ডিএসইতে ৪৩৭ ও সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ৭২ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪০৬ কোটি টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। আর ডিএসই সূচক ১০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৪৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৩টির। আর দর অপরিবর্তিত আছে ১৮টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, ইউনাইটেড ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ , বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও বীকন ফার্মা লিমিটেড ।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৬ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৫ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল এসকে ট্রিমস ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রাসেলকে আরও ৫ লাখ টাকা দিল গ্রীনলাইন

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে আরও ৫ লাখ টাকা দিয়েছে গ্রীনলাইন পরিবহন।

বাকি টাকা কিস্তি আকারে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গ্রীনলাইন পরিবহনের নতুন আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৫ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য্য করেন।

আগামী সপ্তাহে আদেশ বাস্তবায়ন করে আসার নির্দেশ দেন আদালত।

গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রীনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল সরকার।

স্টকমার্কেটবিডি.কম/জে/এম

রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আয় ৩৬ পয়সা

republic-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৩৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪১ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৮৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৮২ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৪.৩২ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৪.৮২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আয় ৩৩ পয়সা

provati-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩২ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৯০ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৮.৫০ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৭.৭৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আয় ৭৬ পয়সা

easternস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৭১ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৪৪ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৪৪.০৪ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ৪৪.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রাইম ব্যাংকের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৫৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪০ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৭০ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২২.৮২ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২১.৯৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আল আরাফাহ ব্যাংকের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

al-arafaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৫১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪২ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৯.৪৩ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৮.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড