১২ সিটি করপোরেশনে পশু কোরবানির স্থান ২৯৪১টি

tajul-islam-picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহায় দেশের ১২টি সিটি করপোরেশনে পশু কোরবানির জন্য দুই হাজার ৯৪১টি স্থান নির্ধারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়া এবার সিটি করপোরেশনগুলোতে পশুর হাটের সংখ্যা ৯৪টি।

মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘ঈদুল আজহার সময় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ’ বিষয়ে সভায় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২০টি, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭৩টি, রাজশাহী সিটি করপোরেশনে ২১০টি, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩১৪টি, খুলনা সিটি করপোরেশনে ১৪০টি, বরিশাল সিটি করপোরেশনে ১৪২টি, সিলেট সিটি করপোরেশনে ৩৪টি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৫৮টি, কুমিল্লা সিটি করপোরেশনে ১৯০টি, রংপুর সিটি করপোরেশনে ১১৭টি, গাজীপুর সিটি করপোরেশনে ৪৮৭টি ও ময়মনসিংহ সিটি করপোরেশনে ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঈদে যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং যানবাহনের কোনো অসুবিধা না হয়, আইন-শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রস্তুতি নিয়েছে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় সতর্ক হতে হবে।

সভায় জানানো হয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পশু কোরবানির জন্য নির্ধারিত স্থানে প্যান্ডেল তৈরি করা হবে। পর্যাপ্ত ইমাম ও প্রশিক্ষণপ্রাপ্ত মাংস প্রস্তুতকারীর পাশাপাশি বর্জ্য অপসারণের জন্য পর্যাপ্ত ভ্যান থাকবে। এছাড়াও পর্যাপ্ত স্যাভলন ও ফিনাইল মিশ্রিত পানি ছিটানোর ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি পশুর হাটে উন্নতমানের বর্জ্যবাহী ব্যাগ সরবরাহ করা হবে। বর্জ্য অপসারণে কন্ট্রোলরুমের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা করা হবে। সিটি করপোরেশনের পানিবাহী গাড়ি ছাড়াও ঢাকা ওয়াসা, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর গাড়ি থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাড়ির মালিকদের নিয়ে পুলিশের ডাটাবেজ ব্যবহার করবে এনবিআর

NBR-logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন করদাতা সংগ্রহ বা রাজধানীসহ শহরের বাড়ির মালিকদের করের আওতায় আনার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুলিশের ডাটাবেজ ব্যবহারের চিন্তাভাবনা করছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশের তৈরি করা এই ডাটাবেজে বাড়ির মালিকের তথ্য রয়েছে।

ইতোমধ্যে রাজধানীসহ আরো কয়েকটি বড় শহরে পুলিশ এ ধরনের ডাটাবেজ তৈরি করেছে।এতে অন্যান্য তথ্যের পাশাপাশি বাড়ির মালিক,ভবন মালিক,ভাড়াটিয়া,ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান মালিকের তথ্য রয়েছে। অর্থাৎ কারা বাড়ির মালিক সেই তথ্য এই ডাটাবেজ থেকে সহজে নিতে পারবে কর কর্তৃপক্ষ।

এ বিষয়ে এনবিআরের একজন কর্মকর্তা বলেন,‘আয়কর অধ্যাদেশের ১৮৪ ধারার ই উপধারায় বলা আছে কর কর্তৃপক্ষ সরকারের অন্য কোন সংস্থার কাছে সহায়তা চাইলে, তারা সেই সহায়তা প্রদান করবে। সুতরাং বাড়ির মালিকের তথ্য পেতে আমরা পুলিশের ডাটাবেজ ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা, কারা বাড়ির মালিক সেই তথ্য সহজে পেয়ে যাব।’

তিনি বলেন, শহরের বাড়ির মালিকদের করের আওতায় আনতে নানা উদ্যোগ নেয়া হলেও কার্যত খুব বেশি ফল আসেনি। ঢাকাসহ অন্যন্যা বড় শহরের অধিকাংশ বাড়ির মালিক এখনও করজালের বাইরে রয়ে গেছে। কিন্তু পুলিশের ডাটাবেজ ব্যবহার করলে বাড়ির মালিকদের সনাক্তকরণ যেমন সহজ হবে তেমনি তাদেরকে করজালের আওতায় আনা যাবে।

এনবিআরের এই কর্মকর্তা মনে করেন, বড় বড় শহরের অধিকাংশ বাড়ির মালিক অব্যশই করযোগ্য। তাই, পুলিশের ডাটাবেজ অনুযায়ী বাড়ির মালিকদের মধ্যে যারা করযোগ্য তাদেরকে যদি করের আওতায় আনা যায়, তাহলে অল্প সময়ের ব্যবধানে করদাতার সংখ্যা ৫০ লাখে উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নতুন করদাতা সংগ্রহে পুলিশের ডাটাবেজ ব্যবহারের চিন্তাভাবনা করলেও এনবিআর এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে তিনি জানান।
দেশে বর্তমানে ই-টিআইএনধারীর সংখ্যা ৪১ লাখ হলেও রিটার্ন দাখিল করেন মাত্র ২১ লাখ। এই ২১ লাখের মধ্যে আবার ১০ শতাংশ কোন কর দেন না অর্থাৎ তারা ‘জিরো রিটার্ন’ দেন।

পুলিশ সদর দফতরের তথ্যমতে, অপরাধী সনাক্তকরণে ঢাকা মহানগরীসহ আরো কয়েকটি বড় শহরে নাগরিকদের তথ্য নিয়ে পুলিশ ডাটাবেজ তৈরি করেছে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও ডাটাবেজ তৈরি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফেসবুকের একদিনে লোকসান ২২ হাজার কোটি টাকা

face-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

একদিনে ২.৭ বিলিয়ন ডলার লোকসান গুণতে হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে। বাংলাদেশি টাকায় এর অর্থমূল্য ২২ হাজার কোটি টাকারও বেশি। পৃথিবীর অনেক দেশের বার্ষিক বাজেটের চেয়েও এর পরিমাণ বড়। প্রশ্ন জাগে, এতো টাকা কীভাবে খোয়ালেন জাকারবার্গ?

সোমবার স্টক এক্সচেঞ্জে বিশাল দরপতন ঘটেছে। ১ বিলিয়ন বা তার বেশি পরিমাণ ক্ষতির শিকার হয়েছেন অন্তত ১৮ বিলিয়নিয়ার। তাদের মধ্যে আছেন ওরাকল কর্পোরেশনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ল্যারি এলিসনও। যিনি খুইয়েছেন অন্তত ২.৫ বিলিয়ন ডলার। তবে, সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছেন বিলাসবহুল পণ্য প্রস্তুতকারক এলভিএমএইচ এর বার্নার্ড আরনল্ট। একদিনেই ৪ বিলিয়ন ডলার নেই হয়ে গেছে তার!

এবার এটিই স্টক মার্কেটে সবচেয়ে বড় দরপতনের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর অব্যাহতভাবে শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পরই এমন ঘটনা ঘটলো। কারণ ট্রাম্পের ঘোষণার প্রেক্ষিতে চীন ডলারের বিপরীতে তার মুদ্রার মান কমিয়ে দিয়েছে। ২০০৮ সালের পর এটিই চীনের সবচেয়ে বড় মুদ্রা অবমূল্যায়নের ঘটনা। এতে, অবশ্য জ্যাক মা’র মতো বড় বড় চীনা বিনিয়োগকারীরাও ক্ষতির শিকার হয়েছেন।

শুরু করেছিলাম, জাকারবার্গকে দিয়ে। পাঠক পাল্টা প্রশ্ন করতেই পারেন, একদিনে যিনি ২২ হাজার কোটিরও বেশি টাকা খুইয়ে স্বাভাবিক থাকতে পারেন তার মোট সম্পত্তির পরিমাণ কত?

স্টকমার্কেটবিডি.কম/

গরুর চামড়া ৪৫-৫০ ও ছাগলের ১৮-২০ টাকা নির্ধারণ

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে হবে ৩৫ থেকে ৪০ টাকা। গতবছরও একই দামই পশুর চামড়া কেনা হয়।

সরকার ও ট্যানারি মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মঙ্গলবার (০৬ আগস্ট) বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পশুর চামড়ার দাম নির্ধারণ সংক্রান্ত ওই বৈঠকে চামড়া খাতের শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রপ্তানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের বাজার দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে চাহিদাও কমে গেছে। কিন্তু চামড়াজাত পণ্যের দাম বেড়েছে। কোরবানির চামড়া বেচার টাকা কেউ পকেটে করে নিয়ে যায় না। এটা বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দেওয়া হয়। আমরা চাইছি চামড়ার দাম বাড়ুক। তবে আমাদের মান বাড়াতে হবে। তাই সব কিছু বিবেচনায় গতবারের দামই নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, এবার প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকায় কেনা হয়। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১৩ থেকে ১৫ টাকায় সংগ্রহ করতে বলা হয়েছে ব্যবসায়ীদের। ২০১৮ সালেও একই দামে চামড়া কেনা হয়।

উল্লেখ্য, ঢাকায় ২০১৪ সালে ৭৫ থেকে ৮০ টাকা, ২০১৫ সালে ৫০ টাকা, ২০১৬ সালে ৫০ থেকে ৫৫ টাকা, ২০১৭ সালে ৫০ থেকে ৫৫ টাকা এবং ২০১৮ সালে ৪৫ থেকে ৫০ টাকায় প্রতি বর্গফুট পশুর চামড়া কেনা হয়।

বৈঠক বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বিএইচএসএমএ) ও ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতা ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

চীনকে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ আখ্যায়িত যুক্তরাষ্ট্রের

141834China-to-hold-5th-World-Internet-Conferenceস্টকমার্কেটবিডি ডেস্ক :

এবার আনুষ্ঠানিকভাবে চীনকে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ বলে আখ্যায়িত করল যুক্তরাষ্ট্র। আর এতে দেশ দুটির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ যে আরও উসকে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের দর অনেক কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর এই ঘোষণা দিল। যুক্তরাষ্ট্রের দাবি, চীন সরকারের হস্তক্ষেপেই এই দর কমানো হয়েছে।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার বাণিজ্য আলোচনার মধ্যেই ৩০০ বিলিয়ন ডলারের চীনা পণ্য আমদানিতে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর জবাব দেওয়া হবে বলে গত সপ্তাহে জানিয়েছিল চীন।

গতকাল সোমবার ১ ডলার সমান ৭ ইউয়ান হয়, যা ২০০৮ সালের পর ডলারের বিপরীতে ইউয়ানের সবচেয়ে বেশি অবমূল্যায়ন। আর এরপরই এক টুইটে চীনের বিরুদ্ধে মুদ্রার অন্যায্য সুবিধা নেওয়ার অভিযোগ করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, চীন যে প্রতিযোগিতামূলক বাজারে অন্যায্য সুবিধা নিচ্ছে, তা বন্ধ করতে অর্থমন্ত্রী স্টিভেন মানচিন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে কাজ করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. বাংলাদেশ শিপিং করপোরেশন
  4. জেএমআই সিরিঞ্জ
  5. ইন্দো বাংলা ফার্মা
  6. ভিএফএস থ্রেডস
  7. খুলনা পাওয়ার
  8. ফরচুন সুজ
  9. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  10. স্কয়ার ফার্মা লিমিটেড ।

কল মানি মার্কেট থেকে ঋণের সীমা পুনঃনির্ধারণ করে দিল কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংককল মানি মার্কেট (আন্তঃব্যাংক মুদ্রাবাজার) থেকে ঋণ নেওয়ার সীমা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ইক্যুইটির সর্বোচ্চ ৪০ শতাংশ হারে কল মানি মার্কেট থেকে ঋণ নিতে পারবে। সোমবার (৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের ইক্যুইটির বিপরীতে সর্বোচ্চ ৩০ শতাংশ হারে ঋণ নিতে পারতো। এরও আগে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের নিট সম্পদের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারতো।
তবে, ২০১৭ সালের ২৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নীতি পরিবর্তন করা হয়। এরপর থেকে ঋণের ঊর্ধ্বসীমা নির্ধারণ করতে নিট সম্পদের পরিবর্তে প্রতিষ্ঠানের ইক্যুইটিকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

মুন্নু সিরামিকসের ঋণমান ‘এ৩’ ও ‘এসটি-৩’

munnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের ঋণমান ‘এ৩’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-৩’। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ওয়াসা ক্রেডিট রেটিং লিমিটেড ।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ওয়াসা ক্রেডিট রেটিং লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনসিসি ব্যাংকের ২ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ২ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোহাম্মদ নুরু সাফা মজুমদার বাবু নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ২ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ১১ লাখ ২০ হাজার শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

গাজীপুরে জমি কিনবে ভিএফএস থ্রেডস

vfs_logo_2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গাজীপুরে জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গাজীপুর সদর এলাকায় ২৫.৮ ডেসিমল জমি কিনবে।

অন্যান্য খরচসহ জমির মোট দাম পড়বে প্রায় ৪১ লাখ ৭৬ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ