ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০০ কোটি ৭৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩০৫ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ২.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫১২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৫টির। আর দর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, ড্যাফোডিল কম্পিউটারস, প্রাইম ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, রিন সাইন টেক্সটাইল, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ ও আনলিমা ইয়ার্ণ লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৮৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ১০ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডিএসইতে পরিচালক নির্বাচন চলছে

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা বোর্ডের নির্বাচন চলছে।ডিএসইর পরিচালনা বোর্ডের সব সদস্যদের উপস্থিতিতে এই ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শেষ হবে বিকাল সাড়ে ৩টায়।

আজ রবিবার সকাল ১০টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে।

জানা গেছে, এই নির্বাচনে প্রতিষ্ঠানটির দু’জন শেয়ারহোল্ডার-পরিচালক নির্বাচন করা হবে।

উল্লেখ, কিছুদিনের মধ্যে দু’জন শেয়ারহোল্ডার পরিচালকের পদ শূন্য হবে। বিধি অনুসারে যে দু’জন পরিচালক অবসর নেবেন তারা হচ্ছেন-এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান এবং র‍্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভুঁইয়া।

নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদ।

স্টকমার্কেটবিডি.কম/আ

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে এসআইবিএল

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলাসী ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই মুদারাবা প্রাপারেন্টচুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটি সাধারণ শেয়ারহোল্ডারদের এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

প্রাইম টেক্সটাইল স্পিনিং বি ক্যাটাগরিতে

primস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল  স্পিনিং মিলস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

জাহিন স্পিনিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি