বিমানে পাকিস্তান থেকে এল পেঁয়াজের প্রথম চালান

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

আজ বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি বেসরকারি সিল্ক সংস্থার পণ্য পরিবহনকারী উড়োজাহাজে এই চালান আমদানি হয়।

চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে। পেঁয়াজবাহী উড়োজাহাজটি অবতরণের পর চালানটি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন আজ প্রথম আলোকে জানান, সিল্কওয়ে উড়োজাহাজের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে।

স্টকমার্কেটবিডি.কম/

শিগগিরই ২২১টি বন্ডকে লেনদেনযোগ্য করা হবে : এম খায়রুল হোসেন

khairulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিড অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেছেন, শেয়ারবাজারে ২২১টি ট্রেজারি বন্ড আছে, সেগুলো তালিকাভুক্ত। তবে সেগুলো মার্কেটেবল না এবং লেনদেনও হচ্ছে না। এগুলোকে লেনদেনযোগ্য করার জন্য কাজ চলছে। শিগগিরই ২২১টি বন্ডকে লেনদেনযোগ্য করা হবে।

আজ বুধবার ‘গ্রীণ বন্ডের পরিচিতি’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিএসইসির চেয়ারম্যান বলেন, আমাদের বন্ড মার্কেট একেবারেই ডেভেলপ নয়। বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমাদের ৮.২০ শতাংশ প্রবৃদ্ধির হার। তবে এই প্রবৃদ্ধির হর স্থায়ী হবে না, যদি গ্রীন বন্ড মার্কেট উন্নয়ন না করি। কমিশন বন্ড মার্কেট উন্নয়নে একটি আইন করেছে।

তিনি বলেন, আমাদের বিনিয়াগকারীরা শিক্ষিত না হওয়ায় বারবার পুঁজি হারায়। আর দায়ভার দেয় কমিশনকে। আমরা তাদের জন্য ফিক্সড ইনকাম নির্ভর বন্ড ও অন্যান্য বিষয়গুলো চালু করতে পারি। এর ফলে তারা নির্দিষ্ট হারে রিটার্ন পাবে।

ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে উন্নয়নের কাজে লাগানো হচ্ছে। অথচ ব্যাংকের দীর্ঘমেয়াদি অর্থায়ন করার কথা না। যে কারণে বর্তমানে ব্যাংকগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। এছাড়া ব্যাংকগুলো থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে সুদ ও আসল না দেয়ার প্রবণতা তৈরি হয়েছে।

ড. খায়রুল হোসেন বলেন, কমিশন নতুন একটি প্রাইভেট প্লেসমেন্ট এবং পাবলিক ইস্যু বন্ড মার্কেট রুলস প্রণয়নের জন্য কাজ করছে। এছাড়া বন্ড মার্কেট কেনো উন্নত হচ্ছে না, তার কারণগুলো চিহ্নিত করে সরকারকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। এ সময় বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের মহাপরিচালক মাহবুবে আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মো. রেজাউল করিম।

স্টকমার্কেটবিডি.কম/

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ২৩ ডিসেম্বর

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) নির্ধারিত তারিখে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নতুন তারিখ ধার্য করেন।

এই নিয়ে তদন্ত প্রতিবেদন ৩৮ বারের মতো পেছালো। এর আগে ৩৭ বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছানো হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। পরদিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/

রিন সাইন টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

Ring-shine-696x372স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষামান বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিন সাইন টেক্সটাইলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৪.৮৮ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ হয়েছে আগামী ২৬ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম

চালের পর্যাপ্ত মজুদ আছে, মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই : খাদ্যমন্ত্রী

riceস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে, চালের মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই। অযৌক্তিকভাবে চালের দাম বৃদ্ধি করা হলে তা সহ্য করা হবে না।

আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চালকল মালিক এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে বছরে চালের চাহিদা প্রায় ২ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৭১০ মেট্রিক টন। বছরে চালের উৎপাদন প্রায় ৩ কোটি ৪৪লাখ মেট্রিক টন। এ মুহূর্তে সরকারের বিভিন্ন গুদামে খাদ্য মজুদ রয়েছে প্রায় ১৪ লক্ষ ৫২ হাজার ৭০৭ মেট্রিক টন। এর মধ্যে চাল ১১লক্ষ ১৩ হাজার ৩০৩ মেট্রিক টন।

তিনি বলেন, ধানের দাম বৃদ্ধি পায়নি, তাই চালের দাম বৃদ্ধি কোনোভাবেই মেনে নেয়া যাবে না। ধানের দাম বৃদ্ধি পেলে কৃষক কিছুটা লাভবান হতো কিন্তু তা হয়নি। খাদ্যমন্ত্রী বলেন, কৃষক লাভ পাবে না কিন্তু মধ্যস্বত্বভোগীরা সব লাভ নিয়ে যাবে সেটা চলতে দেয়া যাবে না।নি বলেন, ইতোমধ্যেই খাদ্য মন্ত্রণালয়ের অধীনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন টিম মাঠ পর্যায়ে চালের বাজার মনিটরিং করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার জানান, দেশের প্রতিটি বাজারে যে পরিমাণ চাল মজুদ আছে তাতে পরিবহন ধর্মঘট চললেও চালের দামের উপর কোন প্রভাব পড়বে না। যদি কেউ কারসাজি না করে।

সভায় অন্যান্যের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোছাম্মৎ নাজমানারা খানুম, বাংলাদেশ অটো মেজর এন্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ, বাংলাদেশ অটো রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ এবং খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহবান জানালেন অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বাংলাদেশের বিভিন্ন খাতে আরো তুর্কি বিনিয়োগের আহবান জানিয়েছেন।

আঙ্কারায় অনুষ্ঠিত বাংলাদেশ তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের প্রথম দিনের বৈঠকে তিনি এ আহবান জানান।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মন্ত্রী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি,বিজ্ঞান ও প্রযুক্তি,আইসিটি,জাহাজ নির্মাণ,নৌ পরিবহন,কৃষি,শিক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে তুরস্কের বিনিয়োগের আহবান জানান।

কামাল বিশেষ করে নগরায়ন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন,সাংস্কৃতিক ট্যুরিজম,মানব সম্পদ উন্নয়ন এবং বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের পাশাপাশি উন্নয়ন সহযোগিতায় এগিয়ে আসার জন্য তুরস্কের প্রতি আহবান জানিয়েছেন।

মন্ত্রী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

গতকাল শুরু হওয়া বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ ১৫টি খাত তুলে ধরা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মার্জিনধারীদের তথ্য চায় এসকে ট্রিমস

SK-Trims-স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি।

আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এই তালিকা কোম্পানির শেয়ার অফিস পাঠাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

৮ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার

Spot-Market-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি, আগামীকাল ২১ নভেম্বর বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা, প্রাইম টেক্সটাইল, এসকে ট্রিমস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোস ও নাভানা সিএনজি লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৪ নভেম্বর, রোববার। কোম্পানিগুলোর ২৫ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রূপালী ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

Rupali insস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি  লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এএ+’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ