পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের হেড অফিস পরিবর্তন

Purbi insস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল  ইন্সূরেন্স লিমিটেডের হেড অফিস পরিবর্তন করা হয়েছে । সম্প্রতি এই নতুন অফিসে কার্যক্রম শুরু হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির হেড অফিস রাজধানী বাংলামোটরে অবস্থিত সন্ধানী লাইফ টাওয়ারে  স্থানান্তর করা হয়েছে।

গত ১ অক্টোবর হতে এই নতুন অফিসে করপোরেটেরও সকল কার্যক্রম শুরু করে বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

সেপ্টেম্বর মাসে ডিএসইতে বিদেশীদের লেনদেন বেড়েছে ২৬ শতাংশ

high indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগের মাসের তুলনায় সেপ্টেম্বরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৫৭৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় করেছেন। যার পরিমাণ আগস্ট মাসে ছিল ৪৫৫ কোটি টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ১১৯ কোটি টাকা বা ২৬ শতাংশ।

এদিকে সেপ্টেম্বর মাসে বিদেশীরা ২৫৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৩১৮ কোটি টাকার। এ হিসাবে ক্রয়ের চেয়ে ৬০ কোটি টাকার বা ২৩ শতাংশ বেশি বিক্রি করা হয়েছে।

আগস্ট মাসে বিদেশীরা ১৭৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট কিনেছিলেন। এর বিপরীতে বিক্রি করেছিলেন ২৭৯ কোটি টাকার। এ হিসাবে ক্রয়ের চেয়ে ১০৩ কোটি টাকার বা ৫৯ শতাংশ বেশি বিক্রি করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

রহিম টেক্সটাইলের বোর্ড সভা ১২ অক্টোবর

rahimস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রহিম টেক্সটাইল  লিমিটেডের বোর্ড সভা আগামী ১২ অক্টোবর আহ্বান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২টা ৪৫ মিনিটে  রাজধানীর বনানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস ঘোষণা করে ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড