গ্রীনল্যান্ড বিক্রির প্রস্তাবকে ‌‌‘হাস্যকর’ বললেন ড্যানিশ প্রধানমন্ত্রী

131758_bangladesh_pratidin_denmark-pmস্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থের বিনিময়ে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রীনল্যান্ড কেনার যে বাসনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছেন তা এবার সরাসরি প্রত্যাখ্যান করলেন দ্বীপটির মালিক দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন।

তিনি বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রীনল্যান্ড বিক্রি হবে না এবং এটিকে আমেরিকার কাছে বিক্রির করার প্রস্তাব ‘হাস্যকর’।

রবিববার গ্রীনল্যান্ড সফরে গিয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আমেরিকা বিশ্বের বৃহত্তম দ্বীপটি কিনতে চায় বলে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন অর্থনৈতিক উপদেষ্টা নিশ্চিত করার পর ড্যানিশ প্রধানমন্ত্রী এ বক্তব্য দিলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন,‘গ্রীনল্যান্ড বিক্রি হবে না। এটি ডেনমার্কের কোনো জিনিস নয়। গ্রীনল্যান্ডের মালিকানা সেখানকার অধিবাসীদের।

আমি আন্তরিকভাবে বিশ্বাস করতে চাই যে, ঠাট্টার ছলে এটি কেনার আগ্রহ প্রকাশ করা হয়েছে। ’

এদিকে ডোনাল্ড ট্রাম্প রবিবার নিজে সাংবাদিকদের কাছে এ কথার সত্যতা নিশ্চিত করেছেন যে, তিনি তার কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি বিষয়টির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছেন।

আগামী মাসের গোড়ার দিকে ডেনমার্ক সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনের পাশাপাশি গ্রীনল্যান্ডের প্রধানমন্ত্রী কিম কিয়েলসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

হোয়াইট হাউজের অর্থনেতিক উপদেষ্টা ল্যারি কুডলো একথার সত্যতা নিশ্চিত করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে ব্যক্তিগতভাবে গ্রীনল্যান্ড কেনার বিষয়ে কথা বলেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান

tibস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারত, চীন ও জাপানকে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি অবশ্য বলেছে, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার যথার্থতা রয়েছে।

সোমবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

জাতীয় স্বার্থের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এ ধরনের উদ্যোগের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রত্যাশিত ফল এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণের ওপর ভিত্তি করে অগ্রসর হওয়ার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সম্প্রতি ভারত, চীন ও জাপানকে বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। সময়োপযোগী এই পদক্ষেপের যৌক্তিকতা বিতর্কের ঊর্ধ্বে হলেও এসব অঞ্চল প্রতিষ্ঠার শর্তাবলিসহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে রাষ্ট্রের লাভের বিষয়টি স্পষ্ট নয়। পাশাপাশি এ ধরনের উদ্যোগের ঝুঁকি, সংশ্লিষ্ট অঞ্চলে শিল্পকারখানার ধরন, পরিবেশগত সমীক্ষা ও মুনাফার বণ্টনের বিষয়টিও স্পষ্ট করা হয়নি। এ ছাড়া স্থানিক প্রভাব, স্থানীয় জনগণের কতটা সম্পৃক্ততা থাকছে বা তাদের জীবন-জীবিকায় কতটা প্রভাব পড়বে— সেসবও স্পষ্ট নয়। এসব বিষয়ের পর্যাপ্ত বিশ্লেষণ ছাড়া অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চুক্তিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ায় কৃষিজমি কমে যাচ্ছে। এ অবস্থায় সার্বিক সব বিষয়ে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ না করেই কৃষিজমি ব্যবহার করে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও স্থানীয় জনগণের সম্পৃক্ততার মাধ্যমে যথাযথ পরিবেশগত, অর্থনৈতিক ও স্থানিক প্রভাব সমীক্ষার ওপর নির্ভর করে অগ্রসর হওয়ার জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মিরসরাইয়ে ভারতের জন্য বরাদ্দ দেওয়া অর্থনৈতিক অঞ্চলটি উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে আদানি গ্রুপকে। ভারতীয় এই শিল্পগোষ্ঠী এরই মধ্যে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে পরিবেশবিধ্বংসী কয়লা খনি প্রকল্প নিয়ে ব্যাপকভাবে সমালোচিত। এই ধরনের বিতর্কিত প্রতিষ্ঠানকে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন তোলা হয়েছে বিবৃতিতে। শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে চীনের আগ্রাসী বিনিয়োগ কৌশলের নেতিবাচক প্রভাবের অভিজ্ঞতা বিবেচনায় না নিয়ে দেশটির সঙ্গে এ ধরনের উদ্যোগ অপরিণামদর্শী হবে বলেও টিআইবি মনে করে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বছরের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩.৯২ শতাংশ

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৮-১৯ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ৩.৯২ শতাংশ।

বিগত অর্থবছরে ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

এতে দেখা গেছে, বিগত অর্থবছরে ডিএসইর বাজার মূলধন আগের বছরের তুলনায় ১৫,০৮১ কোটি টাকা বা ৩.৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৯৯ হাজার কোটি টাকায় উন্নতি হয়েছে৷ ২০১৮-১৯ অর্থবছরে বাজার মূলধন সর্বোচ্চ ৪ লাখ ২১ হাজার কোটি টাকায় উন্নতি হয় এবং সর্বনিম্ন ছিল ৩ লাখ ৭৮ হাজার কোটি৷

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ব্লক মার্কেটে লেনদেন ১২ কোটি টাকার লেনদেন

blockস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোমবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের পৌনে ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর ৩২ লাখ ৭৫ হাজার ২৮৬টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ১১ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ২৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৮ লাখ ৮ হাজার টাকার প্যারামাউন্ট টেক্সটাইলের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের।

এছাড়া কপারটেকের ৫ লাখ ৭৯ হাজার টাকার, ফরচুন সুজের ৫ লাখ ২৯ হাজার টাকার, ফুওয়াং ফুডের ৬৯ লাখ ৫৫ হাজার টাকার, মুন্নু জুটের ৫ লাখ ২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩৫ লাখ ৫৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১২ লাখ ৩০ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৪৮ লাখ টাকার, সিলকো ফার্মার ৯০ লাখ ৯ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩১ হাজার টাকার এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এপেক্স ট্যানারীর বাৎসরিক বোর্ড সভা ২৮ আগষ্ট

APEXTANRY-230x130স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারী লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ আগষ্ট আহ্বান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানী হাজারিবাগে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

পিপলস ইন্স্যুরেন্সের ৪৮ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা

peoples-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ঝাফর আহমেদ পাটোয়ারি নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ৪৮,০০০টি শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. অরিয়ন ইনফিউশন
  3. জেএমআই সিরিঞ্জ
  4. মুন্নু সিরামিকস
  5. কপারটেক ইন্ডাস্ট্রিজ
  6. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  7. সিলকো ফার্মা
  8. বাংলাদেশ শিপিং করপোরেশন
  9. বঙ্গল ইন্ডাস্ট্রিজ
  10. স্কয়ার ফার্মা লিমিটেড ।

দিনশেষে বেড়েছে সূচক ও লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল বরিবার ডিএসইতে লেনদেন হয় ৩২৩ কোটি ৭০ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৭ পয়েন্টে। আর ডিএসই সূচক ৪.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৪৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – খুলনা পাওয়ার, অরিয়ন ইনফিউশন, জেএমআই সিরিঞ্জ, মুন্নু সিরামিকস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, বঙ্গল ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফার্মা লিমিটেড ।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৯৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল অরিয়ন ইনফিউশন ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আগষ্ট মাসেই ফের বাড়ল স্বর্ণের দাম

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি আগস্ট মাসে দ্বিতীয়বার দাম বৃদ্ধির ১০ দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকায় দেশীয় মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

বর্ধিত মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৫ টাকার পরিবর্তে নতুন দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ৮৭৫ টাকা)।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৫৩ হাজার ৩৬৩ টাকার পরিবর্তে নতুন দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ৬৭৫ টাকা)।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম পড়বে ৪৯ হাজার ৫১৩ টাকা (প্রতি গ্রামের দাম ৪ হাজার ২৪৫ টাকা)। এর আগে এ মানের স্বর্ণের দাম পড়তো ৪৮ হাজার ৩৪৭ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২৯ হাজার ১৬০ টাকা। যা এর আগে ছিলো ২৭ হাজার ৯৯৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি