ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের প্রধান অফিস পরিবর্তন

FIRSTSBANKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেডের হেড অফিস পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, ব্যাংকটির হেড অফিস রাজধানীর গুলশানে ১ নং সেম্করে রেঙ্গস বিডি সেন্টার নামে এক ভবনে স্থানান্তর করা হয়েছে।

এখন হতে সকলকে এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দেশে প্রথমবারের মতো জাতীয় বস্ত্র দিবস

Cloths-Dayস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বস্ত্রখাতের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত অংশগ্রহণে আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) দেশে প্রথমবারের মত “জাতীয় বস্ত্র দিবস-২০১৯” পালিত হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

জাতীয় বস্ত্র দিবস-২০১৯ উপলক্ষে আগামীকাল জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। কাল রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্রখাতের সকল অংশীজনের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হবে।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়াসহ বস্ত্রখাতের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজন এ র‌্যালিতে অংশগ্রহণে করবেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস হিসেবে পালনের প্রস্তাব মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে। দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের ‘খ’ ক্রমিকে তা অর্ন্তভূক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও আগামী বছরের ৯ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি), বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এ অনুষ্টানে বস্ত্র দিবসের গুরুত্ব এবং বস্ত্র সংক্রান্ত বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরীতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে ।

স্টকমার্কেটবিডি.কম/

কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন: বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে। এই মন্ত্রীত্ব কাজ করার জন্য।’

বাজারের পেঁয়াজের ঘাটতি এ চড়া দামের মধ্যে কথাগুলো বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে ব্যবসায়ীদের করণীয় নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটি রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার এ সভার আয়োজন করে। এতে বাণিজ্যমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ, শিল্প-বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্যসচিব আবদুছ সাত্তারসহ এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক, বিভিন্ন পণ্যের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে অল্প সময়ের মধ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ তুলে ধরেন। তিনি বলেন, বছরের শেষ দিকে প্রতি মাসে ১ লাখ টন পেঁয়াজ আসে। ভারত বন্ধ করে দেওয়ায় এসেছে ২৫ হাজার টন করে। মিয়ানমার থেকে পেঁয়াজ আসত। সেখানে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। এ অঞ্চলে সব দেশেই পেঁয়াজের দাম চড়া।
পেঁয়াজের বাজার সামাল দিতে নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির জন্য ব্যবসায়ীদের অনুরোধ বড় করার পর তারা উদ্যোগী হয়। প্রধানমন্ত্রী নিজে এস আলমের প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন।’

স্টকমার্কেটবিডি.কম/

দোকান কর্মচারীরা সপ্তাহে দেড় দিন ছুটি চান

images স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দোকান কর্মচারীরা সপ্তাহে দেড় দিন ছুটিসহ ১০ দফা দাবি জানিয়েছেন। তাদের অন্যান্য দাবির মধ্যে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, হাজিরা খাতা ও সার্ভিস বুক চালু, বছরে দুইটি উৎসব ভাতা, ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ, মজুরি বোর্ড গঠন, সার্ভিস বেনিফিট, দৈনিক ৮ ঘণ্টার অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম, কর্মক্ষেত্রে আহত ও নিহত হলে ক্ষতিপূরণ প্রদান উল্লেখযোগ্য।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে দোকান কর্মচারী আছেন। সারা দেশে দোকান, শপিংমল, চেইনশপ, ডিপার্টমেন্টাল স্টোর, রিটেইল শপ, পাইকারি, ইলেকট্রিক্যাল দোকান, সেলুন, বিউটি পারলার এবং ওষুধের দোকানে প্রায় ৬০ লাখ দোকান কর্মচারী কর্মরত আছেন।

আমিরুল হক আমিন বলেন, আইন অনুসারে সরকারি কর্মচারীদের সাপ্তাহিক ছুটি দুই দিন, বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ছুটি ১ দিন এবং দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটি দেড় দিন। তবে দুর্ভাগ্যের বিষয়, দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটি দেড় দিন তো দূরের কথা অধিকাংশ ক্ষেত্রে ১ দিনও ছুটি দেওয়া হয় না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হজরত আলী মোল্লা, জাহাঙ্গীর আলম, আবদুল গনি মিয়া, আবদুল খালেক, কামরুল হাসান, নাসিমা আক্তার, ইসরাত জাহান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

ডাচ বাংলা ব্যাংকের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, ব্যাংকটির রেজিস্টার্ড অফিস রাজধানীর মতিঝিলের ৪৭ নম্বর ভবনে স্থানান্তর করা হয়েছে।

১ ডিসেম্বর হতে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আরসিবিসির জরিমানার ২০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ

bbস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ ব্যাংকের গচ্ছিত অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) জরিমানা করা ২০ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের সভায় (এফওসি) এই অর্থের দাবি করা হয়। সভা শেষে পররাষ্ট্র সচিব (এশিয়া প্যাসিফিক) মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব (এশিয়া প্যাসিফিক) মাসুদ বিন মোমেন।

আর ফিলিপাইনের পক্ষে দেশটির সচিব পর্যায়ের কর্মকর্তা মেনার্ডো এলভি মন্টিলেগরি নেতৃত্ব দেন।

সভা শেষে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, এফওসিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে ফিলিপাইনের সঙ্গে আলোচনা হয়েছে। রিজার্ভ চুরির ঘটনায় আমরা ফিলিপাইনের কাছে দোষীদের পরিচয় ও আর্থিক তথ্য জানতে চেয়েছি। এ নিয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) জরিমানা করা ২০ মিলিয়ন মার্কিন ডলার আমরা চেয়েছি। আমরা বলেছি কিছু টাকা আমাদের দেওয়া যেতে পারে। তবে ওদের যুক্তি অন্যরকম আছে। এছাড়া রিজার্ভ চুরির কিছু অর্থের হদিস এখনো বের করা যায়নি। তবে আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি।

মাসুদ বিন মোমেন বলেন, আরসিবিসিকে জরিমানা করা অর্থের বিষয়ে ওরা (ফিলিপাইন) বলেছে, আরসিবিসিকে ওদের আইন অনুযায়ী জরিমানা করেছে। তবে আমরা বলেছি, এই জরিমানা বাংলাদেশ ব্যাংকের কানেকশনে করা হয়েছে। সে কারণে এই অর্থ আমাদের দেওয়া যেতে পারে।

২০১৫ সালে দুই দেশের মধ্যে এফওসি আয়োজনের জন্য একটি সমঝোতা সই হয়। সে অনুযায়ী গতবছর ম্যানিলায় প্রথমবারের মতো এফওসি অনুষ্ঠিত হয়। এবার ঢাকায় দ্বিতীয় এফওসি অনুষ্ঠিত হলো। সূত্র : বাংলানিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

alif-Industryস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ আজিজুল ইসলাম নামে কোম্পানিটির এ পরিচালক ৮ লাখ ৪১ হাজার ৭০০ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। তার হাতে মোট ১ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৭৩৪টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

 

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  3. স্টাইল ক্রাফট
  4. ডাচ বাংলা ব্যাংক
  5. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  6. ইউনাইটেড ফাইন্যান্স
  7. ফরচুন সুজ
  8. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  9. পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
  10. এসকে ট্রিমস লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৮২ কোটি ৪৭ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৭ পয়েন্টে। আর ডিএসই সূচক ৭.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৬০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬১৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৯টির। আর দর অপরিবর্তিত আছে ৩২ টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – লাফার্জ হোলসিম বিডি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট, ডাচ বাংলা ব্যাংক, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ফাইন্যান্স, ফরচুন সুজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩২১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ১৯ লাখ টাকা। গতকাল সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৯ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রগেসিভ ইন্স্যুরেন্সের ২০১৮ সালে ১২% লভ্যাংশ ঘোষণা

progresiveস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ নো লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি ।

স্টকমার্কেটবিডি.কম/