অনলাইন ভ্যাট নিবন্ধন ছাড়া এলসি নয়

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৩ ডিজিটের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট (অনলাইন) নিবন্ধন না থাকলে আগামী ১ নভেম্বর থেকে আমদানিকারকদের পক্ষে ঋণপত্র (এলসি) ইস্যু করা যাবে না। সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ব্যাপারে নির্দেশনা দিয়েছিল। এনবিআরের ওই নির্দেশনা অনুসরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে চিঠি দিয়েছে।

ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক (কমিশনার) সৈয়দ মুসফিকুর রহমানের সই করা ওই নির্দেশনায় বলা হয়েছে, ১৩ ডিজিট বা সংখ্যার নিবন্ধন ছাড়া অনলাইনে মাসিক রিটার্ন দাখিল করা সম্ভব নয়।

এদিকে, ১৩ সংখ্যার নিবন্ধন নেওয়ার সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের পর কোনও বাণিজ্যিক ব্যাংক পুরনো নিবন্ধনের বিপরীতে এলসি খুলতে পারবে না।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, গত ১ জুলাই থেকে মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন কার্যকর হয়েছে। এটির ব্যবস্থাপনা অনলাইনভিত্তিক হওয়ায় এর আওতায় ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর তথ্যভাণ্ডার হালনাগাদ করা দরকার। এ লক্ষ্যে সব করদাতাকে পুরনো ১১ অথবা ৯ সংখ্যার মূসক নিবন্ধনের পরিবর্তে ১৩ সংখ্যার নিবন্ধন নিতে হবে। নতুন এই নিবন্ধন নেওয়ার জন্য গত ১৪ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ন্যাশনাল টিউবস
  2. ওয়াটা কেমিক্যালস
  3. স্ট্যান্ডার্ড সিরামিকস
  4. মুন্নু স্টাফলার্স
  5. ইউনাইটেড পাওয়ার
  6. ইষ্টার্ণ ক্যাবলস
  7. স্টাইল ক্রাফট
  8. সিএএমপিআইবিবিএল মি. ফা
  9. এ্যাটলাস বিডি
  10. মুন্নু সিরামিকস লিমিটেড।

ডিএসইতে ৩০১ ও সিএসইতে ১১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও  সূচক দুটিই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০১ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল রবিবার   ডিএসইতে লেনদেন হয় ৩০৭ কোটি ২২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। আর ডিএসই সূচক ২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৩৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫১টির। আর দর অপরিবর্তিত আছে ২৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ন্যাশনাল টিউবস, ওয়াটা কেমিক্যালস, স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু স্টাফলার্স, ইউনাইটেড পাওয়ার, ইষ্টার্ণ ক্যাবলস, স্টাইল ক্রাফট, সিএএমপিআইবিবিএল মি. ফা, এ্যাটলাস বিডি ও মুন্নু সিরামিকস লিমিটেড।

এদিকে সোমবার  দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮৮৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৮১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ১২ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে সিঙ্গার বিডি  ও ডরিন পাওয়ার  লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নর্দার্ণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৪ অক্টোবর

northern-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীতে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় বিমাটি উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

বাংলাদেশে এখনও প্রতি ৪ জনে একজন দরিদ্র: বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে এখনও প্রতি ৪ জনে একজন মানুষ দারিদ্রের মধ্যে বাস করছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি প্রধান মার্সি টেম্বন। তিনি বলেছেন, জিডিপি প্রবৃদ্ধি দ্রুত বাড়লেও দারিদ্র বিমোচনের গতি ততটা দ্রুত নয় উত্তরের জেলাগুলোতে।

সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ নামে বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়।

বিশ্বব্যাংকের কান্ট্রি প্রধান বলেন, জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশে দারিদ্র্য কমাচ্ছে।

তবে দারিদ্র্য কমছে তুলনামূলক কম গতিতে। ২০১০ সাল থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়লেও দারিদ্র্য বিমোচনের গতি কমছে। দারিদ্রতা সবচেয়ে দ্রুত কমছে ঢাকা ও সিলেটে।

রংপুরে দারিদ্রতা বাড়ছে। চট্টগ্রামে কমছে সবচেয়ে কম গতিতে।

স্টকমার্কেটবিডি.কম/

দারিদ্র্য নিয়ে বিশ্বব্যাংকের ডাটা আপডেট নয়: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বব্যাংক রিপোর্টে জানিয়েছে, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যার বেশিরভাগই সম্ভব হয়েছে শ্রম আয় বৃদ্ধির কারণে। ফলে ২০১০ থেকে ২০১৬- এই ছয় বছরে দেশের ৮০ লাখ মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন। কিন্তু এটাকে পুরাতন ডাটা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, বাংলাদেশের দারিদ্র্য নিয়ে বিশ্বব্যাংক পুরাতন ডাটা দিয়েছে। আপডেট ডাটা দিলে দারিদ্র্যের চিত্র আরও উন্নত হতে পারতো। কেননা, দারিদ্র্য বিমোচনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি আধুনিক হচ্ছে। বাংলাদেশে ওয়ার্কিং পপুলেশনও শক্তিশালী।

সোমবার (০৭ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ নামে বিশ্বব্যাংকের একটি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রচেষ্টায় ২০৩০ সাল নাগাদ দারিদ্র্য থাকবে না। আমরা স্পষ্ট করে বলেছি, এখন স্বাভাবিক নিয়মেই প্রবৃদ্ধি ৮ শতাংশের উপরে। আমরা এতদিন অনেক বিনিয়োগ করেছি, বিশেষ করে অবকাঠামো খাতে। অবকাঠামোর একটা ফিজিক্যালি ও অন্যটি ননফিজিক্যালি বিনিয়োগ। ননফিজিক্যালি যেমন- শিক্ষাখাতে অনেক বিনিয়োগ করেছি। আমরা মানবসূচক উন্নয়নেও বিনিয়োগ করেছি। এসবের আউটপুট পেতে থাকবো। আমরা ফিজিক্যালি যেমন- পদ্মাসেতু প্রকল্পে বিনিয়োগ করেছি। শুধু পদ্মাসেতু এক শতাংশ প্রবৃদ্ধি বাড়িয়ে দেবে। আমি আশ্বস্ত করেছি প্রবৃদ্ধি ডাবল ডিজিটে পৌঁছাবে। ৮ দশমিক ৩০ থেকে ১০ শতাংশে যাবে প্রবৃদ্ধি। তখন দারিদ্র্য আরও কমবে।

তিনি এও বলেন, ইতোমধ্যে যারা দারিদ্র্যমুক্ত হয়েছেন, তারা আর গরিব হবেন না। সে সুযোগ নেই। তারা সামনের দিকে এগোবেন।

কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা ১০০টি ইকোনমিক জোন করছি। ১০ বছরে ১০ মিলিয়ন মানুষের কর্মসংস্থান হবে। সামাজিক নিরাপত্তা কঠোর হচ্ছে। আমরা শিক্ষায় বেশি নজর দিচ্ছি। বর্তমানে আমরা ৩১তম বৃহৎ অর্থনীতির দেশ। ২০২৮ সালে ২৭তম বৃহৎ অর্থনীতির দেশ হবো।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন, বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ মারিয়া ইউজেনিয়া জেননি, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

এনসিসি ব্যাংকের ৩ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংকের একজন পরিচালক  শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এম এ কাসেম    নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ২ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৫৪ লাখ ৯৫ হাজার শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ অক্টোবরের  মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৩ অক্টোবর

eastland-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় রাজধানীতে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় বিমাটি উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

আইটি কনসালটেন্টসের বোর্ড সভা ২০ অক্টোবর

ITC-Logo-230x155-145x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস  লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ অক্টোবর আহ্বান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টা ৩০ মিনিটে  রাজধানীর তেজগাঁওয়ে  নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

নর্দার্ণ জুটের বাৎসরিক বোর্ড সভা আহবান

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফেকচারিং লিমিটেডের বোর্ড সভা আগামী ১৫ অক্টোবর আহ্বান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায়  রাজধানীর কারওয়ানবাজ নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করে ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড