প্রাইম টেক্সটাইল স্পিনিংয়ের সম্পদ পুন:মূল্যায়ন

primস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ফিক্সড অ্যাসেট পুর্নমূল্যায়ন করেছে। সোমবার ডিএসই ‍সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির ফিক্সড অ্যাসেট ভ্যালু ৪০ কোটি ৯২ হাজার ৭৩৪ টাকা ছিল। যা চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কোম্পানিটির সম্পদের এই পুর্নমূল্যায়ন করে আইএইচএস ইনসপেকশ সার্ভিসেস (বিডি) লিমিটেড।

সম্পদ পূন:মূল্যায়নের পর সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ১৩৯ কোটি ৫০ লাখ টাকা।

যা কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর,২০১৯) আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি ।

স্টকমার্কেটবিডি.কম/

এডিএন টেলিকমের লেনদেন ৪০.৫০ টাকায়

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে এডিএন টেলিকম  লিমিটেডের শেয়ার লেনদেন আজ সোমবার হতে শুরু হয়েছে। প্রথম দিনের শুরুতেই শেয়ারটি সর্বোচ্চ ৪০. ৫০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এদিন বেলা ১০ টা ৩০ মিনিটে এই শেয়ার লেনদেন শুরু হয়। বেলা ১১ টা ০৫ মিনিট পর্যন্ত ডিএসইতে এই শেয়ার সর্বোচ্চ ৪০.৫০ টাকায় লেনদেন হয়। এসময় পর্যন্ত শেয়ারটি ৪০.৫০ টাকাতেই লেনদেন হয়।

এর আগেই বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/