সিনো বাংলার এজিএমের দিন পরিবর্তন

sinoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পিছানো হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ৩০ জানুয়ারি এই এজিএম করার সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিলভা ফার্মা ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন

Silvaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিটিউক্যালস লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। আগামীকাল ২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ও ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

এসএস স্টিলস লভ্যাংশ পরিবর্তনের সিদ্ধান্ত

ss steelস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এসএস স্টিলস লিমিটেডের ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি গত বছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ঘোষিত লভ্যাংশটি ছিল ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ। যা পরিবর্তন করেছে কোম্পানিটি।

গতকাল অনুষ্ঠিত কোম্পানির এজিএমে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত অনুমোদন করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/