ন্যাশনাল পলিমারের বাৎসরিক বোর্ড সভা ২৯ আগষ্ট

nationalস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ আগষ্ট আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানী কারয়ানবাজারে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ২২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ডরিন পাওয়ারের বাৎসরিক বোর্ড সভা ৩১ আগষ্ট

DOREEN-POWERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রবিউশন লিমিটেডের বোর্ড সভা আগামী ৩১ আগষ্ট আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪টায় রাজধানী গুলশানস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

গ্রামীণফোনের নতুন সিএফও ইয়েন্স বেকার

0000000000000স্টকমার্কেটবিডি ডেস্ক :

গ্রামীণফোনের নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইয়েন্স বেকার।

এ পদে তিনি পূর্বের সিএফও কার্ল এরিক ব্রোতেনের স্থলাভিষিক্ত হয়েছেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৫ আগস্ট গ্রামীণফোনে যোগদানের পূর্বে ইয়েন্স বেকার পোল্যান্ডভিত্তিক টি-মোবাইল-এর সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি ‘টি-অনলাইন ইন্টারন্যাশনাল এজি’-এর সিএফও হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ডয়েচে টেলিকম গ্রুপে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স এবং স্পেনে তার রয়েছে ২০ বছরের কাজের অভিজ্ঞতা।

স্টকমার্কেটবিডি.কম/এম/আর

বিমান বহরে ড্রিমলাইনার গাংচিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

9999999999999999999স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাংচিল’র উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্ণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘গাংচিল’ উদ্বোধনকালে যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি সবাইকে এর প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন,‘ আমি অনুরোধ করবো আমার গাংচিল যেন ভালভাবে ডানা মেলে উড়তে পারে আকাশে, সবাই যতœ নেবেন। মনে রাখতে হবে এটা নিজ দেশের নিজস্ব সম্পদ।’
এর আগে বিমান বন্দরের ভিভিআইপি টারমাকে ফিতা কেটে ‘গাংচিল’ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উড়োজাহাজটিতে আরোহণ করেন এবং ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পাইলট এবং ক্রুদের সঙ্গে কথা বলেন।

এ উপলক্ষ্যে দেশ ও জাতির উন্নতি,সমৃদ্ধি এবং অগ্রগতি কামণা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক, বিমানের বোর্ড অব ডিরেক্টরস’র চেয়ারম্যান এয়ার মার্শাল (অব:) মুহাম্মাদ এনামুল বারী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ক্যাপ্টেন ফরহাত হাসান জামিল স্বাগত বক্তৃতা করেন।

মন্ত্রি পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, তিনবাহিনী প্রধানগণ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম/আর

মোবাইল অ্যাপসে মিলবে বাংলাদেশ বিমানের টিকিট

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট পাওয়া যাবে মোবাইল অ্যাপে। মোবাইল অ্যাপ ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কেনা যাবে বিমানের টিকিট। এতে বিমানের টিকিট কাটা নিয়ে গ্রাহকদের আর ভোগান্তি পোহাতে হবে না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন উড়োজাহাজ ড্রিমলাইনার গাঙচিল উদ্বোধনকালে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।

বিমান সচিব বলেন, এক সময় বিমানের টিকিট চাইলেই নাই, অথচ সিট খালি যায় এমন অভিযোগ থাকলেও এখন সে অভিযোগ পাওয়া যায় না। আধুনিকায়নের মাধ্যমে বিমানের অনিয়ম ও দুর্নীতি দূর করা হচ্ছে। ফলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠান। তিনি বলেন, চলতি বছর কোনো প্রকার ফ্লাইট বাতিল ছাড়া নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালিত হয়েছে।

হজযাত্রী প্রতি ১০ হাজার টাকা ভাড়া কমানোর ফলে ৬৫ কোটি টাকা ক্ষতি নিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করেও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন বিমান সচিব।

স্টকমার্কেটবিডি.কম/এম/আর

  1. ইউনাইটেড পাওয়ার
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ন্যাশনাল টিউবস
  4. ফরচুন সুজ
  5. অরিয়ন ইনফিউশন
  6. বাংলাদেশ শিপিং করপোরেশন
  7. খুলনা পাওয়ার
  8. জেএমআই সিরিঞ্জ
  9. মুন্নু সিরামিকস
  10. সিলকো ফার্মা লিমিটেড ।

ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৯০ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫৪২ কোটি ৯৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে। আর ডিএসই সূচক ২.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৫০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে –ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল টিউবস, ফরচুন সুজ, অরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং করপোরেশন, খুলনা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, মুন্নু সিরামিকস ও সিলকো ফার্মা লিমিটেড ।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২ টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সিঙ্গার বিডি ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শাশা ডেনিমস ১১০ কোটি টাকা দিয়ে ইওএস টেক্সটাইলস কিনবে

shasa logo 2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইওএস টেক্সটাইলস মিলস লিমিটেডের ৮০ শতাংশ শেয়ার কেনার অনুমোদন পেয়েছে শাশা ডেনিমস। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংক ১১০ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার টাকায় শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে।

এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ইওএস টেক্সটাইলের ৪০ শতাংশ শেয়ার কেনার স্থলে ৮০ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেয় শাশা ডেনিমস। এজন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ থেকে ৩০ কোটি টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো থেকে পরিশোধ করা হবে বলে জানানো হয়। যেহেতু বাংলাদেশ ব্যাংক শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে তাই ইওএস টেক্সটাইলের ৮০ শতাংশ শেয়ার কিনতে আর কোনো বাধা রইল না।

স্টকমার্কেটবিডি.কম/এ

নর্দার্ণ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন

northern-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিমাটির নতুন নাম নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড । আগে এই বিমার নাম ছিল নর্দার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ।

বিমাটির এই নাম পরিবর্তনের বিষয়টি ইতিমধ্যে নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ অনুমোদনও দিয়েছে। আগামী ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বিমাটি নাম পরিবর্তন করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

বাবার ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার ছেলেকে হস্থান্তর

phonixfin.jpস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফিনিক্স ফাইন্যান্সের পরিচালকরা শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালক মোবাররক আলী ৬ লাখ ৬৬ হাজার ৮৮৪টি শেয়ার তার ছেলে মো: হায়দার আলীর কাছে হস্থান্তর করবে।

উপহার স্বরুপ এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এ