বাতিল টাকার টুকরো নিয়ে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের বাতিল নোটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরার (শ্রেডেড ও পাঞ্চড) কোনো ব্যবহারিক কিংবা বিনিময়মূল্য নেই। তাই এ নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জী এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশদূষণ রোধে বাংলাদেশ ব্যাংক বাতিল নোট পুড়িয়ে ধ্বংসের কাজ সীমিত করে তা বিনষ্টকরণে শ্রেডেড পদ্ধতি (ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করা) অনুসরণ করছে। বাতিল নোটের শ্রেডেড ও পাঞ্চডকৃত ছোট ছোট টুকরা আবর্জনা হিসেবে স্থানীয় সিটি করপোরেশন বা পৌরসভার মাধ্যমে অপসারণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্তটি চলতি বছরের ৩০ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানোর জন্য সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে অনুরোধ জানানো হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে বাতিল করা নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরাগুলো সিটি করপোরেশন বা পৌরসভার ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থানে তাদের (সিটি করপোরেশন ও পৌরসভার) নিজস্ব ব্যবস্থাপনায় ফেলার কথা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ সেপ্টেম্বর বগুড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের বাতিল করা নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরা পৌরসভার আবর্জনা ফেলার নির্ধারিত স্থানে না ফেলে অন্য জায়গায় ফেলেছে, যা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টির পাশাপাশি নানা ধরনের প্রশ্ন উঠেছে। এগুলো বাতিল নোটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা। এগুলোর কোনো ব্যবহারিক কিংবা বিনিময়মূল্য নেই। তাই এ নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

তিতাসের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়ায় তিতাসের সাবেক এমডিসহ চারজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার কমিশনের এক বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয় বলে জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, শিগগিরই মামলা করবেন অনুসন্ধান কর্মকর্তা। অভিযোগটির অনুসন্ধান দলে ছিলেন উপ-পরিচালক মো. মনজুর আলম ও উপসহকারী পরিচালক মো. শাজাহান মিরাজ।

তিতাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মশিউর রহমান, গাজীপুর অঞ্চলের সাবেক ব্যবস্থাপক (বর্তমানে ব্যবস্থাপক, পাইপলাইন ডিজাইন বিভাগ) প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, ছাব্বেরের স্ত্রী রুমানা রিসাত জামান ও ঠিকাদারি প্রতিষ্ঠান এসবি কনস্ট্রাকশনের মালিক মো. সাইফুল ইসলামকে এ মামলায় আসামি করা হবে বলে দুদক সূত্রে জানা যায়।

তিতাসের এমডি প্রকৌশলী মীর মশিউর রহমান, ঠিকাদার সাইফুল ইসলাম, প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী পরস্পর যোগসাজশে ৪০ কোটি ৩৬ হাজার ৫৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে দুদকের অনুসন্ধানে জানা যায়।
প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরীর স্ত্রী রুমানা রিসাত জামানের মালিকানাধীন ওয়াস্ট কেম ইন্টারন্যাশনালের ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা গেছে, ২০১৬ সালের ৩ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাবটিতে ২৮ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৬৭১ টাকা নগদে ও স্থানান্তরের মাধ্যমে জমা হয়েছে।

নগদ ও স্থানান্তরের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে ২৮ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৪৩৬ টাকা। হিসাববিবরণী পর্যালোচনায় আরও দেখা যায়, হিসাবগুলোয় জমা হওয়া টাকার অধিকাংশই জমা হয়েছে গাজীপুরের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াস্ট কেমের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।

স্টকমার্কেটবিডি.কম/

স্ট্যান্ডার্ড সিরামিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

standaerdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়।

এর জবাবে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

দ্যা পেনিনসুলা চিটাগাংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১.৬৩ টাকা।

আগামী ৭ নভেম্বর  কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৭ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকায় শুরু হচ্ছে ৮ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

tourismস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ৮ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী এদিন বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিগত বছরের ধারাবাহিকতায় পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমসটেক সচিবালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ফেয়ার।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-এর পরিচালক মো. আবদুস সামাদ মঙ্গলবার রাজধানীর একটি হোটেল আয়োজিত এক সংবাদ সম্মেলেনে মেলার প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে এসব তথ্য জানান।

স্টকমার্কেটবিডি.কম/জেড

২০১৯-২০ বছরে জিডিপি হবে ৮ শতাংশ : এডিবি

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো জিডিপি অর্জনে নিচের দিকে থাকলেও বাংলাদেশ সব সেক্টরে ভালো করায় বাংলাদেশের অবস্থান উপরের দিকে আছে।চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে জানালেন এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে বেলা সাড়ে ১২টার দিকে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট প্রতিবেদন প্রকাশকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, এডিবি মনে করছে শিল্প খাতের উন্নয়নের ফলে এ প্রবৃদ্ধি হবে। বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে পণ্য রপ্তানিতে প্রায় ১০ শতাংশের উপরে জিডিপি অর্জন করেছে।

এছাড়া বাংলাদেশের অবকাঠামোখাতে ব্যাপক উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। যার ফলে বাংলাদেশে এখন ব্যাপক বিদেশি বিনিয়োগ আসছে। তবে এটা ধরে রাখা হলো একটি বড় চ্যালেঞ্জ।

স্টকমার্কেটবিডি.কম/

ত্রিপুরায় বাংলাদেশ থেকে বিনিয়োগে আশাবাদী বিপ্লব

154912biplab-debস্টকমার্কেটবিডি ডেস্ক :

উত্তর-পূর্ব ভারতের প্রথম স্পেশাল ইকোনমিক জোন হতে চলেছে ত্রিপুরাতে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বাংলাদেশ থেকে প্রত্যক্ষ বিনিয়োগ আসতে পারে বলে আশাবাদী তিনি।

মঙ্গলবার বিকেলে বিপ্লব দেব সাংবাদিকদের তিনি বলেন, সাব্রুমে এসইজেড (SEZ) তৈরির পেছনে সঙ্গত কারণ রয়েছে। ভারতীয় রেলের গুদাম রয়েছে এখানে, ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশ সেতু তৈরির কাজ চলছে, যা ২০২০ সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আন্তর্জাতিক চেক পোস্ট তৈরিরও পরিকল্পনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে সাব্রুমের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হওয়ার জন্য যা যা হওয়া দরকার, সবই এখানে রয়েছে।

২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে সমস্ত কর্মসূচী সামনে রেখে প্রচার করেছিল, এসইজেড তার মধ্যে অন্যতম। নিয়ম মেনে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে গেলে ন্যূনতম ২৫ একর জমি লাগে। সাব্রুমে তার থেকে কিছুটা কম পাওয়া গিয়েছে। বিল্পব দেব জানিয়েছেন রাজ্য সরকার এ ক্ষেত্রে নিতি আয়োগের কাছে সামান্য ছাড় চেয়েছে, আশা করা হচ্ছে জটিলতা কেটে যাবে শিগগির।

বিপ্লব দেব বলেন, বাংলাদেশ আমাদের সবচেয়ে কাছের পড়শি দেশ। সেখান থেকে বিনিয়োগকারী পাওয়ার আশায় রয়েছি। বিদেশি বিনিয়োগের পক্ষে সমস্ত অনুকূল পরিবেশ সেখানে রয়েছে। তিনি আরও বলেন, রাবার, চা এবং পর্যটন শিল্পে বিদেশি বিনিয়োগের ব্যাপারে আশাবাদী আমরা।

স্টকমার্কেটবিডি.কম/এম

জেনেক্স ইনফোসিসের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

genexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি ২। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

২০১৮ সালের ৩০ জুস সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বি

২৫০০ সিসি গাড়ীর তালিকা চায় দুদক

carস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিআরটিএ’র কাছে ২৫০০ বা তার বেশি অশ্বশক্তি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুদক কার্যালয় থেকে বিআরটিএর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজের স্বাক্ষরে এক পত্রের মাধ্যমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর চেয়ারম্যানের কাছে বিগত পাঁচ বছরে বিআরটিএ রেজিস্ট্রেশন করা ২৫০০ বা তার বেশি অশ্বশক্তি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপের তালিকা চেয়েছে দুদক।

পত্রে গাড়ির বিবরণ অর্থাৎ ইঞ্জিন নম্বর/চেসিস নম্বর/মডেল, আমদানির সাল, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, গাড়ির মূল্য, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এসব তথ্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা স্থগিত

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ  লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা স্থগিত করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর বেলা পৌনে ৩ টায় রাজধানী বনানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হ্ওয়ার কথা ছিল।

বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৯/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডাদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি