ফান্ডের শেয়ার বিক্রি করবে ফারমার্স ব্যাংক সিকিউরিটিজ

sellস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এসইএমএল ফারমার্স ব্যাংক গ্রোথ ফান্ডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফারমার্স ব্যাংক সিকিউরিটিজ নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ৫ লাখ শেয়ার বিক্রয় করবে। তাদের হাতে মোট ২.৬৫ কোটি ইউনিট শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. স্কয়ার ফার্মা
  2. বিকন ফার্মা
  3. বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
  4. রিন সাইন টেক্সটাইল
  5. স্ট্যান্ডার্ড সিরামিকস
  6. জেনেক্স ইনফোসিস
  7. মার্কেন্টাইল ইন্স্যুরেন্স
  8. এসএস স্টিলস
  9. কর্ণফুলি ইন্স্যুরেন্স
  10. ন্যাশনাল টিউবস লিমিটেড।

ডিএসইতে ২৫৪ ও সিএসইতে ১২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৪ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ২৮১ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১৭ পয়েন্টে। আর ডিএসই সূচক ৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৬টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – স্কয়ার ফার্মা, বিকন ফার্মা,বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিন সাইন টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিকস, জেনেক্স ইনফোসিস, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এসএস স্টিলস, কর্ণফুলি ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৪০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে উত্তরা ব্যাংক ও কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিলভা ফার্মার বোনাস বিওতে জমা

Silvaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি সিলভা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল ১৭ ডিসেম্বর  এ কোম্পানির বোনাস শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে এ বিষয়ে কোম্পানি থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুন শেষ হওয়া জুন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি তার বিনিয়োগকারিদের জন্য ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ  বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/

এস আলম কোল্ডের ঋণমান ‘এ+’ ও ‘এসটি-৩’

s alomস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রি রোলিং স্টিল মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘এ+’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই বছরে কোম্পানিটির দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘এসটি-৩’।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি বছরের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় হাইকোর্টের রুল

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে সারা দেশে প্লাস্টিকমুক্ত পর্যটন নিশ্চিত করতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা-ও জানতে চেয়েছেন আদালত। পর্যটন সচিব, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জুলহাস উদ্দীন আহমেদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ। ফেসবুকভিত্তিক ট্রাভেলার্স অব বাংলাদেশ নামের একটি গ্রুপের সংগঠক মুহাম্মদ আবদুল্লাহ রিট আবেদনটি করেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

বাটা সু’র ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

logo-bataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৯ সালের তৃতীয় প্রান্তিকের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪.০৬ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৬০.৬৭ টাকা।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/