বিএসআরএমের দুই কোম্পানি একীভূতকরন হবে

BSRMLTDস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ও অ-তালিকাভুক্ত বিএসআরএম স্টিল মিলস লিমিটেড একীভূতকরন হবে। যা শেয়ারহোল্ডারদের সম্মতি ও উচ্চ-আদালতের অনুমোদন সাপেক্ষ বাস্তবায়ন হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসআরএম স্টিলস লিমিটেড বর্তমানে বিএসআরএম স্টিল মিলস এর ৪৪.৯৭ শতাংশ শেয়ার ধারন করছে। এ অবস্থায় বিএসআরএম স্টিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শতভাগ শেয়ার অধিগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিএসআরএম স্টিলস মিলস তালিকাভুক্ত বিএসআরএম স্টিলস লিমিটেডের সঙ্গে একীভুতকরন হবে। এরজন্য বাকি ৫৫.০৩ শতাংশের বিপরীতে শেয়ার ইস্যু করা হবে।

একীভূতকরনের লক্ষ্যে বিএসআরএম স্টিলস লিমিটেড এরইমধ্যে ভ্যালুয়ার নিয়োগ দিয়েছে। যারা বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের দর ও শেয়ার ইস্যুর পরিমাণ মূল্যায়ন করবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৩৭ বার পেছালো

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩৭ বারের মতো পেছালো। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এ মামলার পরবর্তী তারিখ ২০ অক্টোবর নির্ধারণ করেছেন। এর আগে ৩৬ বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছানো হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছীর আহছান চৌধুরী নতুন দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। পরদিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/এম

ট্রেনকে ১৬ কোটি মানুষের চাহিদার শীর্ষে আনতে চাই: রেলমন্ত্রী

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আমরা ট্রেনকে ১৬ কোটি মানুষের চাহিদার শীর্ষে আনতে চাই। সে লক্ষ্যে এরইমধ্যে কাজ শুরু হয়েছে, সিঙ্গেল লাইনগুলোকে ডাবল লাইনে আনার কাজ চলছে, নতুন নতুন রুটে রেল চলাচলের কাজ শুরু হয়েছে। আমরা রেলকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ করে যাচ্ছি। চীনের সহযোগিতায় ও ভারতের অর্থায়নে আমাদের অনেক প্রকল্প চালু আছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রেলভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রেলপথমন্ত্রী।

সংবাদ সম্মেলনে মন্ত্রী ভারত ও চীন সফর নিয়ে তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, আমরা চীনের দ্রুতগতির ট্রেন দেখেছি, আমাদের দেশে সেগুলো নিয়ে স্ট্যাডি চলবে। বন্ধু রাষ্ট্র দু’টির অভিজ্ঞতাগুলো ট্রেনে কীভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে কাজ করা হবে।

আমরা ভারতের ট্রেন, তাদের ট্রেনে আধুনিকতা সরেজমিনে দেখে এসেছি। আমাদের দেশে চলাচলরত ২৬৩ ট্টেনের ৬৮ শতাংশ মেয়াদ আছে, বাকিগুলোর নেই।

মন্ত্রী বলেন, দেশের বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মাসেতুর কাজ চলছে পুরোদমে। এরইমধ্যে সেতুর ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। আমাদের কাজও অব্যাহত আছে।

স্বপ্নের এ সেতু উদ্বোধনের দিনেই এর ওপর দিয়ে ট্রেন চলাচল করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

৮,৯৬৮ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

Ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার ৯৬৮ কোটি ৮ লাখ টাকা।

রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একনেক সভায় মোট আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এর মধ্যে অন্যতম ‘বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল স্থাপন’। এটি একটি ভালো প্রকল্প। খাবারসহ নানা কারণে ক্যান্সার রোগ বাড়ছে।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- ময়মনসিংহ (রঘুরামপুর)-ফুলপুর-নকলা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, রাজশাহী-নওহাটা-চৌমাসিয়া সড়কের বিন্দুর মোড় থেকে বিমানবন্দর হয়ে নওহাটা ব্রিজ পর্যন্ত পেভমেন্ট চারলেনে উন্নীতকরণ, রাজশাহী মহানগরীর উপশহর মোড় থেকে সোনাদিঘী মোড় এবং মালোপাড়া মোড় থেকে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, জুনোসিস ও আন্তঃসীমান্তীয় প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণা, স্ট্রেনথিং মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন ক্যাপাবিলিটিজ অব আইএমইডি (এসএমইসিআই), ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর থেকে মনাকষা সীমান্ত পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ। এছাড়া, ৪ হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে ‘আশ্রয়ন-২ শীর্ষক’ প্রকল্প সংশোধিত আকারে অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় আরও অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. ন্যশনাল টিউবস
  2. মুন্নু স্টাফলার্স
  3. লিগ্যাসী ফুটওয়ার
  4. বিএটিবিসি
  5. স্কয়ার ফার্মা
  6. জেএমআই সিরিঞ্জ
  7. স্টাইল ক্রাফট
  8. মুন্নুু সিরামিকস
  9. ইউনাইটেড পাওয়ার
  10. বীকন ফার্মা লিমিটেড।

দিনশেষে লেনদেন বাড়লেও সূচকের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকগুলোর বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও  সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার  ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৩৮৮ কোটি ৮০ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯২৮ পয়েন্টে। আর ডিএসই সূচক ৮.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ন্যশনাল টিউবস, মুন্নু স্টাফলার্স, লিগ্যাসী ফুটওয়ার, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, স্টাইল ক্রাফট, মুন্নুু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার ও   বীকন ফার্মা লিমিটেড।

এদিকে মঙ্গলবার  দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৭৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ২১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩২ কোটি ২১ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালসের অফিস পরিবর্তন

indoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ  শিল্প খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের করপোরেট অফিস পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির করপোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকায়  অবস্থিত ৪ নম্বর রোডে নেওয়া হয়েছে।

এখন হতে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রানার অটোর নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

Runner logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রানার অটো লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৬৫.৪৭ টাকা।

আগামী ২৫ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিএসআরএম রি-রোলিংয়ের লভ্যাংশ ঘোষণা

bsrmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিএসআরএম স্টিলস রি রোলিং মিলস  লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৮৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৯৭.৪৬ টাকা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিএসআরএম স্টিলসের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

BSRMLTDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিএসআরএম স্টিলস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৬০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৫৫.৫৮ টাকা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ