অ্যাডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা

adventস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ১০ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ১০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৩ টাকা ৫০ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/

ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা

vfs_logo_2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ১৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৮ টাকা ৬৮ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ইউনিক হোটেলের ২০% লভ্যাংশ ঘোষণা

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২টাকা ৯ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৮০ টাকা ৬৯ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বি

নর্দার্ণ জুটের ১ম প্রান্তিকের বোর্ড সভা ৩০ অক্টোবর

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল ৪ টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

২০২১ সালে ৬০ বিলিয়ন ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা: বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১ সালে বাংলাদেশ ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি ডলার) ডলারের পণ্য রফতানির টার্গেট নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘গত অর্থবছরে আমরা ৪৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছিলাম। এরমধ্যে ৬ থেকে ৩৪ বিলিয়ন ডলার শুধু তৈরি পোশাক শিল্প থেকে এসেছে। ২০২১ সাল আমাদের জন্য হবে একটি মাইলস্টোন।’

রবিবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় চট্টগ্রাম নগরীর কাজির দেউরিয়ায় আউটার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে মাসব্যাপী উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের ওপর নির্ভর করে আমরা এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করছি, আমরা ৬০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করতে পারবো। আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আজকের এই মেলা তারই শো-কেজ।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চেক রিপাবলিক, বেলারুশ ঘুরে এসেছি। এসব দেশ আমাদের ব্যবসার জন্য একটা পথ হতে পারে। এই দেশগুলো হতে পারে আমাদের পণ্যের নতুন গন্তব্য।’

টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে আজ বাংলাদেশ পৃথিবীর কাছে বিস্ময়। কারণ বাংলাদেশ বর্তমানে জিডিপি বৃদ্ধির দিক থেকে বিশ্বে এক নম্বরে।’
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের লাইফ লাইন চট্টগ্রাম। চট্টগ্রামের ব্যবসায়ীরা আমাদের সেই পথ দেখাবেন। মেট্রোপলিটন চেম্বার আছে, আরও চেম্বার আছে, সবাই আমাদের পথ দেখাবে। তারা আমাদের এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ চট্টগ্রামের দিকে তাকিয়ে আছে। আপনাদের সেই দায়িত্ব নিতে হবে।’

সিএমসিসিআইয়ের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান, মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া, সিএমসিসিআইয়ের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরীসহ অনেকে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. সোনারবাংলা ইন্স্যুরেন্স
  2. ন্যাশনাল টিউবস
  3. এসকে ট্রিমস
  4. স্কয়ার ফার্মা
  5. বিকন ফার্মা
  6. ইউনাইটেড পাওয়ার
  7. স্ট্যান্ডার্ড সিরামিকস
  8. সিলকো ফার্মা
  9. প্রিমিয়ার ব্যাংক
  10. মুন্নু সিরামিকস।

উভয় শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন ও সূচক কমেছে।

রবিবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৮ লাখ টাকার। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাটলাস বাংলার বোর্ড সভা আহবান

atlasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এ্যাটলাস বাংলা লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। রবিবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩ নভেম্বর  বেলা ৫টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ