ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তির পরামর্শ

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অডিট আপত্তিসমূহ কমিটির নির্দেশনার আলোকে দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেয়া হয়েছে।

সংসদ ভবনে আজ কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, সালমান ফজলুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), বেগম ওয়াসিকা আয়েশা খান এবং মো. জাহিদুর রহমান সভায় অংশগ্রহণ করেন।

সভায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০১২-১৩ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০১৩-১৪ এর অডিট আপত্তির বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়।

সভায় বলা হয়, গ্রাহকের ব্যবসায়িক লেনদেন সন্তোষজনক না হওয়া সত্ত্বেও সীমাতিরিক্ত দায় রেখে সিসি (হাইপে) ঋণ নবায়ন এবং সহযোগী প্রতিষ্ঠান ও গ্রাহকের অনুকূলে বিতরণকৃত সিসি (হাইপো) ঋণের সীমাতিরিক্ত দায় স্থিতি রেখে এলটিআর ঋণ সৃষ্টি করায় মেয়াদোত্তীর্ণ ও ক্ষতি হিসেবে শ্রেনীবিন্যাসিত হওয়ায় ব্যাংকের অনাদায়ী ঋণ ১৩ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৭ শত ৬০ টাকা। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি চেক ক্যাশ না হওয়াকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করে। দুই মাসের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অনধিক তিন মাসের মধ্যে অনাদায়ী টাকা আদায়ের ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়।

সভায় বলা হয়, রড, সিমেন্ট ব্যবসায়ের উদ্দেশ্যে সিসি (হাইপো) ঋণ প্রদান করা হলেও বর্তমানে ব্যবসা বন্ধ এবং প্রতিষ্ঠানের কোন অস্তিত্ব না থাকায় অনাদায়ে ঋণটি কু-ঋণে পরিনত হওয়ায় ৯২ লক্ষ ২৬ হাজার ৫ শত ২৭ টাকা ক্ষতি হয়েছে। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি চলমান মামলা নিবিড় তদারকীর মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছে। সাথে সাথে জামানতকৃত সম্পদ বিক্রয় করে অনাদায়ী টাকা আদায়পূর্বক প্রামণিক জমা দিয়ে অডিটের সন্তুষ্টি সাপেক্ষে আপত্তি নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।

সভায় বলা হয়, ঋণ প্রদানের প্রাক্কালে ব্যাংক কর্তৃপক্ষ ঋণ গ্রহীতা ও প্রকল্প নির্বাচনে অদূরদর্শিতার কারণে গ্রাহকের প্রকল্পটি বাস্তবায়ন এবং ঋণটি দীর্ঘদিন যাবৎ অনাদায়ী থাকায় শ্রেনীকৃত ঋণে পরিনত হয়ে ৪ কোটি ১৪ লক্ষ ৩৬ হাজার ২শত ৫৭ টাকা ক্ষতি হয়েছে। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আদায়কৃত টাকার প্রমাণিক জমাদান সাপেক্ষে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করে।

সভায় বলা হয়, একই মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত ঋণ ও চলতি মূলধন ঋণ মঞ্জুর ও বিতরণের পর ঋণের টাকা পরিশোধ না করা সত্ত্বেও বারবার পুনঃতফসিল সুবিধা দিয়ে ও ঋণের টাকা আদায় না হওয়ায় খেলাপী ঋণে পরিনত ৮ কোটি ৯৭ লক্ষ ৬ হাজার টাকা ক্ষতি হয়েছে। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আদায়কৃত টাকার প্রমাণক জমাদান সাপেক্ষে নিষ্পত্তি এবং অনাদায়ী টাকা অনধিক ৬০ দিনের মধ্যে আদায়ের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

সভায় বলা হয়, এলসির মাধ্যমে আমদানীকৃত ক্রুড পাম ওয়েলের জাহাজী দলিলপত্র ছাড় করানোর লক্ষে সহায়ক জামানত ব্যতীত তিনটি এলটিআর ঋণ মঞ্জুর করায় মঞ্জুরকৃত ঋণ মেয়াদোত্তীর্ণ, অনাদায়ী এবং মন্দ ঋণে শ্রেণীকৃত ৮৬ কোটি ৬৮ লক্ষ ৮৬ হাজার ৬৩ টাকায় দাঁড়িয়েছে। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি দায়েরকৃত মামলার তদারকী জোরদার, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। সাথে সাথে অনাদায়ী টাকা অনধিক ৬০ দিনের মধ্যে আদায়ের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

সভায় বলা হয়, যথাযথ যাচাই বাছাই না করে এলটিআর সুবিধা প্রদান করায় মন্দ ও ক্ষতি হিসেবে শ্রেনীবিণ্যাসিত ঋণের অনাদায়ী ৭৫ কোটি ৭৪ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি দায়েরকৃত মামলার তদারকি জোরদার, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অনাদায়ী টাকা অনধিক দুই মাসের মধ্যে জমাদানের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এছাড়াও সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি আলোচ্যসূচি নির্ধারিত রেখে প্রতি বৈঠকে আলোচনা করে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সক্রিয় রাখার সুপারিশ করা হয়।

সিএন্ড এজি মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থ, মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংক, অডিট অফিস এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

সমস্যা সমাধানের খবরে উর্ধ্বমূখী গ্রামীনফোন

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণফোনের কাছে দাবি করা সরকারের পাওনা টাকা নিয়ে সৃষ্ট দ্বন্ধ সমাধান আদালতে হবে না। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে গতকাল  অর্থমন্ত্রীর এমন ঘোষণার পর আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে গ্রামীণ ফোন। ডিএসই সূত্রে এ তথ্য জানা।

সূত্র মতে, আজ বেলা পৌনে দুইটায় এই ব্লুচিপ কোম্পানির প্রায় ৮ লাখ শেয়ার কেনার প্রস্তাব থাকলেও শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না একটিও। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২৬ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৩৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন শেয়ারটি ৬০৯ বারে ১ লাখ ৫০ হাজার ৬১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২০ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। শেয়ারটি ৫০০ বারে ১ লাখ ৭৬ হাজার ৪৩৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার টাকা।

এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৩০ পয়সা বা ৪ দশমিক ৬১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ বারে ৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ টাকা ৪০ পয়সা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ম্যাকসন্স স্পিনিং।

দ্যা ইবনে সিনার ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের দ্যা ইবনে সিনা ফার্মাসিটিউক্যালস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি  সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় গত  ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৭৬ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪৭.৩২ টাকা।

আগামী ১৪ নভেম্বর  কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ

বাংলাদেশ বিমানের বহরে আসছে আরও দুটি বোয়িং

Bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে আরও দুটি বোয়িং এর তৈরি ড্রিমলাইনার উড়োজাহাজ। বোয়িং থেকে দুটি উড়োজাহাজ কিনতে আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানের বহরে বর্তমানে চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার রযেছে। এবার যুক্ত হবে দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে এসব তথ্য জানা গেছে।

১৭ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা ৭৮৭-৮ এনেছি চারটা। ড্যাশ বোম্বার্ডিয়ার আসছে আরও তিনটা। আমরা খবর পেয়েছি, বোয়িং আরও দুটি বিমান বিক্রি করতে চাচ্ছে। কেউ অর্ডার দিয়ে নেয়নি। সুযোগটা আমরা নেবো। আমাদের রিজার্ভ মানি যথেষ্ট ভালো অবস্থায় আছে। আমার মনে হয়, নিজেদের পয়সায় কিনতে পারবো, কোনও সমস্যা হবে না।’

বিমান সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দেশে আনতে সিয়াটলে গিয়েছিলেন বিমানের একটি প্রতিনিধিদল। সেসময় বোয়িং এর প্রতিনিধিরা দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনার জন্য বিমানকে প্রস্তাব দেয়।

চীনা একটি এয়ারলাইনসের অর্ডারে ওই দুটি ড্রিমলাইনার প্রস্তুত করা হলেও পরে তারা তা নেয়নি। দেশে ফিরে বিমানের কর্মকর্তারা বোয়িং এর প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়কে জানান।

পরবর্তীতে বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানানো হয়। একটি ৭৮৭-৯ ড্রিমলাইনারের দাম দুই হাজার ৪৭১ কোটি টাকা, যদিও বোয়িং এর সঙ্গে এয়ারলাইনসের ক্রয় চুক্তির কারণে দামের কিছুটা হ্রাস-বৃদ্ধি ঘটে। প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করায় উড়োজাহাজ দুটির ক্রয় সংক্রান্ত তথ্য জানতে বোয়িং এর সঙ্গে যোগাযোগ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ন্যাশনাল লাইফের শেয়ার ছাড়বে উত্তরা এ্যাপারেলস

national life-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক করপোনেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

উত্তরা এ্যাপারেলস নামে বিমা কোম্পানির এ পরিচালক ১৫ লাখ ৮৭ হাজার ৪০০ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

  1. ন্যশনাল টিউবস
  2. ফরচুন সুজ
  3. স্কয়ার ফার্মা
  4. মুন্নু স্টাফলার্স
  5. বীকন ফার্মা
  6. জেএমআই সিরিঞ্জ
  7. ইউনাইটেড পাওয়ার
  8. লিগ্যাসী ফুটওয়ার
  9. মুন্নু সিরামিকস
  10. ন্যাশনাল পলিমার লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও  সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার  ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল বুধবার  ডিএসইতে লেনদেন হয় ৩৭১ কোটি ৫৩ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৫ পয়েন্টে। আর ডিএসই সূচক ৭.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৩৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৯টির। আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ন্যশনাল টিউবস, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, মুন্নু স্টাফলার্স, বীকন ফার্মা, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, লিগ্যাসী ফুটওয়ার, মুন্নু সিরামিকস ও ন্যাশনাল পলিমার লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার  দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৮০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৮৯টির এবং অপরিবত রয়েছে ২৩ টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল বুধবার থেকে ৩৫ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিআইপি কার্ড পেলেন ১৮২ ব্যবসায়ী

CIP-স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রফতানি বাণিজ্য অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্ব দেয়ার জন্য ১৮২ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) কার্ড দিল সরকার। বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের জন্য তাদেরকে নির্বাচিত করেছে।

বুধবার রাজধানীর পাাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ কার্ড বিতরণ করেন।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের সভাপতি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম,রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমীন ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ বক্তব্য রাখেন।

রফতানিতে অবদানের স্বীকৃতিস্বরুপ অনুষ্ঠানে ১৩৬ জন রফতানিকারক ও পদাধিকারবলে ৪৬ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি কার্ড দেওয়া হয়। সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস পাবেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান,রেল,সড়ক ও নৌপথে আসনে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারেরও সুযোগ পাবেন তাঁরা।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সিআইপি সংক্রান্ত নীতিমালা সংশোধনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ২০১৩ সালে নীতিমালা করা হয়,যেখানে সিআইপি নির্বাচন করা হচ্ছে ১৮২জনকে। এখন ৬ বছর পর দেশের রফতানি বেড়েছে, অর্থনীতিও অনেক শক্তিশালী হয়েছে। সুতরাং সিআইপি কার্ডের সংখ্যা বাড়াতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ীদের উৎসাহ দিতে আমরা তাদের কাজের স্বীকৃতি দিতে চাই। প্রশংসা করতে চাই। আমি আশা করি আগামীতে বেশি সংখ্যক কার্ড দিতে পারব। পণ্যের মানদন্ড এবং রফতানি পরিমাণের ওপর ভিত্তি করে সিআইপি নির্বাচন করা হবে বলে তিনি জানান।

বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন,রফতানি সম্প্রসারণের জন্য কেবলমাত্র একটি পণ্যের ওপর নির্ভরশীল হলে চলবে না। পণ্য বহুমুখীকরণ করতে হবে। একইসাথে তিনি নতুন বাজার তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন জানান,রফতানি সম্প্রসারণের জন্য সরকার পণ্যের মান উন্নীতকরণের পাশাপাশি নতুন বাজার তৈরির উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে দক্ষিণ আমেরিকা ও ইউরোশিয়ার দেশগুলোতে বাজার তৈরির কার্যক্রম শুরু করা হয়েছে বলে তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/

গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ৭২০০০ শেয়ার বিক্রির ঘোষণা

green deltaস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীনডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

খুরশিদা চৌধুরি নামে বিমা কোম্পানির এ পরিচালক ৭২ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.