মিরপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

210339Agun_kalerkantho_picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। কি কারণে এই আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

স্টকমার্কেটবিডি. কম/

পেঁয়াজের দাম কবে কমবে বলতে পারছেন না বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেঁয়াজের দাম কবে কমবে তা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে তিনি পেঁয়াজের ব্যবহার কমানোর চেষ্টা করার পরামর্শ দিয়েছেন। মন্ত্রীর মতে, সমস্যা সমাধানের একটাই পথ, দেশি উৎপাদন বাড়ানো।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে টিপু মুনশি এ পরামর্শ দেন।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ওই কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, পণ্যের দাম বাড়লেও দোষ, কমলেও দোষ। বাড়লে লেখালেখি হয়। আর কমলে লেখা হয় কৃষক দাম পাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, পেঁয়াজের সংকট সাময়িক। তাঁর দৃঢ় বিশ্বাস দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। তিনি বলেন, সিন্ডিকেট বলে কিছু নেই। ব্যবসায়ীরা সরকারের বন্ধু। ধর, পাকড়, জোর জবরদস্তি করে বাজার নিয়ন্ত্রণ করা যায় না।

পেঁয়াজের দাম কবে নাগাদ কমবে এমন প্রশ্নে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কবে কমবে তা পূর্বানুমান করা সম্ভব নয়। মিশর, উসবেকিস্তান থেকে পেঁয়াজ আমদানী করা হলে খরচ পড়বে ৪০–৪৫ টাকা। সে জায়গায় যেতে সময় লাগবে। কারণ নতুন বাজারে যাওয়া, আর মিশরে পেঁয়াজের দাম নগদে দিতে হয়। সমস্যা সমাধানের একটাই পথ, দেশি উৎপাদন বাড়ানো। উৎপাদন বাড়াতে হলে কৃষকেরা যাতে ন্যায্য দাম পায় তা দেখতে হবে। দেশি পেঁয়াজ ওঠলে এবং দাম পেতে শুরু করলে আমদানি কমিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ডিসেম্বরের শেষে বা মাঝামাঝি সময়ে দেশি পেঁয়াজ বাজারে আসবে। মিশর থেকেও যদি পুরোদমে চালান ঠিক থাকে এবং তাদের দাম না বাড়ে তাহলে দাম কমবে বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রী তাঁর রান্নায় পেঁয়াজ ব্যবহার করছেন না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বাণিজ্যমন্ত্রীর পরিবারের রান্নায় পেঁয়াজ ব্যবহার করা হয় কি না, তা জানতে চান একজন সাংবাদিক। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, একটা কথা বলি, ‘মাননীয় প্রধানমন্ত্রী কোনো পরিপ্রেক্ষিতে বলেছেন সেটা আমার জানা নাই। আমাদের পরিবারে চেষ্টা করি, সবাইকে বলব ট্রাই টু ইউজ লেস।’

তোফায়েল আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন, সেলিম আলতাফ এবং সুলতানা নাদিরা বৈঠকে অংশ নেন। এ ছাড়া বাণিজ্য সচিব জাফর উদ্দিন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নূর-উর-রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে : সাফা প্রেসিডেন্ট

CMA_Raoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়া অঞ্চলের হিসাববিদদের সংগঠন সাফার প্রেসিডেন্ট জগণ মোহন রাও।

সাফার প্রেসিডেন্ট বলেছেন, ভারত ও চীনের মতো বাংলাদেশ একটি প্রতিশ্রুতিশীল অর্থনীতির দেশ। বিশাল অভ্যন্তরীণ বাজার, তুলনামূলক সস্তা শ্রম, সমৃদ্ধ বন্দর, দীর্ঘমেয়াদি করছাড়, এক শ’র বেশি অর্থনৈতিক অঞ্চল গঠন এবং আঞ্চলিক বাজারগুলোতে সহজে প্রবেশাধিকারের কারণে বাংলাদেশে বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে।

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত বিদেশি বিনিয়োগ ও করপোরেট সুশাসন শীর্ষক সংবাদ সম্মেলনে সাফার প্রেসিডেন্ট জগণ মোহন রাও বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ নিয়ে এসব কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আজ রোববার সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সরকারি-বেসরকারি অংশীদারত্বে বড় বড় প্রকল্পে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ আছে বলে মন্তব্য করেন সাফা সভাপতি। তিনি আরও বলেন, দেশের মোট পণ্য রপ্তানির ৮০ শতাংশ আয় তৈরি পোশাক খাত থেকে আসে। পোশাকের পাশাপাশি রপ্তানিতে পণ্য বহুমুখীকরণের তাগিদ দেন তিনি।

আইসিএবির সভাপতি এ এফ নেছারউদ্দিন বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার বিভিন্ন প্রণোদনা প্রদান করছে। যেমন বিনিয়োগকারীরা মুনাফা ও মূলধন ফিরিয়ে নিতে পারেন। তিনি আরও বলেন, বড় ধরনের প্রযুক্তিভিত্তিক শিল্প স্থাপনের জন্য বাংলাদেশ প্রস্তুত। তাই বিনিয়োগের এখনই উপযুক্ত সময়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইসিএবির পর্ষদ সদস্য মো. হ‌ুমায়ূন কবিরসহ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে আগত প্রতিনিধিরা। ঢাকায় সাফার আন্তর্জাতিক সম্মেলন হওয়ার পর আইসিএবি এ সংবাদ সম্মেলন করল।

স্টকমার্কেটবিডি.কম;

নভেম্বরে মিয়ানমার থেকে এসেছে ২১,৫৬০ মেট্রিক টন পিয়াজ

521219c027d95-onionস্টকমার্কেটবিডি ডেস্ক :

মিয়ানমার থেকে স্থানীয় ব্যবসায়ীরা পিয়াজ আমদানি অব্যাহত রেখেছেন। চলতি বছরের নভেম্বর মাসে ২৪ দফায় মিয়ানমার থেকে নৌপথে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পিয়াজ আমদানি করা হয়েছে। এরআগে অক্টোবর মাসে পিয়াজ আমদানি হয়েছিল ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন। এ ছাড়া সেপ্টেম্বর ও আগস্ট মাসে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন ও ৮৪ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছিল।

শনিবার বিকেল পর্যন্ত ৭ জন ব্যবসায়ীর কাছে ১১টি ট্রলারে করে ৮৯২টন পিয়াজ টেকনাফ স্থলবন্দরের এসেছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন।

তিনি বলেন, ভারত ২৯ সেপ্টেম্বর থেকে পিয়াজ রফতানি বন্ধ করে দেন।

এরপর ৩০ সেপ্টেম্বর প্রথম মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০টন পিয়াজ আসে। এরপর থেকে শনিবার বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে ৪৩ হাজার ৪৬ টন পিয়াজ আমদানি করা হয়েছে। সাত ব্যবসায়ী নূর মোহাম্মদ আবু আহমদ, আব্দুল জব্বার, যদু দাশ, মোঃ সেলিম, কামরুজ্জামান ও এহতেশামূল হক বাহাদুরের পিয়াজ স্থলবন্দরের আসে। এসব পিয়াজ খালাস করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশের মতো বেশি সুদ বিশ্বের কোথাও নেই : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের অন্যতম চ্যালেঞ্জ নন-পারফর্মিং লোন (এনপিএল-ঋণখেলাপি)। আমি বলেছিলাম ঋণখেলাপি বাড়বে না, বরং সামনে ধীরে ধীরে এর হার কমবে। কিন্তু আপনারা বলছেন এনপিএল বাড়ছে। এনপিএল বাড়ার মূল কারণ সুদের হার। বাংলাদেশের মতো এত বেশি সুদ বিশ্বের আর কোথাও নেই।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ বাড়ছে এটা সত্য, কিন্তু কেন বাড়লো তাহলে এটা বলবো অসত্য। সুদের হার বাড়লে খেলাপি ঋণ বাড়বেই। ১৪ থেকে ১৫ শতাংশ সুদহার হলে এটা দিয়ে ঋণ গ্রহীতারা কুলাতে পারে না। সুতরাং সুদহার নয় শতাংশ হলে এনপিএল বাড়বে না। আশা করি ১০ বছর পরে আমাদের ব্যালেন্স শিট পরিষ্কার হবে।

তিনি বলেন, আমরা একটি জায়গায় শক্তিশালী ভূমিকা রাখতে পারিনি, সেটা হচ্ছে এনপিএল। এনপিএল বাড়ার একটি কারণ হলো আমাদের সুদহার অনেক বেশি। আমাদের মতো এত ‘হাই ইন্টারেস্ট রেট’ পৃথিবীর আর কোনো দেশে নেই। এনপিএল কমাতো পৃথিবীর অন্য দেশের মতো সুদহার কমাতে হবে। আমরা সবাই বসেছিলাম কীভাবে সুদহার কমানো যায় অথবা কমপিটিটিভ একটা এনভায়রনমেন্টে আনা যায়। সবাই আমরা একবাক্যে স্বীকার করেছি যে, সুদহার কমাতেই হবে। সুদহার সিঙ্গেল ডিজিটে আনতে হবে। সুদহার সিঙ্গেল ডিজিটে আনলে আমাদের এনপিএল অনেক কমে যাবে। সুদহার কমলে আমাদের সঙ্গে বিদেশিরা ব্যবসা করে শান্তি পাবে, কোনো প্রশ্ন করবে না। বিদেশিরা আমাদের এলসিগুলো গ্রহণ করবে।

এসময় অর্থমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বাড়িভাড়া নির্ধারণ সম্পর্কিত ধারার বৈধতা নিয়ে রুল

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের ভাড়া নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত ধারাটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে আজ রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটে সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি মো. সোহরাওয়ারদী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন এই আদেশ দেন।

পাশাপাশি ওয়ার্ড বেসিসে রেন্ট কন্ট্রোলার নিয়োগ, ভাড়ার আদর্শ মান নির্ধারণ ও সুপারিশের জন্য একটি কমিশন গঠনের কেন নির্দেশ দেয়া হবে না-রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৫ ধারা চ্যালেঞ্জ করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সম্পূরক আবেদনটি করে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

এডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৫ ধারায় বাড়িভাড়া নির্ধারণ পদ্ধতি বলা আছে। এ অনুসারে বর্তমানে ৩০ হাজার টাকার বাড়িভাড়া ৯০ হাজার টাকা হয়ে দাঁড়ায়। যা বাস্তবসম্মত নয়। শুনানি নিয়ে আদালত রুল দেন।
চার সপ্তাহের মধ্যে আইন সচিব, ভূমিসচিব, দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

তাকাফুল ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় পরিবর্তন

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান ও রেজিস্টার্ড কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

সূত্র জানায়, বিমাটির প্রধান অফিস রাজধানীর ফকিরাপুলে মনির টাওয়ার নামে এক ভবনে স্থানান্তর করা হয়েছে।

এর আগে কোম্পানির প্রধান কার্যালয় ছিল দিলকাশায় একটি ভবনে।

১ ডিসেম্বর থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

ফ্যামিলি টেক্সটাইলের বাৎসরিক বোর্ড সভা ৪ ডিসেম্বর

familyস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৪ ডিসেম্বর বেলা ৪টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. ফরচুন সুজ
  3. ইউনাইটেড ফাইন্যান্স
  4. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. ডাচ বাংলা ব্যাংক
  7. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  8. বীকন ফার্মা
  9. প্রিমিয়ার ব্যাংক
  10. বেক্সিমকো লিমিটেড।

প্রথমদিনে বড় উত্থানে শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও উত্থান দেখা গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক অনেকটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২১ কোটি ৬৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৩০ কোটি ২০ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে। আর ডিএসই সূচক ৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৭৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৬৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫০টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – লাফার্জ হোলসিম বিডি, ফরচুন সুজ, ইউনাইটেড ফাইন্যান্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লংকা বাংলা ফাইন্যান্স, ডাচ বাংলা ব্যাংক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বীকন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৬০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি টাকা। গত বৃহস্পতিসিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে লাফার্জ হোলসিম বিডি ও সায়হাম টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড