চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু বৃহস্পতিবার

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রামে এক সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই। জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়া এ মেলার জন্য আয়োজিত সকল প্রকার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সপ্তাহব্যাপী আয়কর মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। একইস্থানে বুধবার বেলা ১১টায় সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মেলার বিষয়ে সেমাবার দুপুরে আগ্রাবাদ আয়কর বিভাগের সংবাদ সম্মেলন করেন মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কর অঞ্চল-২ এর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।

তিনি বলেন সংবাদ সম্মেলনে বলেন, আয়কর মেলা আয়োজনের আগের অর্থবছরের চেয়ে বর্তমানে প্রায় ৪ গুণ বেশি আয়কর আদায় হচ্ছে। ২০০৯-১০ অর্থবছরে চট্টগ্রামে আয়কর আহরণ হয় ২ হাজার ৭৫০ কোটি ৮৮ লাখ টাকা।

সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে আদায় হয়েছে ১১ হাজার ১১৭ কোটি টাকা। তিনি বলেন, ২০১০ সালে আয়কর মেলায় ১৪ হাজার ৩৩০টি রিটার্নের বিপরীতে ৪০ কোটি ১২ লাখ টাকা আয়কর আদায় হয়েছে। সর্বশেষ ২০১৮ সালে ৪৭ হাজার ১২৯টি রিটার্নের বিপরীতে ৫৬০ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার টাকা আদায় হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে চট্টগ্রাম থেকে কর আদায় হয়েছে ১১ হাজার ১৭৭ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর কমিশনার মো. ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী, মফিজ উল্লাহ, অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহান, মাহমুদুর রহমান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এ্যাডভেন্ট ফার্মার ১ম প্রান্তিকের বোর্ড সভা ১৪ নভেম্বর

adventস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

আরডি ফুডসের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

rdfoodস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি আরডি ফুডস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

প্যাসিফিক ডেনিমসের ১ম প্রান্তিকের বোর্ড সভা ১৪ নভেম্বর

pacificস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

আমরা নেটওয়ার্কসের ১ম প্রান্তিকের বোর্ড সভা ১৪ নভেম্বর

aamra-networksস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

আমরা টেকনোলজিসের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

aamra-technology-limitedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫ টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ফারইষ্ট নিটিংয়ের ১ম প্রান্তিকের বোর্ড সভা ১৪ নভেম্বর

fekdilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. ন্যাশনাল টিউবস
  2. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  3. জেনেক্স ইনফোসিস
  4. উত্তরা ব্যাংক
  5. ফরচুন সুজ
  6. স্কয়ার ফার্মা
  7. খুলনা পাওয়ার কোম্পানি
  8. বঙ্গজ ইন্ডাস্ট্রিজ
  9. সুহৃদ ইন্ডাস্ট্রি
  10. রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

সোমবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৪ পয়েন্টে।

ডিএসইতে দিনশেষে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৬৩ লাখ টাকার। যা গত কার্যদিবস তুলনায় কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৬৭ কোটি ৯ লাখ টাকা।

সোমবার ডিএসইতে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

লেনদেনে এগিয়ে থাকা ১০ কোম্পানি হলো- ন্যাশনাল টিউবস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, উত্তরা ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, বঙ্গজ ইন্ডাস্ট্রিজ, সুহৃদ ইন্ডাস্ট্রি ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫২১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

স্টকমার্কেটবিডি.কম/বি

এম.এল. ডায়িংয়ের ১ম প্রান্তিকের বোর্ড সভা ১৪ নভেম্বর

ML Dyingস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এম.এল. ডায়িং লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ