাখার ব্যবস্থাপক আফজাল হোসেন, দিলকুশা শাখার ব্যবস্থাপক ফকির নাজমুল আলম ও অপারেশন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সোনারগাঁও শাখার ব্যবস্থাপক হাসান ফারুক, ঢাকার মৌলভীবাজার শাখার অপারেশন ব্যবস্থাপক রফিকুল ইসলাম, প্রধান কার্যালয়ের বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুজ্জামান ও ফারহানা রাজ্জাক, একই বিভাগের কর্মকর্তা জামাল হোসেন। টাইলসের মাধ্যমে টাকা পাচারের সময় বরখাস্তকৃত কর্মকর্তারা সবাই দিলকুশা শাখা ও প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

১০ শতাংশ নয় ৫ শতাংশ হারে উৎসে কর ৫ লাখ টাকা পর্যন্ত

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সব ধরনের সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর ৫ শতাংশ কাটা হবে। চলতি বছরের ১ জুলাই থেকেই এই হার কার্যকর হবে।

অর্থমন্ত্রী আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, শিগগিরই এ ব্যাপারে এনবিআর প্রজ্ঞাপন জারি করবে।

চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় মন্ত্রী সব ধরনের সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কাটা হবে বলে জানিয়েছিলেন। পরে এনবিআরের এক প্রজ্ঞাপনে বলা হয়, পেনশনার সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ হবে।

সঞ্চয়পত্রের উৎসে কর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আজকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করলেন অর্থমন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ২ শতাংশ প্রণোদনা দেওয়ার ব্যাপারে সরকার এখনো প্রস্তুতি শেষ করতে পারেনি। তবে ১ জুলাই থেকে প্রবাসীরা যাঁরা টাকা পাঠাচ্ছেন, তাঁদের ২ শতাংশ হারে অর্থ সহায়তা দিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে পাবলিক পরিচালক

eastland-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের এক পাবলিক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এ এস এম কাসেম নামে পরিচালক প্রতিষ্ঠানটির যথাক্রমে ২ লাখ ১০ হাজার শেয়ার ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এশিয়ান টাইগার মি. ফান্ডের লভ্যাংশ ঘোষণা

atcpস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ মি. ফান্ডের ট্রাষ্ট্রি বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ফান্ডটি।

এ সময় ফান্ডটির ইউনিট প্রতি আয় এসেছে ১.০১ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত ফান্ডটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২.৯৫ টাকা।

ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৬ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিটি ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে দুই করপোরেট পরিচালক

City geninsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের দুই করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আনোয়ার ল্যান্ডমার্ক ও মেহমুদ ইন্ডাস্ট্রিজ নামে পরিচালক প্রতিষ্ঠানটির যথাক্রমে ২ লাখ ৬০ হাজার ও ৫ লাখ ৩৮ হাজার হাজার শেয়ার ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা পিছালো

farest lifeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা পিছানো হয়েছে। আগামী ৫ আগষ্ট এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানির ২০১ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া আর্থিক বছরের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানির গত বছরের জন্য লভ্যাংশ, এজিএমসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করবে ফারইষ্ট সিকিউরিটিজ

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের একজন করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফারইষ্ট সিকিউরিটিজ নামে পরিচালক প্রতিষ্ঠানটির ৮ লাখ ২৫ হাজার হাজার শেয়ার বিক্রয় করবে। তার হাতে মোট ২৫ লাখ ৯৫ হাজার শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ফরচুন সুজ
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বাংলাদেশ শিপিং
  4. স্কয়ার ফার্মা
  5. মুন্নু সিরামিকস
  6. সিঙ্গার বিডি
  7. ইউনাইটেড ইন্স্যুরেন্স
  8. জেএমআই সিরিঞ্জ
  9. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  10. বীকন ফার্মা লিমিটেড ।