৫০ টাকার নতুন নোট ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক

50 tkস্টকর্মাকেটবিডি প্রতিবেদক :

বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

শাহজালাল বিমান বন্দরে বন্ধ থাকছে ফ্লাইট ওঠানামা

Bimanস্টকর্মাকেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ বিমানবাহিনীর মহড়ার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকছে।

মঙ্গলবার বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের আয়োজনের জন্য বুধবার বিমানবাহিনীর মহড়া হবে দুই ঘণ্টা। সে জন্য এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

 

ইমাম বাটনের এজিএমের দিন পরিবর্তন

imamস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইমাম বাটন লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২৮ ডিসেম্বর এই ২৫তম এজিএম আহবান করেছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিন সাইন টেক্সটাইলের লেনদেন শুরু আগামীকাল

Ring-shine-696x372স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি রিন সাইন টেক্সটাইল  লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল থেকে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে ১২ ডিসেম্বর  থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “RINGSHINE” এবং ডিএসইতে কোম্পানি কোড- ১৭৪৮৩ নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম