দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকের মিশ্র অবস্থা দেখা গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ সামান্য বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৭ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৭৭ কোটি ১৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ০.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৩৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৫টির। আর দর অপরিবর্তিত আছে ৫৮টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ডাচ বাংলা ব্যাংক, ফরচুন সুজ, এশিয়া ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, গ্রামীণফোন লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৬০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৯ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে ডরিন পাওয়ার ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রগ্রেসিভ লাইফের তিনটি বাৎসরিক বোর্ড সভা ২৮ নভেম্বর

progoti lস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের তিনটি বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ নভেম্বর বেলা সাড়ে ৩টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর ২০১৬,২০১৭ ও ২০১৮ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য তিন বছরের লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত তিন বছর বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সিলকো ফার্মার এজিএমের দিন পরিবর্তন

Silco-logo-v-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি সিলকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ১২ ডিসেম্বর এই এজিএম আহবান করেছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি সার্ভিসেসের নো ডেভিডেন্ট ঘোষণা

bd serv-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩.৭৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদের দায় দাঁড়িয়েছে ২.০৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ২৬ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ