লংকা বাংলা ফাইন্যান্সের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

lankaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্রাব)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে ক্রাব। মঙ্গলবার  সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’ এসেছে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফারমার্স ব্যাংক সিকিউরিটিজ ফান্ডের ২০ লাখ শেয়ার বিক্রি করবে

sellস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড  খাতের প্রতিষ্ঠান  এসইএমএল ফারমার্স ব্যাংক গ্রোথ ফান্ডের  এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার   ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফারমার্স ব্যাংক সিকিউরিটিজ নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ২০ লাখ শেয়ার বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সরকারি প্রতিষ্ঠানের শেয়ার শেয়ারবাজারে আসছে শিগগিরই: খায়রুল

khairulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলো খুব শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে বলে জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা –বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। কিছু ভালো লাভজনক প্রতিষ্ঠান দু-এক মাসের মধ্যেই বাজারে আসবে বলে আশার কথা শুনিয়েছেন তিনি।

সোমবার দুপুরে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য দেন তিনি। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের জন্য অনলাইনে অভিযোগ দেয়ার একটি মডিউল উদ্বোধন করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক এবং বাজার বিশ্লেষকদের উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, “অর্থমন্ত্রী আমাকে এইমাত্র বলেছেন। ইন্সুরেন্সগুলোকে শেয়ারবাজারে আনার চেয়ে অর্থমন্ত্রী বেশি প্রাধান্য দিচ্ছেন সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনার বিষয়ে। সরকারি প্রতিষ্ঠান শিগগিরই আপনাররা দেখতে পাবেন। কিছু ভালো লাভজনক প্রতিষ্ঠান দু-এক মাসের মধ্যেই বাজারে আসবে।”

সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলাকালে একটি ফোন আসে। বিএসইসির চেয়ারম্যান উঠে যান। বক্তব্যের সময় তিনি সেটি উল্লেখ করে বলেন, “অর্থমন্ত্রী ফোন দিয়েছিলেন। অর্থমন্ত্রী তাকে এই বিষয়গুলো সবাইকে জানাতে বলেছেন।”

খাইরুল হোসেন বলেন, “আপনারা দেখেছেন আমি এখানে বসে ছিলাম। মাননীয় অর্থমন্ত্রী আমাকে ফোন দিয়েছিলেন; উনি আমাকে বলেছেন, বাজারের উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা সর্বপ্রকার চেষ্টা করব। বাজারের সূচক শুধু পজেটিভ হলেই হবে না। বাজারের লেনদেন যেন অনেক বেশি হয়। সবার ভেতর যেন একটা আস্থা সৃষ্টি হয়। সে বিষয়ে আমরা চেষ্টা করব।”

দীর্ঘ মেয়াদে শেয়ারবাজার ভাল করবে বলে এ সময় জানান বিএসইসি চেয়ারম্যান।

“ঢাকা স্টক এক্সচেঞ্জে স্ট্র্যাটেজিক ইনভেস্টর এসেছে; তার সুফল একসময় বাজার পাবে। তারা গবেষণা করছে যে, এই বাজারে কি ধরনের প্রতিষ্ঠানে আনা যায়। কোথায় বিনিয়োগ করা যায়। আস্তে আস্তে সে সব বিনিয়োগ বাংলাদেশে আসবে। শেয়ারবাজারে এর প্রতিফলন ঘটবে। একটি বছর অপেক্ষা করেন, দেখবেন অনেক সুফল আমাদের কাছে আসবে।”

স্টকমার্কেটবিডি.কম/জেড

মিয়ানমার ২ হাজার টন পেঁয়াজ আসবে আজ

piazস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মিয়ানমার থেকে আটটি ট্রলারে ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে পৌঁছেছে। দেশটি থেকে আজ মঙ্গলবার আরও ২ হাজার মেট্রিকটন পেয়াজ এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে। গতকাল সোমবার রাতে টেকনাফে পেঁয়াজের এ চালান আসে। এর আগে রবিবার দুটি জাহাজ ভর্তি পেঁয়াজ বাংলাদেশে আসে।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরে কাস্টমস সুপার আবছার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ভারত থেকে রপ্তানি বন্ধ করার সঙ্গে সঙ্গে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বাড়ছে। জেটিতে পৌঁছানো পেঁয়াজের ট্রলারগুলো খালাসপ্রক্রিয়া শেষ করে দ্রুত দেশের বিভিন্ন জেলা শহরে চালান করা হচ্ছে।

এদিকে, তুরস্ক ও মিসর থেকেও পেঁয়াজ আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাণিজ্য সচিব মো. মো. জাফর উদ্দীন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, যদি কেউ মজুত করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রাজধানীর সোনারগাঁও হোটেলে আগুন

210339Agun_kalerkantho_picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর সোনারগাঁও হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ডিউটি অফিসার কামরুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করবে রামিশা বিডি

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম  ইন্স্যুরেন্স লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রামিসা বিডি নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ১০ লাখ শেয়ার বিক্রয় করবে। তার হাতে মোট ২৫ লাখ শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি