জিডিপি প্রবৃদ্ধিতে প্রথম ভারত ও দ্বিতীয় বাংলাদেশ

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে চলতি অর্থবছরে (২০১৯-২০) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক বলছে, ব্রেক্সিটের কারণে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার রপ্তানিতে প্রভাব পড়তে পারে। এ ছাড়া তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়তে পারে।

বিশ্বব্যাংক আরও বলেছে, আগামী দুই অর্থবছরে (২০২০-২১ ও ২০২০-২১) প্রবৃদ্ধি কিছুটা কমে ৭ দশমিক ৩ শতাংশ হতে পারে। বিদায়ী অর্থবছরের হিসাবে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ হয়েছে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। যদিও সরকারের সাময়িক হিসাবে বিদায়ী অর্থবছরে ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে।

বিদায়ী অর্থবছরের বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বিশ্বব্যাংক বলেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি ভোক্তা চাহিদার কারণে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া সরকারি বিনিয়োগ বৃদ্ধির কারণে বড় অবকাঠামো প্রকল্পগুলো অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরাজমান বাণিজ্যযুদ্ধের কারণে বাংলাদেশের রপ্তানি কিছুটা বেড়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে ভারতে। সবচেয়ে কম ২ দশমিক ৪ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে আফগানিস্তানে। এ ছাড়া পাকিস্তানে ২ দশমিক ৭ শতাংশ, শ্রীলঙ্কা সাড়ে ৩ শতাংশ, মালদ্বীপে ৫ দশমিক ৭ শতাংশ, নেপালে ৬ দশমিক ৪ শতাংশ এবং ভুটানে ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বাংলাদেশ ব্যাংক আগামীকাল মুদ্রা নীতি ঘোষণা করবে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক (বিবি) চলতি ২০১৯-২০ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রা নীতি ঘোষণা দেবে আগামীকাল।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আগামীকাল সকাল সাড়ে ১১টায় মতিঝিল কেন্দ্রিয় ব্যাংক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণা করবেন।

এর আগে কেন্দ্রিয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট ও আর্থিক নীতিমালার ভিত্তিতে মুদ্রা নীতি ঘোষিত হবে।

তিনি আরো বলেন, গত অর্থ বছরের ন্যায় কেন্দ্রিয় ব্যাংক মুদ্রা নীতি ঘোষণার ক্ষেত্রে কঠোর সাবধানতা অবলম্বন করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের দুধ বিক্রিতে বাধা কাটল

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনে আইনগত বাধা কেটেছে। ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বিরত রাখতে হাইকোর্ট ২৮ জুলাই আদেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশ আজ মঙ্গলবার আদালতে আবেদন করে, যা চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে।

চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এই দুই ব্রান্ডের ক্ষেত্রে হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেন। দুই কোম্পানির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

১৪টি কোম্পানির পাস্তুরিত দুধের বিষয়ে তিনটি সংস্থার প্রতিবেদন বিবেচনায় নিয়ে হাইকোর্ট ২৮ জুলাই স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দিয়েছিলেন। প্রতিবেদনে এসব পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও সিসার উপস্থিতির কথা বলা হয়েছিল। প্রতিবেদন বিবেচনায় নিয়ে হাইকোর্ট ১৪ কোম্পানির দুধের উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বিরত রাখতে নির্দেশ দিয়েছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে মিল্ক ভিটা গতকাল সোমবার চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। শুনানি নিয়ে গতকাল চেম্বার আদালত মিল্ক ভিটার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

উৎপাদন ও বিপণন স্থগিত থাকা অপর ১১টি কোম্পানির ব্র্যান্ডগুলো হচ্ছে আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস লিমিটেডের আফতাব, আমেরিকান ডেইরি লিমিটেডের মু, বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেডের ডেইরি ফ্রেশ, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আড়ং ডেইরি, ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের আয়রান, ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের পিউরা, ইগলু ডেইরি লিমিটেডের ইগলু, উত্তরবঙ্গ ডেইরির মিল্ক ফ্রেশ, শিলাইদহ ডেইরির আল্ট্রা, পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের আরওয়া ও তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের সেফ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অবৈধ মুঠোফোন নিয়ে বিটিআরসির সতর্কতা

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবৈধ, নকল ও ক্লোন মুঠোফোন সেট কেনার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক করল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ আগস্ট থেকে নকল ও ক্লোন আইএমইআই সংবলিত মুঠোফোন অপারেটরদের নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে তা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

বিটিআরসি গতকাল সোমবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, মুঠোফোন সেট কেনার আগে সিটির আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) সঠিক কিনা তা যাচাই করতে হবে। পাশাপাশি বিক্রেতার কাছ থেকে রসিদ নিতে হবে।

কীভাবে সত্যতা যাচাই করতে হবে, তা বলে দিয়েছে বিটিআরসি। পদ্ধতিটি হলো, মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদেবার্তায় জানা যাবে, মুঠোফোনটির আইএমইআই নম্বর বিটিআরসির তথ্যভান্ডারে রয়েছে কিনা।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার কবে চালু হবে, তা এখনো ঠিক হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আয় ২৪ পয়সা

bgic-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ২৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২৩ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৯৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ১৩ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৫.৯৯ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২০.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ফরচুন সুজ
  3. মুন্নু সিরামিকস
  4. বাংলাদেশ শিপিং
  5. বীকন ফার্মা
  6. বিএটিবিসি
  7. স্কয়ার ফার্মা
  8. জেনেক্স ইসফ্রোসিস
  9. ডরিন পাওয়ার
  10. জেএমআই সিরিঞ্জ লিমিটেড ।

ডিএসইতে ৪৩৭ ও সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য কমলেও সূচক অনেকটা কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৩৭ কোটি ৭২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৫ পয়েন্টে। আর ডিএসই সূচক ৯.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮২৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৮টির। আর দর অপরিবর্তিত আছে ২০টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, বাংলাদেশ শিপিং, বীকন ফার্মা, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, জেনেক্স ইসফ্রোসিস, ডরিন পাওয়ার ও জেএমআই সিরিঞ্জ লিমিটেড ।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৭৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৩ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ড্যাফোডিলস কম্পিউটারস ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

১৪১৪ কোটি টাকার বন্ড ছাড়তে চায় ইউনাইটেড গ্রুপ

UPGDস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউনাইটেড পাওয়ার এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মালিকানাধীন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার ১৪১৪ কোটি টাকার বন্ড ছাড়ছে।

ইউনাইটেড গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার ১৪১৪ কোটি টাকার জিরো কুপন ইসলামিক বন্ড ছাড়ার অনুমোদন পেল।

মূলতঃ দীর্ঘ মেয়াদী ঋন পত্রের দায় এবং গ্রুপের অপর সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ারের বৈদেশিক ঋন আগাম পরিশোধের জন্য এই বন্ড ইস্যু করা হচ্ছে।

উল্লেখ্য যে, ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার হচ্ছে ইউনাইটেড পাওয়ার এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাবসিডিয়ারী কোম্পানী।

নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে এই ১৪১৪ কোটি টাকার বন্ড ইস্যু করবে ইউনাইটেড গ্রুপ । বন্ডের মেয়াদ বা অন্যান্য তথ্য পরে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মার্কেন্টাইল ব্যাংকের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টকা ১৬ পয়সা। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ১৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৮৮ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৬৯ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২১.৭১ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২২.৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড