মূলধন ২০০ কোটি টাকা করবে ভিএফএস থ্রেড

vfs_logo_2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইংয়ের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় মূলধন বৃদ্ধি করবে। এজন্য কোম্পানিটির পরিচালকরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে ।

এরপর শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই মূলধন বাড়ানো হবে।

কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ১০০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সাউথইস্ট ব্যাংক

southest-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংক ৭ বছর মেয়াদী বন্ড ইস্যু করবে। ব্যাংকের টায়ার-২ মূলধন বাড়াতে বন্ড ইস্যু করা হবে।

কোম্পানিটি আরও জানায়, নিয়ন্ত্রক সংস্থা ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বন্ডের সাইজ, মেয়াদ ও ফিচার পরিবর্তন হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/

এমআই সিমেন্টের ১০% লভ্যাংশ ঘোষণা

mi cementস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমআই সিমেন্ট ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৬৯ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৪৮ টাকা ২২ পয়সা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/