বিবিএস ক্যাবলসের ১ম প্রান্তিকের ইপিএস ২.৭৪ টাকা

bbsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ সময় কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৪ টাকা । যা আগের বছর একই সময় ছিল ২.৬৬ টাকা। গত বছরের তুলনায় এবার ইপিএস বেড়েছে কোম্পানিটির।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩২.১৯ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ২৯.৪৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দ্যা ইবনে সিনার শেয়ার প্রতি আয় ও সম্পদ বেড়েছে

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের প্রতিষ্ঠান দ্যা ইবনে সিনা ফামাসিটিউক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ সময় কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৬ টাকা । যা আগের বছর একই সময় ছিল ২.৪৪ টাকা। গতবছরের তুলনায় এবার ইপিএস অনেকটা বেড়েছে কোম্পানিটির।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫০.১৭ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ৪৭.৩২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আজিজ কো-অপারেটিভের বিরুদ্ধে  ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ  

IMG_7349স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে  ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে আমানতকারীরা।

শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করা হয়।

এসময় বক্তারা জানান, আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেড ব্যবসা গুটিয়ে নিয়েছে। তারা নিজের কষ্টের টাকার জন্য অফিসে গেলে গত কয়েকদিন হলো প্রতিষ্ঠানটির সব অফিস বন্ধ পাচ্ছে।

বক্তারা জানান, আজিজ কো অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেড প্রায় ১১ হাজার আমানতকারীর নিকট হতে ৩০০ কোটি টাকা টাকা নিয়েছে। এখন তারা ব্যবসা বন্ধ করে দিয়েছে।

এসময় আমানতকারীরা তাদের সবার টাকা ফেরত দেওয়ার দাবি করেন। পাশাপাশি আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলামের শাস্তি দাবি করেন।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে পিই রেশিও কিছুটা বেড়েছে

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে। তবে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৩ দশমিক ৮৫ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৩ দশমিক ৬৭ পয়েন্ট।

খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৪০ পয়েন্টে, সিমেন্ট খাতে ২২ দশমিক ৪০ পয়েন্টে, সিরামিক খাতে ২৩ দশমিক ১০ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৩ দশমিক ৬০ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ২৭ দশমিক ৩০ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১০ দশমিক ৭০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৪ দশমিক ৬০ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ১৯ দশমিক ১০ পয়েন্টে, বিবিধ খাতে ২২ পয়েন্টে, আর্থিক খাতে ৩৬ দশমিক ৩০ পয়েন্ট, পেপার ‍ও প্রিন্টিং খাতে ২০ দশমিক ১০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৬ দশমিক ৮০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৪ দশমিক ২০ পয়েন্টে, ট্যানা্রী খাতের ২৩ দশমিক ৫০ পয়েন্টে, টেলিকমিনেকেশন খাতে ১২ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে সাপ্তাহিক লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ১ দশমিক ১২ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করেএ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৫৫ কোটি ১২ লাখ ৬৯ হাজার ৬০৬ টাকা। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৭৩ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৬৮১ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭৫ টাকা বা ১ দশমিক ১২ শতাংশ। এবং গড়ে লেনদেন কমেছে ৩ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৬১৫ টাকা। গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৩৩১ কোটি ২ লাখ ৫৩ হাজার ৯২১ টাকা, এবং তার আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৫৩৬ টাকা।

এদিকে, গত সপ্তাহে ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আলোচ্য সময়ে ৩৫৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২২১টি, কমেছে ১১২টি, অপরিবর্তিত রয়েছে ২২টি এবং লেনদেন হয়নি ২ টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বি