এডিএনের শেয়ার ২৭ টাকায় পাবেন আইপিও বিনিয়োগকারীরা

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিওতে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৫২ কোটি টাকা উত্তোলন করতে চায় টেলিকম খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই শেয়ারের দর নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সেচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার আগারগাঁওয়ে অবস্থিত প্রধান কার্যালয়ে চেয়ারম্যান খায়রুল হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠিত ৬৯৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আইপিও জন্য নির্ধারিত শেয়ারগুলো কিনবে ৩০ টাকা দরে। তবে সাধারণ বিনিয়োগকারী তাদের জন্য বরাদ্দ শেয়ারগুলো কিনতে পারবেন ২৭ টাকায়।

উত্তোলিত মূলধন ব্যবসা সম্প্রসারণের কাজে লাগানোর কথা জানিয়েছে কোম্পানিটি।

গতবছর ১৯ অক্টোবর রাজধানীর লা ম্যারিডিয়ান হোটেলে এজন্য আইপিও রোড শো করে।

এডিএন টেলিকম প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১ কোটি ৭২ লাখ শেয়ার বাজারে ছেড়ে ৫১ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করতে চায়। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য দাবি করে ৩০ টাকা।

এডিএন টেলিকমের বর্তমান পরিশোধিত মূলধন প্রায় ২১ কোটি টাকা, যা ২ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ৮৩০ শেয়ারে বিভক্ত। আইপিওতে নতুন করে আরও ১ কোটি ৭২ লাখ শেয়ার ছাড়ার পর এটির পরিশোধিত মূলধনের পরিমাণ বেড়ে হবে প্রায় ৩৮ কোটি টাকা।

শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য প্রতিষ্ঠানটিকে অনাপত্তিপত্রও দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দেশব্যাপী ইন্টারনেট সেবা দেওয়ার পাশাপাশি ইন্টারনেট সেবার জন্য অবকাঠামো তৈরির কাজ করে থাকে এডিএন টেলিকম।

স্টকমার্কেটবিডি.কম/জহির/বিএ

সেবার মানোন্নয়নে ব্যাংকখাতে প্রতিযোগিতা আবশ্যক

00000000000000000স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহক সেবার মানোন্নয়নে ব্যাংকখাতে প্রতিযোগিতার প্রয়োজন আছে। প্রতিযোগিতার কারণেই ব্যাংকগুলো গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। প্রতিযোগিতা না থাকলে সব ব্যাংকের সেবার মান একই রকম হয়ে যাবে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ‘কম্পিটিশন, কনসেনট্রেশন অ্যান্ড ব্যাংকিং স্ট্যাবিলিটি’ শীর্ষক কর্মশালায় প্যানেল আলোচনায় বক্তারা এ কথা বলেন।

কর্মশালার উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম. মনিরুজ্জামান বলেন, আগে ব্যাংকগুলোর স্বাধীনতা, নিয়ন্ত্রণের কথা বলা হতো, এখন বলছি প্রতিযোগিতার কথা। দেশে ব্যাংকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিযোগিতা বেড়েছে। একই সঙ্গে আমানতের প্রবৃদ্ধি, সম্প্রসারণ ও শাখার পরিধি বাড়বে। এতে গ্রাহকদের সেবার মান উন্নত হবে।

পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএম’র সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, ব্যাংকগুলোর শাখা শ‍ুধু সম্প্রসারণ করলে হবে না, এটি সঠিক জায়গায় করতে হবে। দেখা যাচ্ছে অল্পসংখ্যক গ্রাহকের জন্য অনেক বেশি ব্যাংক সেবা দিচ্ছে। এক্ষেত্রে গ্রাহক-তো ব্যাংক বদলাবেই। যেখানে সেবার মান ভালো হবে, সেখানে যাবে।

বিআইবিএম’র সাবেক সুপারনিউমারারি অধ্যাপক মো. ইয়াছিন আলী বলেন, ব্যাংকগুলোর প্রতিযোগিতার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। সবাইকে সমান সুযোগ দিতে হবে। গ্রাহক যেভাবে সরকারি ব্যাংকে আমানত রেখে নিশ্চিন্তে থাকেন, সেভাবে বেসরকারি ব্যাংকেও গ্রাহকের আমানতের নিশ্চয়তা দিতে হবে। সরকারি ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকে সেবার মান ভালো হলেও আমানতের অনিশ্চয়তা বেশি।

ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, ব্যাংকিংখাতে সুস্থ প্রতিযোগিতা থাকতে হবে। এতে গ্রাহকরা উপকৃত হবেন। যোগ্য ব্যাংকগুলো প্রসারিত হবে।

সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী বলেন, ব্যাংকিংখাতে উচ্চ প্রবৃদ্ধি হলেও নতুন নতুন পণ্যের উদ্ভাবন কম। পুরনো পণ্যের উপর নির্ভর করেই চলছে ব্যাংকিংখাত। ব্যাংকিংখাতের ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হলেও নতুন কোনো পণ্য চালু হয়নি।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ওসমান আলী বলেন, ব্যাংকগুলোর ট্রেড ফাইন্যান্সিং ঢাকা ও চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ। রাজশাহী ও খুলনায় কেন হচ্ছে না, এসব জায়গায় নজর দিতে হবে। ট্রেড-ফাইন্যান্সিংয়ের বাইরে এসএমই খাতে ঋণ আরও বাড়াতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ব্যাংকিংখাতে সুস্থ প্রতিযোগিতা থাকতে হবে। না থাকলে মার্কেট সম্প্রসারণ হবে না। এটি করতে না পারলে গ্রাহকরা সুবিধা পাবে না। আর যোগ্যরা সবসময় কর্মস্থল বদলাবে। কারণ তাদের চাহিদা রয়েছে।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বিআইবিএম’র মহাপরিচালক মহা. নাজিমুদ্দিন বলেন, জনগণের ব্যাংক জনগণের মাধ্যমে পরিচালিত হলেও ম্যানেজমেন্টের একটি প্রভাব রয়েছে। ব্যাংকের উন্নয়নে ভালো কিছু করার চেষ্টা করলে অনেক সময় কর্মকর্তাদের চাকরি চলে যায়। এসব বন্ধ করে সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের কাজের সুযোগ দিতে হবে।

কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম’র সাবেক অনুষদ সদস্য আব্দুল কায়উম মোহাম্মাদ কিবরিয়া।

সঞ্চালক বিআইবিএম’র চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা বলেন, ব্যাংকিংখাতে সুস্থ প্রতিযোগিতা প্রয়োজন। সুস্থ প্রতিযোগিতা এসডিজি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

মালয়েশিয়াসহ সব বন্ধ শ্রমবাজার অচিরেই উন্মুক্ত হবে

99999999999999999999স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মালয়েশিয়াসহ সব বন্ধ শ্রমবাজার বায়রা সদস্যদের জন্য অচিরেই উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) সভাপতি বেনজীর আহমেদ।

তিনি বলেন, বন্ধ শ্রমবাজার খুললে কোনো সিন্ডিকেটের কাছে জিম্মি থাকবে না। বায়রার সব সদস্য জনশক্তি রফতানির সুযোগ পাবে। তবে তাদের বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত টাকায় জনশক্তি রফতানি করতে হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর নিউ ইস্কাটনের বায়রা সচিবালয়ে মালয়েশিয়া ও সৌদি আরবের শ্রমবাজার নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, সম্প্রতি মালয়েশিয়া ও সৌদি আরবের শ্রমবাজার নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদ এবং আলোচনায় জনমনে ও জনশক্তি রফতানিকারকদের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সাথে মালয়েশিয়াসহ সব শ্রমবাজার উন্মুক্ত করার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, জনশক্তি রফতানিকারী সেক্টরকে আরও অধিক গতিশীল করতে হলে মন্ত্রণালয়, বায়রার সব সদস্য, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের ঐকান্তিক প্রচেষ্টা একান্তভাবে কাম্য। জনশক্তি রফতানি বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় খাত। বৈদেশিক মুদ্রা অর্জনের প্রথম খাত হিসেবে গড়ে তুলতে সরকারসহ সব মহল সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট ১৪টি মন্ত্রণালয়ের সমন্বয়ে স্টিয়ারিং কমিটি গঠন হয়েছে।

বায়রা সভাপতি বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে শ্রমবাজার ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা করছে।

বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, শ্রমবাজারে সবাই প্রতিযোগিতার সুযোগ পেলে কোনো সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগই পাবে না। বরং প্রতিযোগতামূলক হওয়ায় সেবার মান বৃদ্ধি তথা ব্যবসা ভালো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

একনেক সভায় ৬,৩২৫ কোটি টাকার ১০টি প্রকল্পের অনুমোদন

ECNECস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৬ হাজার ৩২৬ কোটি টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার একনেক বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একনেক সভায় মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ১০টি প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩শ ২৬ কোটি টাকা। এর মধ্যে ৯শ ৯৯ কোটি টাকা প্রকল্প সাহায্য, বাকি অর্থ সরকারি খাত থেকে সংস্থান করা হবে।

এক্সেল লোড স্থাপন প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬শ ৩০ কোটি টাকা। চলতি সময় থেকে ২০২২ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় ৯০ সেটওয়ে ইন মোশন স্কেল, ৩১ সেট স্ট্যাটিকওয়ে ব্রিজ স্কেল স্থাপন ও কমিশনিং করা হবে।

সব ক্ষেত্রে নিরাপদ পানি ব্যবহার জনস্বাস্থ্য রক্ষার অন্যতম শর্ত। কিন্তু পরিবেশে রাসায়নিক দ্রব্য ও জীবাণুর কারণে বিশুদ্ধ ও নিরাপদ পানি এখন সবার জন্য প্রায় দুষ্প্রাপ্য। সেজন্য জনস্বাস্থ্যও মারাত্মক হুমকির সম্মুখীন। তাই সারাদেশের মানুষের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ৫২টি নতুন পরীক্ষাগার স্থাপন করবে সরকার।

এ ছাড়া ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প; এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘কনভারশন অব ১৫০ মে. ও. সিলেট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট টু ২২৫ মে. ও. কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (২য় সংশোধিত)’ প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

স্টকমার্কেটবিডি.কম/এম

সেপ্টেম্বরেই কার্যক্রম চালু করবে কমিউনিটি ব্যাংক

lendenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি (সেপ্টেম্বর) মাসেই চালু হচ্ছে পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গুলশানের পুলিশ প্লাজায় প্রধান কার্যালয়ের পাশাপাশি প্রিন্সিপাল শাখাসহ ছয়টি শাখায় ব্যাংকটির কার্যক্রম চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। ওই দিনই ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট খোলা শুরু হবে।

এ প্রসঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মশিহুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আশা করি, এ মাসেই কমিউনিটি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ইচ্ছেপোষণ করলে তার নামে প্রথম অ্যাকাউন্টটি খোলা হতে পারে। তবে, এটি নির্ভর করছে প্রধানমন্ত্রীর রাজি থাকার ওপর।’

মশিহুল হক চৌধুরী আরও বলেন, ‘গুলশানের পুলিশ প্লাজায় প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল শাখাসহ ছয়টি শাখা দিয়ে ব্যাংকটির কার্যক্রম চালু হবে।’

জানা গেছে, কমিউনিটি ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চের কার্যক্রম চালু হবে গুলশানের পুলিশ প্লাজায়। এছাড়া, উদ্বোধনের দিন থেকেই মতিঝিল, নারায়ণগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও চট্টগ্রামের শাখা চালু করা হবে। ব্যাংকটির প্রধান কার্যালয়ও থাকবে গুলশানের পুলিশ প্লাজায়। অন্যান্য তফসিলি ব্যাংকের মতো এই ব্যাংকেও হিসাব খোলা, ঋণসহ সব সেবা সবার জন্য উন্মুক্ত থাকবে। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, কমিউনিটি ব্যাংক চালু করার জন্য গুরুত্বপূর্ণ নিয়োগ ও কোর ব্যাংকিং সফটওয়্যারের (সিবিএস) স্থাপনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্লক মার্কেটে ৯ কোম্পানির লেনদেন

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মাসিউটিক্যিালস লিমিটেডের। কোম্পানিটির মোট ৮ কোটি ৫৩ লাখ ৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৬ কোটি ১৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৪৪ লাখ ২৭ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৫২ লাখ ৭০ হাজার, সায়হাম কটন মিলস লিমিটেড ৯ লাখ ৬৪ হাজার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬২ লাখ ৫০ হাজার, সিঙ্গার বিডি লিমিটেড ১ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকা ও এস.এ. স্টিল লিমিটেড ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম ব্যাংকের সাড়ে ১০ শাখ শেয়ার বিক্রির ঘোষণা

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা সাড়ে ১০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, খোন্দকার মোহাম্মদ খালেদ নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ১০ লাখ ৬০ হাজার বিক্রয় করবেন। তার হাতে মোট ১,০৫,৮৫,৮৬৫ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফেসবুক ভাইরাল নোটটি ছাড়েনি বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০০ টাকার একটি নোটের ছবি ঘুরতে দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক নোটের বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট তারা ছাড়েনি। এ ধরনের নোট ছাড়ার কোনো সিদ্ধান্তও নেই তাদের।

এ ব্যাপারে যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান , বর্তমানে কাগুজে সব নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

FIRSTSBANKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা সাড়ে ৬ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আবু হোনা মোস্তফা কামাল নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ৬ লাখ ৫৮ হাজার ১০০ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৩১,৫৮,১০০ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু সিরামিকস
  2. মুন্নু স্টাফলার্স
  3. স্টাইল ক্রাফট
  4. ইউনাইটেড পাওয়ার
  5. গ্রামীনফোন লিমিটেড
  6. লিগ্যাসী ফুটওয়ার
  7. সিলকো ফার্মা
  8. বিকন ফার্মাসিটিউক্যালস
  9. বাংলাদেশ শিপিং করপোরেশন
  10. জেএমআই সিরিঞ্জ লিমিটেড।