বিল্ড বাংলাদেশ স্যোসাল এন্টারপ্রিনিউয়ার্স তহবিলের সিদ্ধান্ত

bsecস্টমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিল্ড বাংলাদেশ স্যোসাল এন্টারপ্রিনিউয়ার্স ফান্ড নামক একটি ইমফ্যাক্ট ফান্ডের নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার আগারগাঁওয়ে অবস্থিত প্রধান কার্যালয়ে চেয়ারম্যান খায়রুল হোসেনের সভাপতিত্বে ৬৯৫তম অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

জানা গেছে, ফান্ডটির আকার হবে ৮৩ কোটি টাকা এবং এর মেয়াদ হবে ১০ বছর।

ফান্ডটির উদ্যোক্তা জেসি ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ফান্ড ম্যানেজার ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্টি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ফান্ডটি মূলত দেশের সামাজিক ও পরিবেশের উন্নয়নের উদ্দেশ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য ও নিরাপত্তা, নবায়নযোগ্য ও বিশুদ্ধ জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেকসই উৎপাদনখাত, শিক্ষা, প্রকৌশল ও পর্যটন ইত্যাদিতে বিনিয়োগ করবে।

এছাড়া বিএসইসির আজকের সভায় বিগত বছরের ন্যায় ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত গৃহীহ হয়েছে। এ উপলক্ষ্যে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভাসহ নানাবিধ কর্মসূচি পালন করা হবে।

স্টমার্কেটবিডি.কম/জেড/বি

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বিএসইসি

bsecস্টমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার আগারগাঁওয়ে অবস্থিত প্রধান কার্যালয়ে চেয়ারম্যান খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সূত্র মতে, গত দুই বছরের ন্যায় এ বছরেও কমিশন কর্তৃক ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) কর্তৃক ঘোষিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এ উপলক্ষে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভাসহ নানাবিধ কর্মসূচি পালন করা হবে।

স্টমার্কেটবিডি.কম/জেড/বি