সুবিধা পেতে তেল রপ্তানি বন্ধ রেখেছেন খলিফা হাফতার

161526_bangladesh_pratidin_khalifa-haftarস্টকমার্কেটবিডি ডেস্ক :

সুবিধা পেতে তেল রপ্তানি বন্ধ রেখেছেন খলিফা হাফতার
খলিফা হাফতার

লিবিয়ার প্রভাবশালী সামরিক কমান্ডার খলিফা হাফতার বর্তমানে গ্রিস সফরে রয়েছেন। তিনি আজ রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া বার্লিন সম্মেলনে যোগ দিতে গোপন এ সফরে গিয়েছেন। এদিকে, তার নিয়ন্ত্রণাধীন বন্দরগুলো থেকে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছেন। স্থানীয় সময় রোববার বার্লিনে শান্তি আলোচনার আগ দিয়ে এমন পদক্ষেপ নিলেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, আলোচনায় সুবিধা পেতে এমনটি করেছেন তিনি।

জানা গেছে, লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী হাফতার বাহিনী এবং ত্রিপোলিতে জাতিসঙ্ঘ অনুমোদিত স্বীকৃত সরকারের মধ্যে ৯ মাসের লড়াই অবসানের সর্বশেষ আন্তর্জাতিক প্রচেষ্টা হলো বার্লিনের এই আলোচনা। গত বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে এথেন্সের উদ্দেশে রওনা দেন হাফতার।

দেশটির রাষ্ট্র-পরিচালিত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল অয়েল করপোরেশন (এনওসি) জানিয়েছে, লিবিয়ার অর্থনৈতিক আয়ের অন্যতম উৎস তেল রপ্তানি। হাফতারের পদক্ষেপের কারণে প্রতিদিন অন্তত ৮ লাখ ব্যারেল তেল রপ্তানি থমকে গেছে। গত বছর থেকে গৃহযুদ্ধে লিপ্ত লিবিয়া। জাতিসংঘ সমর্থিত সরকার ও হাফতার নেতৃত্বাধীন মিলিশিয়াদের মধ্যকার লড়াইয়ে জর্জরিত। সূত্র : দ্য জাপান টাইমস।

স্টকমার্কেটবিডি.কম

রিন সাইন টেক্সটাইল ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

Ring-Shine-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি রিন সাইন টেক্সটাইল লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল সোমবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

শেয়ারবাজারে বিনিয়োগ করবে রাষ্ট্রীয় চার ব্যাংক

4-banks-Photo20200116214530স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যমান অস্থিরতা কাটিয়ে উঠতে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি বাণিজ্যিক ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

সোনালী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সোনালী ব্যাংকের সম্মেলন কক্ষে শেয়ারবাজারের সমস্যা সমাধানে সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা বৈঠকে বসেন। বৈঠকে শেয়ারবাজারে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উপস্থিত সবাই ইতিবাচক মতামত দিয়েছেন। সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে অন্যান্য নিয়মিত বিষয়ে আলোচনার পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়টিও পর্যালোচিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/আর

বেঙ্গল উইন্ডসরের ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

bengleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

হুমায়ন কবির বাবলু নামে এই উদ্দ্যোক্তা কোম্পানিটির ২০ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তার হাতে এই কোম্পানিটির ২ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৯০৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/আর

ম্যাকসন স্পিনিংয়ের উদ্দ্যোক্তা ২৬ লাখ শেয়ার কিনবেন

Maksonsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক প্রায় ২৬ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

মো: আলী খোকন নামে এই উদ্দ্যোক্তা কোম্পানিটির ২৫ লাখ ৯১ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/আর

  1. স্কয়ার ফার্মা
  2. সিঙ্গার বিডি
  3. লাফার্জ হোলসিম সিমেন্ট
  4. খুলনা পাওয়ার কোম্পানি
  5. এসএস স্টিলস
  6. গ্রামীণফোন লিমিটেড
  7. এডিএন টেলিকম
  8. এনসিসি ব্যাংক
  9. রিন সাইন টেক্সটাইল
  10. ব্যাংক এশিয়া লিমিটেড।

দিনশেষে প্রায় সব শেয়ারেরই দর বৃদ্ধি

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন সেখানে সূচকেরও ব্যাপক উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই অনেকটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রায় সব শেয়ারেরই দর বৃদ্ধি পেয়েছে। ডিএসইতে ৩৪৬টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৩৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ২৬৭ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩২.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৮২ পয়েন্টে। আর ডিএসই সূচক ৫৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৮৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৪৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে মাত্র ৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি, লাফার্জ হোলসিম সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি, এসএস স্টিলস, গ্রামীণফোন লিমিটেড, এডিএন টেলিকম, এনসিসি ব্যাংক, রিন সাইন টেক্সটাইল ও ব্যাংক এশিয়া লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২৭৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৭ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৬৮ লাখ টা

কা। গত বৃহস্পতিবার সেখানে ৮ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে ডাচ বাংলা ব্যাংক ও এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ  লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ওসমানিয়া গ্লাসের বোর্ড সভা ২৮ জানুয়ারি

osmaniaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওসমানিয়া গ্লাস শিট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ২৮ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা ৬ চট্টগ্রামে অবস্থিত নিজস্ব প্রধান অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

একক নামে কেনা যাবে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র

soncoyস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে সরকার। জনগণের যা সুবিধা তা-ই গ্রহণ করা হবে। আর এ খাতে যেন কোনো দুর্নীতি না হয় সে জন্য কঠোর দৃষ্টি রাখা হবে।’

গতকাল শনিবার জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি আরো বলেন, মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে এবার সঞ্চয় সপ্তাহ নতুন মাত্রা পেল। .

এবারের সঞ্চয় সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো ‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ দেশকে সমৃদ্ধ কর’। উদ্বোধনের পর প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক শামসুন্নাহার বেগম সাংবাদিকদের বলেন, ‘সঞ্চয়পত্র কিনতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে নজর দেওয়া হয়েছে। হয়রানি কমাতে সঞ্চয়পত্র কেনা, মুনাফা নেওয়া, এই বিষয়গুলো অটোমেশনের আওতায় আনা হচ্ছে। একক নামে ৫০ লাখ টাকা এবং যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার সুযোগ রাখা হয়েছে। আগে এটি কম ছিল।’

তিনি বলেন, ‘সঞ্চয়পত্র বিক্রি, মুনাফা সংগ্রহ, নমিনির কাছে হস্তান্তর—এসব প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে জাতীয় পরিচয়পত্র, টিআইএনসহ অন্যান্য কাগজপত্র বাধ্যতামূলক করা হয়েছে।’
এবারের সঞ্চয় সপ্তাহে সঞ্চয়পত্র কেনায় উৎসাহিত করতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উঠান বৈঠক। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কর্মরতদের সঞ্চয়পত্র কিনতে উৎসাহিত করা হবে।

২০১৯-২০ অর্থবছরে সঞ্চয়পত্র কেনার নিট লক্ষ্যমাত্রা ২৭ হাজার কোটি টাকা। এর মধ্যে নভেম্বর পর্যন্ত নিট অর্জন ২২ শতাংশ। এ সময়ে মোট সঞ্চয়পত্র ইস্যু হয়েছে ২৮ হাজার ৮৬৩ কোটি টাকার। সর্বাধিক বিক্রীত স্কিম পরিবার সঞ্চয়পত্র।

স্টকমার্কেটবিডি.কম/

নূরানী ডায়িংয়ের বোর্ড সভা আহবান

nuraniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি নৃরানী ডায়িং মিলস  লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় ঢাকায় অবস্থিত নিজস্ব প্রধান অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ