ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৮২ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৪২ কোটি ৯০ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭ পয়েন্টে। আর ডিএসই সূচক ৫.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৯টির। আর দর অপরিবর্তিত আছে ৬১টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – মুন্নু সিরামিকস, মুন্নু স্টাফলার্স, স্টাইল ক্রাফট, ইউনাইটেড পাওয়ার, গ্রামীনফোন লিমিটেড, লিগ্যাসী ফুটওয়ার, সিলকো ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন ও জেএমআই সিরিঞ্জ লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩০১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৭ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দুই মাসে ৮০.৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স অর্জন

dollarস্টকমার্কেটবিডি ডেস্ক:

২০১৯-২০ অর্থবছরের প্রথম দুই মাসে প্রবাসী বাংলাদেশীরা তিন হাজার ৮০.৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় এই অর্থ ১২.৮৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক (বিবি) এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে দেশে রেমিটেন্স এসেছে দুই হাজার ৭২৯.২৩ মিলিয়ন মার্কিন ডলার।

আরো জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের জুলাই মাসে রেমিটেন্স এসেছে এক হাজার ৫৯৭.৬৯ মিলিয়ন মার্কিন ডলার এবং আগস্ট মাসে এসেছে এক হাজার ৪৮২.৮৪ মিলিয়ন মার্কিন ডলার। এদিকে ২০১৮-১৯ অর্থবছরের জুলাই মাসে দেশে রেমিটেন্স এসেছিল এক হাজার ৩১৮.১৮ মিলিয়ন মার্কিন ডলার। আর আগস্ট মাসে এসেছিল এক হাজার ৪১১.০৫ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের আগস্ট মাসে ছয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল গ্রহণ করেছে ৩৭৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার। আর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রহণ করেছে ২৩.৬৬ মিলিয়ন মার্কিন ডলার।

রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ১৬৭.১৩ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ৭৭.৯৫ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ২১.৪৩ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১১১.২০ মিলিয়ন ডলার এবং বেসিক ব্যাংক ০.০৮ মিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে।

অপরদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন এক হাজার ১৮২.৯০ মিলিয়ন ডলার।
তাছাড়া প্রবাসীরা বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পাঠিয়েছেন ১৩.৩৪ মিলিয়ন মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কনফিডেন্স সিমেন্ট বিদ্যুৎ উৎপাদনকারীর কোম্পানির শেয়ার কিনবে

confidence-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড একটি বিদ্যুৎ উৎপাদনকারীর কোম্পানির ৫১ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের সভায় বিষয়টি অনুমোদন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যে জোডিয়াক পাওয়ারের ৫১ লাখ শেয়ার কিনবে। এর মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট কোম্পানিটির ৫১ ভাগ শেয়ারের মালিক হবে।

জোডিয়াক পাওয়ারের শেয়ার কেনার বিষয়টি গত ৬ আগস্ট থেকে কার্যকর বলে বিবেচিত হবে।

এদিকে জোডিয়াক পাওয়ারের পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর গত ৩০ আগস্ট বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এর উৎপাদনক্ষমতা ৫৪ দশমিক ৩৬৩ মেগাওয়াট।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রবি আজিয়াটার সাথে ৫ বছরের চুক্তি করল জেনেক্স ইনফ্রোসিস

robiস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফ্রোসিস লিমিটেড মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার সাথে ব্যবসায়িক চুক্তি করেছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএইসই জানায়, এই চুক্তিটির মেয়াদ ৫ বছর। তবে চুক্তিটি কবে থেকে কার্যকর হবে বলে জানানাে হয়নি।

চুক্তির আওতায় রবি আজিয়াটার পন্যগুলো তাদের গ্রাহকদের কাছে মার্কেটিং করবে জেনেক্স ইনফ্রোসিস লিমিটেড। জেনেক্স ইনফ্রোসিস লিমিটেডের আইএসপি ব্যবহার করবে রবি আজিয়াটা।

এই চুক্তির ফলে জেনেক্স ইনফ্রোসিসের ব্যবসা সম্প্রসারণ হবে আর মুনাফা বাড়বে বলে মনে করছে কোম্পানটি।

স্টকমার্কেটবিডি.কম/জেড