1. এডিএন টেলিকম
  2. লাফার্জ হোলসিম সিমেন্ট
  3. ব্র্যাক ব্যাংক
  4. খুলনা পাওয়ার কোম্পানি
  5. স্ট্যান্ডার্ড সিরামিকস
  6. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স,
  7. এসএস স্টিলস
  8. মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক
  9. পূবালী ব্যাংক
  10. সিটি ব্যাংক লিমিটেড।

দিনশেষে সূচক ও লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সূচকও অনেকটা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৭কোটি ৭৪ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৩৭৫ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৮১ পয়েন্টে। আর ডিএসই সূচক ১০.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৩৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – এডিএন টেলিকম, লাফার্জ হোলসিম সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, স্ট্যান্ডার্ড সিরামিকস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এসএস স্টিলস, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, পূবালী ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৬ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে এডিএন টেলিকম ও লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এ্যাপেক্স ফুডস ও এ্যাপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ প্রেরণ

dividendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুডস ও এ্যাপেক্স স্পিনিং মিলস লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে । মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি  গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/এম

অথরাইজড মূলধন বাড়াবে আনোয়ার গ্যালভানাইজিং

Anwar-Galva-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং  লিমিটেড ৩০ কোটি টাকার অথোরাইজড মূলধন বৃদ্ধি করবে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির অথোরাইজড মূলধন ৩০ কোটি টাকা বাড়িয়ে মোট ৫০ কোটি টাকা করতে চায়। বর্তমানে এই মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা রয়েছে।

বিশেষ সাধারণ সভায় (ইজিএম) মূলধন বাজানোর বিষয়টিকে শেয়ারহোল্ডারদের  অনুমোদন স্বাপেক্ষে এই মূলধন বাড়াবে কোম্পানিটি ।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেফার্ড ইন্ডাস্ট্রিজের বোনাস বিওতে জমা

shepard-300x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল ৬ জানুয়ারি এ কোম্পানির বোনাস শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে এ বিষয়ে কোম্পানি থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুন শেষ হওয়া জুন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি তার বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ  বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/