রিন সাইন টেক্সটাইলসের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

Ring-shine-696x372স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রক্রিয়াধীন কোম্পানি রিন সাইন টেক্সটাইলস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামীকাল ২০ নভেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় সাভারে অবস্থিত নিজস্ব প্রধান অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ছেলেকে শেয়ার দিবেন পরিচালক বাবা

nationalস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার লিমিটেডের স্পন্সর পরিচালক তার ছেলেকে শেয়ার হস্তান্তর করার ঘোষণা করেছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

গোলাম মোর্শেদ নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ২৭ লক্ষ ৪১ হাজার ৪২০ টি শেয়ারের মধ্যে সাড়ে ৮ লক্ষ শেয়ার তার ছেলেকে প্রদান করবেন।

এসব শেয়ার তিনি তার সন্তান এহসানুল করিমকে আগামী ৩০ দিনের মধ্যে উপহার হিসাবে হস্তান্তর করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

অগ্নি সিস্টেমসের এজিএমের দিন ও স্থান পরিরর্তন

Agni_Logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ও স্থান পরিবর্তন করেছে। কোম্পানিটির এজিএমটি আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ২৩তম এই এজিএমের দিন ও স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এজিএমটির স্থান নির্ধারণ করা হয়েছে গুলশান ১ নম্বরে অবস্থিত সেলিভেরেটি করভেনশন সেন্টারে। যা আগে নির্ধারণ করা হয়েছেল স্পেক্ট্রা কনভেনশন সেন্টার।

অন্যদিকে আগে এজিএমটির দিন নির্ধারণ হয়েছিল ২২ ডিসেম্বর। অনিবার্যকারণ বশত এই এজিএমটির এই পরিবর্তন করা হয়।

তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি সার্ভিসেসের বাৎসরিক বোর্ড সভা ২৪ নভেম্বর

bd servi-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেন

স্টকমার্কেটবিডি.কম/এইচ

এসএস স্টিলসের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

SSSTEELস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এসএস স্টিলস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ নভেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব প্রধান অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা কমেছে

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৪০ থেকে ৫০ টাকা কমেছে। তবে কাঁচা বাজারে পেঁয়াজের খুচরা মূল্য অপরিবর্তিত দেখা গেছে।

পাইকারি বাজারে স্থানীয় জাতের প্রতি কেজি পেঁয়াজের দাম ১৬০ টাকা থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে। এই জাতের পেঁয়াজ আগে ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হত। আর মায়ানমার থেকে আমদানী করা পেঁয়াজ আগে যেখানে ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হতো। আজ তা ১৪০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজ আমদানীকারক সমিতির সাধারণ সম্পাদক হাজী মাজেদ বলেন, ‘ রাজধানীর শ্যামবাজারের পাইকারি বাজারে দেশীয় ও আমদানি করা উভয় জাতের প্রতি কেজি পেঁয়াজের দাম আজ ৪০ থেকে ৫০ টাকা কমেছে। আগে এই পেঁয়াজ ২০০টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছে।’

রাজধানীর মিরপুর এলাকার খুচরা ব্যবসায়ী মিলন বলেন, রাজধানীর খুচরা বাজারে আজও প্রতি কেজি পেঁয়াজ ২৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

রূপনগর এলাকার আরেক খুচরা ব্যবসায়ী জানান, পাইকারি বাজার থেকে রোববার ২২০ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করেছি, আজ সেই পেঁয়াজ ২৪০ টাকা কেজি দরে বিক্রি করছি।

বাণিজ্য সচিব মো. জাফর উদ্দিন আজ বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় শ্রীঘ্রই পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে জনসাধারণকে আশ্বস্ত করতে চাই, সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দরুন শ্রীঘ্রই পেঁয়াজের দাম কমে যাবে।’

তিনি আরো বলেন, পেঁয়াজের বাজার কারসাজি করার জন্য ইতোমধ্যে দু’হাজার ৫শ’ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মিশর, তুরস্ক ও চীন থেকে পণ্যবাহী বিমানে করে পেঁয়াজ আমদানী করার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি এই উদ্যোগের ফলে আমদানী করা পেঁয়াজ আগামীকাল মঙ্গলবার দেশে পৌঁছবে।

তিনি বলেন, এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিরূপ পরিস্থিতি মোকাবেলার জন্য কার্যক্রম জোরদার করেছে।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে ভারত পেঁয়াজ রপ্তানীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। তবে ঘূর্ণিঝড় বুলবুলের জন্য কয়েকদিন মায়ানমার থেকে পেঁয়াজ আমদানী বন্ধ থাকায় আরো অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বেড়ে যায়। এক পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫০টাকায় গিয়ে দাঁড়ায়।

স্টকমার্কেটবিডি.কম/জেড