এডিএন টেলিকমের আবেদন ১১গুণ : লটারী বৃহস্পতিবার

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন চাহিদার চেয়ে ১১গুণের বেশি জমা পড়েছে। আজ বৃহস্পতিবার কোম্পানিটির আইপিও আবেদনের লটারি অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি জানায়, আইপিওতে চাহিদার বিপক্ষে মোট ১১.৬২ গুণ আবেদন করে বিনিয়োগকারীরা। তাই লটারির মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করবে তারা।

আবেদনের পরিমাণ দাড়িয়েছে মোট ৬৬০ কোটি ৯৯ লাখ টাকার। এর মধ্যে সাধারণ বিনিয়োকারীদের আবেদনের পরিমাণ ২২৫ কোটি, ক্ষতিগ্রস্থদের আবেদন ১৮ কোটি, বিদেশী বিনিয়োগকারীদের ১৭ কোটি এবং মিউচুয়াল ফান্ড ও প্রাতিষ্ঠানিক আবেদনের পরিমাণ ৩৯৯ কোটি টাকার উপরে।

এর আগে গত ৪ নভেম্বর এডিএন টেলিকমের আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়। যা গত ১১ নভেম্বর শেষ হয়েছে। চাহিদার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় লটারিতে বিজয়ীদের আইপিও শেয়ার প্রদান করা হবে।

আইপিও আবেদনের জন্য ১০০ শেয়ারের দর হিসাবে ২৭০০ টাকা করে জমা নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. স্কয়ার ফার্মা
  3. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  4. ফরচুন সুজ
  5. বেক্স ফার্মা
  6. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  7. স্টাইল ক্রাফট ফ্যাশন
  8. ডরিন পাওয়ার
  9. লংকা বাংলা ফাইন্যান্স
  10. সিটি ব্যাংক লিমিটেড।

সূচকের উত্থানে লেনদেনও সামান্য বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকের উত্থান দেখা গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৬০ কোটি ৩৬ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৩০ পয়েন্টে। আর ডিএসই সূচক ৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৪৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – লাফার্জ হোলসিম বিডি, স্কয়ার ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, বেক্স ফার্মা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্টাইল ক্রাফট ফ্যাশন, ডরিন পাওয়ার, লংকা বাংলা ফাইন্যান্স ও সিটি ব্যাংক লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৮০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে সিলকো ফার্মা ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

তুরস্ক থেকে আনা ৮০০ টন পিয়াজ খালাস হবে আজ

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত ৮০০ টন পিয়াজের একটি চালান আজ খালাস হওয়ার কথা রয়েছে। এসব পিয়াজের আমদানিতে খরচ পড়েছে কেজিপ্রতি প্রায় ৩৮ টাকা। অন্যান্য খরচসহ সরকারের সরবরাহ প্রতিষ্ঠান টিসিবিকে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ৪২ টাকা দরে এই পিয়াজ দেওয়া হবে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নিজস্ব দপ্তরে তিনি এসব তথ্য দেন। এসময় মহাপরিচালক বলেন, ‘আজ (গতকাল মঙ্গলবার) রাতে চট্টগ্রাম বন্দরে ৮০০ টন পিয়াজ খালাস হবে, যা টিসিবির কাছে ৪২ টাকা দরে বিক্রি করা হবে। এসব পিয়াজ সামান্য লাভে বিক্রি করা হবে।

তিনি জানান, সরকারের অনুরোধে দেশের বড়মাপের আমদানিকারকদের আমদানি করা পিয়াজ দু-এক দিনের মধ্যে দেশে এসে পৌঁছবে। এভাবে বাজার চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ পর্যায়ক্রমে দেশের বাজারে আসবে।

এছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে পিয়াজের বাজারদর স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দেন ড. সহিদুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/

নতুন মেশিন কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

paraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল কারখানার জন্য নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য কয়েকটি ডায়িং মেশিন কিনবে কোম্পানিটি। মেশিনগুলোর দাম পড়বে ৯.৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

কারখানার কার্যক্ষমতা বাড়াতে ও ক্রেতাদের চাহিদার জন্য এসব মেশিন কিনবে কোম্পানিটি।

এসব মেশিন কিনতে ব্যাংকিং সুবিধা দিবে পূবালী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

লিগ্যাসী ফুটওয়ারের শেয়ার প্রতি আয় কমেছে

legaciস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের লিগ্যাসী ফুটওয়ার লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা । যা আগের বছর একই সময় ছিল ১.৮১ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৯৯ টাকা , যা চলতি বছরের ৩০ জুন ছিল ১৭.৮০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

এমবি ফার্মার ৩০% লভ্যাংশ ঘোষণা

ambee..smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি এমবি ফার্মাসিটিউক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৪.০৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ হয়েছে আগামী ৩১ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম

ইটিপি না থাকায় ১৮ কারখানা বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

dyinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়া ও বুড়িগঙ্গা নদী দূষণের দায়ে রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ১৮টি কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

কতমতলী শিল্প এলাকায় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া অবৈধভাবে চলা কারখানাগুলোতে আগের দিনের অভিযানের বিষয়টি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাহী হাকিম মাকসুদুল ইসলাম ও কাজী তামজীদ আহমেদকে নিয়ে পরিবেশ অধিপ্তরের ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক রুবিনা ফেরদৌসী এ অভিযান পরিচালনা করেন।

বন্ধ কারখানাগুলো হলো- এ মজিদ অ্যান্ড সন্স ডাইং, কদমতলী ডাইং অ্যান্ড প্রিন্টিং, মাসুদ টেক্সটাইল, জেদ্দা ডাইং, সোনিয়া ডাইং অ্যান্ড প্রিন্টিং, আজিজ মেটাল, আলিফ মেটাল, মেসার্স অগ্রণী মোল্ডিং, এডেক্স কর্পোরেশন (অরবিট মেটাল ইন্ডা.), মেসার্স খান রেডিমিক্স, মতলব আয়রন, এসএস ইলেক্ট্রপ্লেটিং ওয়ার্কস, মোহাম্মদীয়া পাইপ, পারফেক্ট ওয়ার, এম কে ডাইং, রাফসান ডাইং, মিল্লাত ডাইং ও নিউ মিল্লাত মারুফ ডাইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তর থেকে নোটিস পেয়েও এসব ওয়াশিং ও ডায়িং কারখানার মালিকরা দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা বা ইটিপি নির্মাণের পদক্ষেপ নেয়নি। ফলে তারা তরল বর্জ্য ছেড়ে বুড়িগঙ্গা নদীর পানিকে ব্যবহারের অযোগ্য করে তুলেছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. সোহরাব আলী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রিজার্ভ ফোর্স ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

এক রিট আবেদনে হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে বুড়িগঙ্গা নদী দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালিয়ে আসছে।

স্টকমার্কেটবিডি.কম/

রিটার্ন জমা দেওয়ার সময় একদিন বাড়লো

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিটার্ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ নভেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন হলেও ১ ডিসেম্বর রিটার্ন জমা দেওয়া যাবে। সোমবার (২৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

এনবিআর বলছে, ৩০ নভেম্বর (শনিবার) ছুটির দিন হওয়ায় পরদিন ১ ডিসেম্বর রবিবার রিটার্ন জমা নেওয়া হবে। এ ব্যাপারে এনবিআরের সব সার্কেল অফিস ও কর কমিশনারদের একটি নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

নির্দেশনায় সেবার মনোভাব নিয়ে ১ ডিসেম্বর করদাতাদের কাছ থেকে রিটার্ন জমা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালন করার জন্য প্রত্যেক সার্কেল অফিস ও কর কমিশনারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী আগামী ১ ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। তবে, উপ কর-কমিশনারের কাছে সময় বাড়ানোর আবেদন করাসহ জরিমানা দিয়ে রিটার্ন জমা দেওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকার আশপাশের ইটভাটা বন্ধের নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিবেশ দূষণ রোধে আগামী ১৫ দিনের মধ্যে ঢাকার আশপাশের সব ইটভাটা বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের অবৈধ ইটভাটাগুলো ১৫ দিনের মধ্যে বন্ধ করতে হবে। এসব ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত (২১ জানুয়ারি) প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২৭ জানুয়ারি একটি রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে পরের দিন ২৮ জানুয়ারি আদালত রুলসহ ঢাকা মহানগরীতে ‘ধুলাবালিপ্রবণ’ এলাকাগুলোতে সকাল ও বিকালে দুইবার পানি ছিটাতে ঢাকার দুই সিটিকে নির্দেশ দেন আদালত।

পরে পানি ছিটানো হয়েছে কি-না, সে বিষয়ে ব্যাখ্যা জানতে দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলবও করেন হাইকোর্ট।
এরপর গত ৫ মে তাদেরকে আদালতে ভর্ৎসনাও করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/