আইএমএফ’র নতুন এমডি হবেন ক্রিস্টিনা জর্জিয়েভা

66666666666666666666666666666666স্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পাচ্ছেন ক্রিস্টিনা জর্জিয়েভা। সম্প্রতি আইএমএফের বোর্ড সভা তার মনোনয়ন নিশ্চিত করেছে।

বুলগেরিয়া বংশোদ্ভূত জর্জিয়েভা বর্তমানে বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে আইএমএফের প্রধান হিসেবে ক্রিস্টিনা ল্যাগার্ড দায়িত্ব পালন করছিলেন।

সম্প্রতি তিনি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট পদে যোগ দেন। ক্রিস্টিনা ল্যগার্ডের স্থলাভিষিক্ত হবেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। ৬৬ বছর বয়সী জর্জিয়েভার নিয়োগের জন্য সম্প্রতি আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বয়সসীমা শিথিল করে।

আইএমএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড সভা অনুমোদনের পর শিগগিরই জর্জিয়েভা নিয়োগ পাবেন। জর্জিয়েভা গেল জুলাই মাসে বাংলাদেশ সফর করেন। বিশ্বব্যাংক ছাড়াও ইউরোপীয় কমিশনে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

সূত্র: সিনহুয়া, রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/

অবশেষে সোনার দাম কমল ভড়িতে ১১৬৬ টাকা

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি হবে ৫৬ হাজার ৮৬২ টাকা।

গতকাল বুধবার থেকে সারা দেশে সোনার নতুন দর কার্যকর হয়েছে।

বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। তারা বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমায় দেশের বুলিয়ন মার্কেটেও সোনার দাম কমেছে। তাই বাজুসের কার্যনির্বাহী কমিটি দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ গত ২৭ আগস্ট প্রতি ভরি সোনার দাম একই হারে (ভরিতে ১ হাজার ১৬৬ টাকা) বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

পণ্য আমদানির বিমা দেশীয় কোম্পানিতেই করতে হবে : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘বিমা প্রিমিয়াম হিসেবে দেশ থেকে বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। এটা আর হতে দেওয়া যাবে না। এখন থেকে বড় বড় প্রকল্পের যন্ত্রপাতি আমদানির বিপরীতে দেশীয় কোম্পানিতেই বিমা করতে হবে। এতে দেশীয় কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় বাড়বে।’

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

সাধারণ বীমা করপোরেশনের পক্ষ থেকে সরকারি কোষাগারে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০১৮ সালের লভ্যাংশ থেকে অর্থমন্ত্রীর হাতে ৫০ কোটি টাকার চেক হস্তান্তর করেন করপোরেশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ শাহরিয়ার আহসান।

অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি বড় প্রকল্পের বিমা করেছে সাধারণ বীমা করপোরেশন। এত দিন বিভিন্ন প্রকল্পের জন্য যেসব যন্ত্রপাতি আমদানি করা হতো এবং বলা হতো যে দেশের বিমা কোম্পানিগুলো ছোট ও দুর্বল। কোনো দুর্ঘটনা ঘটলে কোম্পানিগুলো ক্ষতিপূরণ দিতে পারবে না। ফলে বিদেশে বিমা করা হতো। এতে প্রিমিয়ামগুলো বিদেশে চলে যেত।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম