সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। অপরদিকে . স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বুধবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩১ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ২৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ১০ কোটি ৮৯ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৫৮ কোটি ১৮ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্টাইল ক্রাফট,  ন্যাশনাল টিউবস, স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু জুট স্টাফলার্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, জেএমআই সিরিঞ্জ, ওয়াটা কেমিক্যাল, নর্দার্ণ জুট এবং প্রিমিয়ার ব্যাংক।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৭৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৫৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

স্টকমার্কেটবিডি.কম/

পেঁয়াজের বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল: কৃষিমন্ত্রী

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পেঁয়াজ উৎপাদন বেশি হলে কৃষক দাম পায় না। এ বছর পেঁয়াজের উৎপাদন বেশি হয়েছিল। আবার বৃষ্টিতেও এ বছর পেঁয়াজ বেশি নষ্ট হয়েছে। এমন সময় ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। এতে আমাদের সমস্যা হচ্ছে। তবে আমাদেরও ভুল হয়েছে, আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল।’

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিশস্য সাতটি ও খরিপ-১ এর আওতায় দুটি শস্যসহ মোট ৯টি শস্যের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রণোদনা দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বেশি পরিমাণ পেঁয়াজ উৎপাদনের ওপর গুরুত্ব বাড়াতে হবে। মাঠ থেকে পেঁয়াজ ওঠানোর সময় আমদানি বন্ধ রাখার চিন্তা করা হচ্ছে, যাতে কৃষক ভালো দাম পায়।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘৯টি শস্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ৬ লাখ ৮৬ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৮০ কোটি ৭৩ লাখ ৯১ হাজার ৮০০ টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে। এই প্রণোদনা বাবদ কৃষকদের বীজ, সার ও পরিবহন খরচে নগদ টাকা দেওয়া হবে।’

যে ৯টি শস্য বাবদ প্রণোদনা দেওয়া হবে, তার মধ্যে সাতটি রবিশস্য হলো−গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন মুগডাল, পেঁয়াজ ও সূর্যমুখী।
খরিপ-১ এর আওতায় দুটি শস্য হলো−গ্রীষ্মকালীন মুগডাল ও গ্রীষ্মকালীন তিল।

কৃষিমন্ত্রী বলেন, ‘এই কর্মসূচি বাস্তবায়িত হলে ৬ লাখ ৮৬ হাজার ৭০০ বিঘা জমিতে যে ৯টি ফসল উৎপাদন হবে, তার মাধ্যমে ৮৪০ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা আয় হবে।’

স্টকমার্কেটবিডি.কম/

বিদেশি বিনিয়োগকারীদের আমরা বেশি সুবিধা দিচ্ছি : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেকোনও দেশের চাইতে বাংলাদেশে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন। কারণ বিদেশি বিনিয়োগকারীদের আমরা বেশি সুবিধা দিচ্ছি, যা অন্য কোনও দেশ দিতে পারবে না।’।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চামড়াজাত পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । ৩১ অক্টোবর থেকে ২ নবেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

শেখ হাসিনা বলেন, ‘দেশে ১২টি অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করা হয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে আমরা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জায়গা করে দিতে চাই। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, কৃষি জমি সুরক্ষা এবং শিল্পায়নের জন্যই বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে। এর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলে আমাদের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘চামড়া খাতকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়েছে। রফতানি আয়ের দিক দিয়ে চামড়াজাত পণ্যের অবস্থান দ্বিতীয়। তৈরি পোশাকের পরেই এর অবস্থান। এজন্য এ শিল্পের উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১০ বছরে চামড়া ও পাদুকা শিল্পের উন্নয়নে কাজ করা হয়েছে। হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারে নেওয়া হয়েছে। যাতে করে আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে শ্রমিকরা কাজ করতে পারেন।’

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আরও অন্তত ৫ বছর আর্থিক প্রণোদনা অব্যাহত থাকবে। এছাড়া বৈষম্যমূলক প্রতিবন্ধকতা দূর করা হবে। ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের বিস্ময়। সবাই আমার কাছে জানতে চায়, এত অল্প সময়ের মধ্যে কীভাবে আমরা এই উন্নয়নটা করলাম?’

ফিউচার প্রুফ সোর্সিং এই থিম্যাটিক ট্যাগলাইনে এবারের প্রদর্শনীতে ৩০টির বেশি দেশের ক্রেতা ও ব্র্যান্ড প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। থাকবে ১০টি প্যাভিলিয়ন ও ৩০টি স্ট্যান্ডস। যেখানে বিদেশি ক্রেতাদের আকর্ষণে বাংলাদেশে তৈরি করা নানা ধরনের চামড়া ও চামড়াজাতীয় পণ্য প্রদর্শন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বিআরটিএতে দুদকের চিঠি

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ তথ্য পাঠানোর জন্য বিআরটিএকে সময় বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিআরটিএ’র চেয়ারম্যান কামরুল আহসান বরাবর দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুব খান এ চিঠি পাঠিয়েছেন৷

চিঠিতে বলা হয়, আড়াই হাজার বা তার চেয়ে বেশি সিসির ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপ গাড়ির ব্র্যান্ডের নামসহ অন্যান্য তথ্যাদি সংযোজন করে নতুন তালিকাসহ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দুদকে পাঠাতে হবে। এসব গাড়ি নতুন না রিকন্ডিশন সে তথ্যও তালিকায় সন্নিবেশিত করতে বলে হয়েছে।

এরআগে বিআরটিএতে পাঠানো তালিকায় এ জাতীয় তথ্য সন্নিবেশিত না থাকায় কমিশন অসন্তোষ প্রকাশ করে এবং এসব তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে দুদক মহাপরিচালক এ চিঠি পাঠিয়েছেন।

জাল-জালিয়াতির মাধ্যমে কার্নেট ডি-প্যাসেজ সুবিধায় আমদানি করা বেশকিছু বিলাসবহুল গাড়ি ভুয়া রেকর্ডপত্রের ভিত্তিতে বিআরিটিএতে রেজিস্ট্রেশন হয়েছে মর্মে অভিযোগ কমিশনের অনুসন্ধান বা তদন্তাধীন রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ড্রাগন সোয়েটারের লভ্যাংশ ঘোষণা

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার স্পিনিং  লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস  লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায়  ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৯.৫৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ১৪ ডিসেম্বর  । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

আরডি ফুডের বোনাস লভ্যাংশ ঘোষণা

rdfoodস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক  শিল্প খাতের কোম্পানি আরডি ফুডস  লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস  লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায়  ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৪.৯০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ৭ ডিসেম্বর  । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

স্টাইল ক্রাফটের ১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Stylecraftস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ বোনাস  লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায়  ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৭৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৬৬.০৭ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ১৫ ডিসেম্বর  । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

আমরা নেটওয়ার্কসের লভ্যাংশ ঘোষণা

amranetস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস  লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস  লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায়  ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৫.৩২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ২৬ ডিসেম্বর  । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

আমরা টেকনোলজিসের লভ্যাংশ ঘোষণা

aamra-technology-limitedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা টেকনোলজিস  লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস  লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায়  ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৩.৬২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ২৬ ডিসেম্বর  । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ