বেশি দামে পিয়াজ বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

000000স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শরীয়তপুরের পালং বাজার ও আংগারিয়া বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পিয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এক আড়ৎদারকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর অফিসের সহকারী পরিচালক সুজন কাজী।

এ বিষয়ে সুজন কাজী জানান, ১৪০-১৪৫ টাকা দরে পিয়াজ কিনে ১৭৫-১৮০ টাকায় বিক্রি করছিলেন মেসার্স মাহাবুব খান ট্রেডার্সের মালিক মো. মিরাজ খান। এছাড়া আড়তে পিয়াজের মূল্য তালিকাও ছিল না। এ কারণে তাকে এ জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), শরীয়তপুর জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন খান, সদর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর আবুল হোসেন, পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ওয়াটা কেমিক্যালসের আয় ও সম্পদ বেড়েছে

wata-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের ওয়াটা কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় ও সম্পদ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১১ টাকা । যা আগের বছর একই সময় ছিল ২.৭১ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭০.৯৩ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ৬১.৬০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

simtex-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা । যা আগের বছর একই সময় ছিল ০.৪৭ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২২.৫৮ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ২২.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আয়কর মেলায় প্রধানমন্ত্রীর রিটার্ন দাখিল

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আয়কর মেলায় আয়কর রিটার্ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাবে শুরু হওয়া আয়কর মেলায় তার পক্ষে রিটার্ন দাখিল করেন সাবেক আয়কর কমিশনার ছিদ্দিক হোসেন চৌধুরী।

সিদ্দিক হোসেন প্রধানমন্ত্রীর আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করলেও তিনি এ নিয়ে আর কিছু বলতে রাজি হননি।

প্রসঙ্গত, রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ মেলা। মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মেলার প্রথম দিনে ৩শ’ ২৩ কোটি টাকার কর রাজস্ব আয়

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৃহস্পতিবার দশম আয়কর মেলার প্রথম দিনে করদাতা ও সেবা গ্রহীতাদের ভীড় ছিল লক্ষ্যণীয়। সারাদেশে করদাতারা উৎসবমূখর পরিবেশে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। এদিন মেলায় ৬৩ হাজার ২ শ’ ৭২ জন করদাতা আয়কর বিবরণী দাখিল করেন, যার বিপরীতে কর রাজস্ব আহরণ হয়েছে ৩ শ’ ২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮ শ’ ৮৫ টাকা।

মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এবারের মেলার পরিধি গতবছরের চেয়ে কয়েকগুণ বেড়েছে। প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ,ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের সুব্যবস্থা রয়েছে। এবারে বিশেষ আকর্ষণ হলো মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে করদাতারা রকেট, নগদ, বিকাশ ও প্রযোজ্য শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন।

আজ মেলায় সেবা গ্রহণকারীর সংখ্যা ছিল ১ লাখ ৩৫ হাজার ৭ শ’ ৫৮ এবং নতুন ই-টিআইএন নিবন্ধনের সংখ্যা ৪ হাজার ৩৬৬।

এবার দেশের ৮টি বিভাগ, ৫৬টি জেলা, ৫৬ টি উপজেলাসহ মোট ১২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ইন্দো বাংলা ফার্মার ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

indoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা । যা আগের বছর একই সময় ছিল ০.৩৪ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩.৮৭ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ১৩.৪৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শাশা ডেনিমসের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Shasha-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা । যা আগের বছর একই সময় ছিল ১.৭১ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬.৮৬ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ৪৮.১৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইউনিক হোটেলের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৭ টাকা । যা আগের বছর একই সময় ছিল ০.৫৪ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮১.১৮ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ৮০.৬৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ