ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

182426_bangladesh_pratidin_dr_-yunusস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত কর্মচারীদের তিন মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম বুধবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তিন মামলায় ড. ইউনূসের সমনের জবাব দেয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত হননি।

ড. ইউনূসের আইনজীবী রাজু আহম্মেদ আদালতকে বলেন, ড. ইউনূস সম্মানিত ব্যক্তি, ব্যবসার কাজে বিদেশ অবস্থান করছেন তিনি। দেশে এলে আদালতে উপস্থিত হবেন। যদিও তিনি বিদেশে থাকায় আমাকে পাওয়ার দেননি তবুও আপনার কাছে অনুরোধ করছি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না করার জন্য।

মামলার বাদী প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশন্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুত হওয়ায় আমরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করি। তিনি আজ আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কর্পোরেট গভর্নেন্সের অভাব

cpdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যাংক ও শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কর্পোরেট গভর্নেন্সের বা সুশাসনের অভাব রয়েছে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আজ বুধবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গ্লোবাল কমপিটিটিভনেস রিপোর্ট ২০১৯ এবং বাংলাদেশ বিজনেস এনভারমেন্ট স্টাডিজ ২০১৯’ শীর্ষক গবেষণাপত্র প্রকাশ করে সংস্থাটি। গবেষণাপত্রটি উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

এ সময় ড. মোয়াজ্জেম বলেন, দুর্নীতির কারণে দেশের ব্যবসার ব্যয় বাড়ছে। পাশাপাশি বাড়ছে ব্যবসায়ীক ঝুঁকিও। বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, বেকারত্ব বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি আরও বাড়ছে। সঠিকভাবে কাজ করছে না ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। শতকরা ৭৮ জন ব্যবসায়ী মনে করেন ব্যাংকিং সেক্টরের সমস্যা ২০১৯ সালে আর্থিক খাতে নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে। এছাড়া দেশের প্রকল্পভিত্তিক তথ্য আরও সহজ করা দরকার বলে মনে করছেন তিনি।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বৈশ্বিক উন্নয়নের সাথে তাল মিলাতে হলে প্রযুক্তিগত উন্নয়ন এবং সে অনুযায়ী দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। এজন্য সরকারের পক্ষ থেকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।

তিনি জানান, অর্থনীতিতে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি না হলে মনোপলি বা একচেটিয়া ধারা অব্যাহত থাকে। এর মাধ্যমে ব্যবসা পুঞ্জীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই জায়গাতে গুরুত্ব দিয়ে শক্তিশালী মনিটরিংয়ের আহ্বান জানান সিপিডির নির্বাহী পরিচালক।

ড. ফাহমিদা বলেন, বাংদেশের নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করছে দেয়া উচিত। তা নাহলে আর্থিক খাত আরও ক্ষতিগ্রস্ত হবে। ২০৩০ সালের মধ্যে উন্নয়নশীল এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে হলে বড় ধরনের সংস্কারের প্রয়োজন।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ন্যাশনাল টিউবস
  2. স্কয়ার ফার্মার
  3. সামিট পাওয়ার
  4. স্ট্যান্ডার্ড সিরামিক
  5. মুন্নু জুট স্টফলার্স
  6. সিলকো ফার্মা
  7. সোনারবাংলা ইন্স্যুরেন্স
  8. ওয়াটা কেমিক্যাল
  9. স্টাইল ক্রাফট
  10. গ্রামীণফোন লিমিটেড ।

দিনশেষে সূচক কমলেও লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭২৪ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২০ কোটি ৯১ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ১৮ কোটি ৯২ লাখ টাকা বেশি। সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৩০১ কোটি ৯৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মার, সামিট পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিক, মুন্নু জুট স্টফলার্স, সিলকো ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, স্টাইলক্রাফট এবং গ্রামীণফোন।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৯৮ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

স্টকসার্কেটবিডি.কম/জেড

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল অগ্রণী ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে অগ্রণী ব্যাংক। গত সোমবার (৭ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৮ সম্মাননা প্রদান অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক এ অ্যাওয়ার্ড পায়।

অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠানোয় উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করে।

ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ প্রবাসী আয় আহরণে অগ্রণী ব্যাংক লিমিটেড সরকারি ব্যাংকগুলোর মধ্যে সেরা। অ্যওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল ইসলামের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। স্কিল্ড ক্যাটাগরিতে অগ্রণী ব্যাংক লিমিটেডের ভোলার বোরহানউদ্দিন শাখার মো. জাকির হোসেন সর্বাধিক প্রবাসী আয় প্রেরণ করে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ইউনিয়ন ক্যাপিটালের ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

unionস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল  লিমিটেডের এক পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। বুধবার  ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ ফায়জুর রহমার  কোম্পানি নামে কোম্পানিটির এ পরিচালক ৩ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। তার হাতে মোট ৭৮ লাখ ৬০ হাজার ৯০৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর আগামী ৩১ অক্টোবরের   মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

ফারইষ্ট নিটিংয়ের বোর্ড সভা পিছালো

fekdilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং ডায়িং লিমিটেডের বোর্ড সভার দিন পিছানো হয়েছে। আগামী ১৭ অক্টোবর এই বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এদিন বেলা সাড়ে ৩ টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৬(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এর আগে ১০ অক্টোবর এই বোর্ড আহবান করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাংলাদেশ শিপিংয়ের বাৎসরিক বোর্ড সভা আহবান

bsc-300x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন  লিমিটেডের বোর্ড সভা আগামী ১৫ অক্টোবর আহ্বান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায়  রাজধানীর মতিঝিলে  নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

মামলা প্রত্যাহারের দাবিতে ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি

093127_bangladesh_pratidin_ooস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে বিকেল ৬টা পর্যন্ত। এই ১০ ঘণ্টা খুলনা মহানগরীর খালিশপুরের তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে।

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের ডাকা এই কর্মবিরতি আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জ্বালানি তেল ব্যবসার সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের চারটি সংগঠন।

এদিকে, পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় যানবাহন চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সামিট পাওয়ারের ২২% কিনবে জাপানের জেরা

SUMMIT_POWERস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের মালিকানার ২২ শতাংশ ৩৩ কোটি ডলারে কিনে নিচ্ছে এলএনজি ব্যবসায় বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি জেরা।

সোমবার জাপানি এই কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের জ্বালানি অবকাঠামো খাতে উন্নয়নে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের সঙ্গে গত মে মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল তাদের। সেই সমঝোতার ভিত্তিতেই তারা সামিটের ব্যবসায় এই বিনিয়োগ করছে।

১৯৯৮ সালে ১১৪ মেগাওয়াট ক্ষমতার স্বতন্ত্র বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে এ খাতে বেসরকারি বিনিয়োগের সূচনা করে সামিট পাওয়ার। বর্তমানে সামিটের কেন্দ্রগুলো থেকে প্রায় ১.৮ গিগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে, যা মোট দেশীয় উৎপাদান সক্ষমতার ১২ শতাংশের সমান।
যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেক্ট্রিকের (জিই) সঙ্গে মিলে বর্তমানে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৫৯০ মেগাওয়াট ক্ষমতার একটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সামিট পাওয়ার।

আরও বেশ কিছু পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে, যার বাস্তবায়ন হলে কোম্পানির লাভের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

জেরা বলছে, ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশে বিদ্যুতের চাহিদাও বাড়বে। আর এ কারণে বিনিয়োগের জন্য তারা বাংলাদেশকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের অংশীদার হিসেবে নিজস্ব কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে জেরার।

এর আগে গত সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ভারতের রিলায়েন্স পাওয়ারের গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ৪৯ শতাংশের মালিকানা কিনে নেওয়ার ঘোষণা দেয় জেরা।

স্টকমার্কেটবিডি.কম/জেড