গ্রামীণফোনে প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের (জিপি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন ইয়াসির আজমান। গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ইয়াসির আজমানকে ১ ফেব্রুয়ারি থেকে সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। তিনিই গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও।

সিইও হিসেবে নিযুক্ত হওয়ার আগে আজমান ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ও ২০১৭ সালের মে থেকে উপপ্রধান নির্বাহী বা ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে আজমান টেলিনর গ্রুপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আজমান বর্তমান সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন। মাইকেল আফ্রিকায় তাঁর পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ খবর জানিয়েছে। এতে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেটার বি ফারবার্গকে উদ্ধৃত করে বলা হয়, ‘ইয়াসির আজমান গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেই আজকের অবস্থানে এসেছেন। আমি অনেক আনন্দিত যে আজমান আমাদের বাংলাদেশের কার্যক্রমের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। আমি বিশ্বাস করি, আজমান সিইও হিসেবেও তার নতুন চ্যালেঞ্জে সফল হবেন।’

মাইকেল ফোলি ২০১৭ সালে মে মাস থেকে গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের আগে টেলিনর পাকিস্তান ও বুলগেরিয়ার সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেয়ে আমি অনেক আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘আমি আমাদের ৭ কোটি ৫০ লাখ গ্রাহকের আস্থাকে সম্মান জানাই। সেই সঙ্গে আমাদের উদ্ভাবনী প্রযুক্তি আর সেবার মাধ্যমে তাদের আরও উন্নত সেবা দিয়ে যেতে চাই।’

স্টকমার্কেটবিডি.কম/আর

পোশাক খাতকে ছাড়িয়ে যাবে আইটি আয় : জয়

Sajib_joy-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের তথ্য প্রযুক্তি (আইটি) ও প্রযুক্তি খাতটি খুব দ্রুত সম্প্রসারিত হওয়ায় এই খাতের আয় খুব অল্প সময়ের মধ্যেই গার্মেন্টস খাতের আয়কে ছাড়িয়ে যাবে।

রাজধানীর বিআইসিসি হলে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জয় বলেন, আজ অফিসিয়াল রেকর্ড অনুযায়ী আইটি খাতে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আমি বিশ্বাস করি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রযুক্তি খাতের রপ্তানি গার্মেন্টস খাতকে অতিক্রম করবে।

তিনি বলেন, অধিকাংশ আইটি সেবা ইন্টারনেট ভিত্তিক ও ইন্টারনেটের মাধ্যমেই এ খাতে রপ্তানি হচ্ছে। তাই প্রকৃতপক্ষে কি পরিমাণ রপ্তানি হচ্ছে তা জানা সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি যে আইটি খাত থেকে ইন্টারনেটের মাধ্যমে আনঅফিসিয়ালি অন্তত আরো ১০০ থেকে ২০০ কোটি মার্কিন ডলার রপ্তানি হচ্ছে। কিন্তু তা জানা যাচ্ছে না। তাই আমাদের আইটি সেবা গার্মেন্টস শিল্পের রপ্তানি আয়কে ছড়িয়ে যাওয়ার পথেই এগুচ্ছে।

জয় আশা প্রকাশ করে বলেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের দেশেও ৫জি প্রযুক্তি চালু হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একেএম রহমত উল্লাহ্, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লি. এর সিইও ঝাং ঝেংজুন এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব নূর-উর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/আর

আগামীতে পেঁয়াজের মূল্য আরো কমবে : কৃষিমন্ত্রী

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামীতে পেঁয়াজের মূল্য আরো কমবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ভারত পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সরকারও পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রণোদনাসহ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ফলে বাজারে পেঁয়াজের মূল্য কমতে শুরু করেছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার।
জবাবে মন্ত্রী আরো বলেন, এই মুহূর্তে পেঁয়াজের দাম বেশি। আমরা দেখেছি ভারত পেঁয়াজ রপ্তারিন ওপর নিষেধজ্ঞা তুলে নিয়েছে। দেশেও পেঁয়াজের মৌসুম শুরু হয়েছে। অন্যান্য দেশেও মৌসুম শুরু হবে। তাই কোনো ক্রমেই পেঁয়াজের দাম ১১০ টাকা থাকবে না। আমি খুবই আশাবাদি পিয়াজের দাম কমে আসবে।

আওযামী লীগের সদস্য এম আব্দুল লতিফের সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সারাদেশে পেঁয়াজ নিয়ে নানা রকম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছিলো। এখন স্থিতিশীল পর্যায়ে এসেছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়, তবে আগামীতে পেঁয়াজ নিয়ে কোনো সঙ্কট সৃষ্টি হবে না। যদি আমদানি করতেই হয়, তবে আগে থেকেই আমদানির ব্যবস্থা করা হবে। কৃষকরা যাতে পেঁয়াজের উৎপাদনের ন্যায্য মূল্যে পায়, স্থানীয় পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো জানান, দেশে ২৩ থেকে ২৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়, কিন্তু চাহিদা রয়েছে ৩০ থেকে ৩২ লাখ মেট্রিক টন। অবশিষ্ট চাহিদা পূরণে পেঁয়াজ আমদানি করা হয়। গত মৌসুমের শুরুতে অধিক বৃষ্টিপাতের কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যায়, ফলে অধিক ঘাটতির সৃষ্টি হয়। এর ওপর পাশ্ববর্তী দেশ ভারত হঠাৎ করে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারির কারণে দেশে হু হু করে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, আমরা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সরকার থেকে দ্রুত চীন, মিশরসহ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের বিষয়টি সরকার এবার গুরুত্ব সহকারে নিয়েছে। মাঠ পর্যায়ে বিভিন্ন দিক-নির্দেশনা ও প্রণোদনা দেওয়া হয়েছে। অতীতের তুলনায় এবার অধিকহারে পেঁয়াজ উৎপাদন হবে।

স্টকমার্কেটবিডি.কম/

শিগগিরই বাংলাদেশ থেকে টাকা ছাড় কর্মী নেয়ার চুক্তি : মালয়েশিয়া

labourস্টকমার্কেটবিডি ডেস্ক :

শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের জন্য শূন্য-ব্যয়ের নিয়োগ চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। গতকাল দি মালয়েশিয়ান রিজার্ভ’র এক প্রতিবেদনেও এমন এক তথ্য প্রকাশিত হয়েছে।

মালয়শিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান বলেছেন, শিগগিরই শূন্য-ব্যয় নিয়োগের চুক্তিতে থাকা বাকি ইস্যুগুলোর জন্য মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে পাঠাচ্ছি। প্রায় সমস্ত বিষয় নিষ্পত্তি হয়ে গেছে এবং আমরা এটি চূড়ান্ত করার খুব কাছাকাছি এসেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বলেছে যে তারা নেপালের সঙ্গে যেভাবে চুক্তিতে পৌঁছেছে ঠিক তার মতো যথাযথ সম্মতি ছাড়া শ্রমিক প্রেরণ করবে না এবং প্রয়োজনীয় বিধানের যথাযথ সম্মতি থাকতে হবে।

মালয়েশিয়া অভিবাসী শ্রমিকদের জন্য জোর করে কাজ করাতে নিয়ম উঠিয়ে দিতে এবং আমদানিকারক দেশগুলো থেকে সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা এড়ানোর জন্য আরেকটি শূন্য মূল্যের নিয়োগ চুক্তি করতে চাইছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার নতুন চুক্তিগুলো নেপালের সঙ্গে স্বাক্ষরিত নিয়োগ চুক্তির অনুরূপ হবে।

এছাড়া চুক্তির অধীনে নিয়োগকর্তারা নিয়োগের জন্য চার্জ, যাওয়া আসার বিমান ভাড়া, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, সুরক্ষা স্ক্রিনিং এবং ভ্যাট প্রদানের জন্য দায়বদ্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

শেফার্ড ইন্ডাস্ট্রিজের আয় ৩৩ পয়সা

shepard-300x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ   লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার  কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৫৭ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.২৭ টাকা। যা গত ২০১৯ সালের ৩১ জুনে ছিল ১৭.৫৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

আইপিও’র পর এ ক্যাটাগরিতে আসতে ব্যর্থ সী পার্ল রিসোর্ট

Hotel-sea.স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনিশিয়াল পাবলিক অফারের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্তির পরে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা
লিমিটেড এ ক্যাটাগরিতে আসতে পারে নাই। বেশিরভাগ কোম্পানিই প্রথম বছর ভালো লভ্যাংশ দিয়ে এন থেকে এ ক্যাটাগরিতে আসলেও তা করতে ব্যর্থ হয়েছে এই কোম্পানি।

সম্প্রতি কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ প্রদান করেছে। এই লভ্যাংশের পরিমাণ ছিল ৫ শতাংশ।

এজন্য কোম্পানিটিকে এন’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী রবিবার থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

সী পার্ল শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

এ্যাডভেন্ট ফার্মার লভ্যাংশ বিনিয়োগকারীদের প্রেরণ

adventস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে সাম্প্রতিক প্রেরণ করা হয়েছে। এর আগে নগদ লভ্যাংশও প্রেরণ করা হয়।

এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ও ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

যা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে কোম্পনিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

উড়ন্ত গাড়ির কারখানায় ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে টয়োটা

toyotaস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাপানের বৃহৎ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা বৃহস্পতিবার জানিয়েছে, তারা বিদ্যুত চালিত উড়ন্ত গাড়ির বাণিজ্যিক বিকাশ ঘটানো নিয়ে কাজ করা একটি কোম্পানিতে প্রায় ৪০ কোটি ডলার বিনিয়োগ করছে। দ্রুত, শান্তিপূর্ণ ও সাশ্রয়ী আকাশ পরিবহন সেবার জন্য তারা এটা করছে। খবর এএফপি’র।

এ শিল্প দ্রুত রূপান্তরিত হওয়ায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নতুন বিভিন্ন খাত সম্প্রসারণে নজর দেয়ায় জোবি এভিয়েশনে তারা এ বিশাল অর্থ বিনিয়োগ করছে। এদিকে টয়রোটার প্রেসিডেন্ট আকিও টোয়োডা এ কোম্পানিকে গাড়ি নির্মাণ থেকে আকাশ পথে চলার উড়ন্ত যানবাহন তৈরীর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিনিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে টোয়োডা বলেন, ‘অটোমোবাইল ব্যবসায় আমাদের কাজ অব্যাহত থাকলেও টয়োটা দীর্ঘ দিন ধরে উড়ন্ত পরিবহন তৈরীর পরিকল্পনা করে আসছে। আকাশ পথে চলার উপযোগী যানবাহন তৈরীর ক্ষেত্রে নজর দেয়ায় এই চুক্তি করা হয়।’

‘এই নতুন ও রোমাঞ্চকর প্রচেষ্টার মাধমে আমরা গ্রাহকদেরকে সড়ক ও আকাশ পথে যেকোন স্থানে যাওয়ার সুযোগ করে দেয়ার আশা করছি।’

২০০৯ সালে অর্থায়ন করা জোবি অ্যাভিয়েশন চারজন বহন করার ক্ষমতা সম্পন্ন বিদ্যুতচালিত একটি উড়ন্ত গাড়ি তৈরী করছে। এটি হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/আর

শেষদিন লেনদেনের সাথে সূচকের বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সূচকেরও ব্যাপক উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ২৪২ কোটি ৮২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ১৪৯ পয়েন্টে। আর ডিএসই সূচক ২৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৫.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪০৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম সিমেন্ট, এডিএন টেলিকম, সী পার্লস রিসোর্ট, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন লিমিটেড, রিন সাইন টেক্সটাইল, বীকন ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি ও স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬০০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৭ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৩ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে লাফার্জ হোলসিম সিমেন্ট ও এডিএন টেলিকম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড