বিএসসির ছয়টি জাহাজ থেকে ১৪১ কোটি টাকা আয়

bscস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নতুন সংগৃহিত ছয়টি জাহাজ থেকে এ বছরের আগস্ট পর্যন্ত ১৪০ কোটি ৭৭ লাখ টাকা আয় করেছে।

সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ে বিএসসি’র উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বৈঠকে জানানো হয়, ‘ছয়টি জাহাজের মধ্যে তিনটি বাল্ক ক্যারিয়ার ও তিনটি প্রোডাক্ট ওয়েল ট্যাংকার। বাল্ক ক্যারিয়ারগুলো গতবছরের ২৭ জুলাই, ১০ অক্টোবর ও ৩০ ডিসেম্বর এবং প্রোডাক্ট ওয়েল ট্যাংকারগুলো এবছরের ২৫ জানুয়ারি, ১ মার্চ ও ২৫ মে বিএসসির বহরে যুক্ত হয়।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহইয়া সৈয়দ উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, আরো ছয়টি জাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলোর মধ্যে দু’টি ক্রুড অয়েল মাদার ট্যাংকার, দু’টি প্রোডাক্ট অয়েল মাদার ট্যাংকার এবং দু’টি মাদার বাল্ক ক্যারিয়ার। চীন সরকারের ঋণ সহায়তায় জাহাজগুলো সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।

সংগৃহিত ছয়টি জাহাজ সংগ্রহে ব্যয় হয়েছে ১ হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে চীনের ঋণ সহায়তা ১ হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং বাংলাদেশ সরকারের ১০৯ কোটি ৪৯ লাখ টাকা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/

ডিএসইতে পিই রেশিও কিছুটা কমেছে

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.১৫ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.০৪ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.০২ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০২ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৬৯ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৭.৬৯ পয়েন্টে, বস্ত্র খাতের ১৩.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৭.৩১ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৩.৮৬ পয়েন্টে, বীমা খাতের ১৫.১৬ পয়েন্টে, বিবিধ খাতের ২৩.৫৬ পয়েন্টে, খাদ্য খাতের ১৬.১৭ পয়েন্টে, চামড়া খাতের ২৪.২৬ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩০.২২ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৪২ পয়েন্টে।

আর্থিক খাতের ১৭.৯৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ২০.১৫ পয়েন্টে, পেপার খাতের ২৯.৩১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১২.৫৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৪.৮৩ পয়েন্টে, সিরামিক খাতের ১৮.৪৭ পয়েন্টে এবং পাট খাতের পিই ৪২৪.০৭ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সপ্তাহের ব্যবধানে সব সূচক কমেছে, বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৮৯৭ কোটি ৯৫ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২১১ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৩৩৭ টাকা বা ১২.৬৪ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৮৬ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৫৯ লাখ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪২১ কোটি ৫৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৪১ কোটি ৯৫ লাখ টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৩ পয়েন্ট এবং ১৭৩৬ পয়েন্টে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৩৯টির এবং ৩৩টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১৫৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১০ কোটি ১১ লাখ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪৮ কোটি ৪৫ লাখ টাকা বা ৪৪ শতাশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২২ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ২০৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/জেড