ঈদুল আজহা উপলক্ষে টানা ৯ দিন লেনদেন বন্ধ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঈদুল আজহা উপলক্ষে টানা ৯ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে সেখানে সকল দাপ্তরিক কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ৯ হতে ১৭ আগস্ট পর্যন্ত ডিএসই ও সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৮ আগস্ট রবিবার থেকে পুনরায় সেখানে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফারইষ্ট লাইফের বোর্ড সভার দিন পিছালো

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভার দিন পিছানো হয়েছে। আগামী ৭ আগষ্ট এই বোর্ড সভা আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এদিন বেলা ৪ টায় প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ডিসেম্বরে শেষ হওয়া ২০১৮ সালের দিত্বীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এর আগে ৫ আগষ্ট এই বোর্ড সভা আহবান করেছিল বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. মুন্নু সিরামিকস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ফরচুন সুজ
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. জেনেক্স ইনফ্রোসিস
  6. ইন্দোবাংলা ফার্মা
  7. বীকন ফার্মা
  8. সিলকো ফার্মা
  9. বিবিএস ক্যাবলস
  10. স্টাইল ক্রাফট লিমিটেড ।

ইউনাইটেড পাওয়ারের ঘোষিত লভ্যাংশ নিয়ে সন্তুষ্ট বিনিয়োগকারীরা

UPGDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরের জন্য ঘোষিত এই লভ্যাংশ নিয়ে বিনিয়োগকারীরা সন্তুষ্ট বলে জানিয়েছে।

বিনিয়োগকারীদের মতে, শেয়ারবাজারে একটি মন্দা সময় যাচ্ছে। এ সময় বড় একটি কোম্পানির ভালো লভ্যাংশ ঘোষণা সূচককে একদিনের জন্যও হলেও ইতিবাচক ধারায় আনবে।

ফেসবুকে এক প্রতিক্রিয়ায় আলামিন নামে এক বিনিয়োগকারী বলেন, বিএসইসির নতুন নতুন আইনে কোম্পানি এখন লভ্যাংশ দিতে ভয় পাচ্ছে। এ সময় ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ইউনাইটেড পাওয়ারের মালিকপক্ষ নিজেদের সাহস প্রকাশ করেছেন।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সালের জন্য ১৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেট ইপিএস) ১৬.০৮ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬২.৮৪ টাকা।

আগামী ৫ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম