বিআরটিসির ৪৫ শতাংশ শেয়ার ছাড়ার বিধান

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জনগণের কাছে ৪৯ শতাংশ শেয়ার বিক্রি ও বিআরটিসি বাস বা ট্রাক দীর্ঘ মেয়াদে ইজারায় পরিচালনার বিধান রেখে সংসদে পাস হয়েছে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন (বিআরটিসি) ২০২০’।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশেন মঙ্গলবারের বৈঠকে বিলটি সংসদের স্থিরকৃত আকারে কণ্ঠভোটে পাস হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্ডিন্যান্স ১৯৬১’ রহিত করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০২০ বিলটি পাসের প্রস্তাব করেন। এর আগে বিলের ওপর আনীত জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, পীর ফজলুর রহমানের কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়।

তবে জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও অপর সংশোধনীর প্রস্তাব কন্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলটির ওপর এসব প্রস্তাব আনেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, ডা. রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান, বিএনপির হারুনুর রশীদ ও ব্যারিষ্টার রুমিন ফারহানা।
বিলটি পাসের যৌক্তিতা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান।

সাশ্রয়ী মূল্যে পরিবহণ সেবা প্রদান করে বিআরটিসি এরমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে। দেশের ৪২৮টি রুট ও ৫টি আন্তর্জাতিক রুটে বিআরটিসি পরিচালিত হচ্ছে। নতুন আরো দু’টি আন্তর্জাতিক রুট শিগগিরই চালু হবে। বর্তমানে বিআরটিসিতে ১৮৩০টি বাস রয়েছে। এরমধ্যে ১৩৩২টি সচল রয়েছে।

ইন্ডিয়ার লাইন অব ক্রেডিটে ১০২৮টি নতুন বাস ও ৫শ’ ট্রাক কেনা হয়েছে।

বিলে বলা হয়েছে, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’-এর জন্য এক হাজার কোটি টাকা মূলধনের প্রস্তাব করা হয়েছে। এই মূলধন একশ’ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে। ৫১ শতাংশ শেয়ার সরকরের মালিকানায় থাকবে। অবশিষ্ট ৪৫ শতাংশ শেয়ার জনগণের কাছে বিক্রির বিধান রাখা হয়েছে। এছাড়া বিলে বিআরটিসি বাস বা ট্রাক দীর্ঘ মেয়াদে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে ইজারায় পরিচালনার বিধান রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের স্বাধীনতা উত্তর ক্ষতিগ্রস্থ দ্যা ব্যাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ দিক নির্দেশনায় পুনগর্ঠিত হয়ে আজ এ পর্যায়ে এসেছে। এক্ষেত্রে উক্ত অর্ডিন্যান্সের অধীনে কর্পোরেশনের ধারাবাহিকতা রক্ষার্থে ‘রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্ডিন্যান্স ১৯৬১’ রহিত করে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নামে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। আগের আইনের ৩৫টি ধারা যুগোপযোগী করে ২৯ ধারা সমন্বয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইনটি মন্ত্রিসভায় পাস হয়।

বিলে সরকারের পূর্বানোমদন সাপেক্ষে এক বা একাধিক কোম্পানি গঠনের বিধান রাখা হয়েছে। বিলে বাংলাদেশের যে কোনো স্থানে বা বিদেশে কর্পোরেশনের অফিস, প্রশিক্ষণ কেন্দ্র, মেরামত কারখানা বা ডিপো স্থাপন করার বিধান রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.,কম/আর

রানার অটোর আইপিও অর্থ ব্যয়ে বিএসইসির অনাপত্তি

runnerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

সূত্র জানায়, এছাড়া আজকের সভায় কোম্পানির আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থের ৬৩ কোটি টাকা ব্যবহারের সংশোধিত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এর আগে রানার অটোমোবাইলসের এজিএমে কোম্পানির শেয়ারহোল্ডাররা ৬৩ কোটি টাকা ব্যবহারের সংশোধিত প্রস্তাব অনুমোদন করে।

বিএসইসি জানায়, যেহেতু কোম্পানির হাতে আইপিও র কিছু অর্খ অব্যবহৃত আছে তাই কোম্পানিটি আগামীতে বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/

ডেল্টা হসপিটালের আইপিও বিডিংয়ের অনুমোদন

deltaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুক বিডিং পদ্ধতিতে ডেল্টা হসপিটাল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার অংশ হিসেবে নিলামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি এবং কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য বিডিংয়ের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির ৭১৮তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কোম্পানিটি আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই অর্থ কোম্পানির যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় মেটাতে কাজে লাগানো হবে।

তবে তিনদিন ব্যাপী এই বিডিংয়ের দিন পরে কোম্পানির পক্ষ থেকে জানানো হবে। ইহা নন স্টপ ৭২ ঘন্টা চলিবে।

২০১৬ সালে ৬ অক্টোবর রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে ডেল্টা হসপিটালের রোড শো অনুষ্ঠিত হয়।

সে সময় ২০১৬ সালের ৩০ জুন হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, উক্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৮৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪০ টাকা।

২০১৯ সালের ৩০ জুন হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৫.৮৪ টাকা।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ম্যাকসন স্পিনিংয়ের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

Maksonsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং লিমিটেডের দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘বিবিবি’। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। একই সময় কোম্পানিটির স্বল্পমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এসটি-২’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মার্সেলের প্যাভিলিয়ন ছিল বাণিজ্য মেলায় সেরা

imagesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসর। গতবারের মতো মেলার এবারের আসরেও মার্সেলের শৈল্পিক ও নান্দনিক ডিজাইনের প্যাভিলিয়ন জিতে নিয়েছে সেরা সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কার। মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছ থেকে এই পুরস্কার পেল দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক প্রতিষ্ঠানটি।

মার্সেলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী পুরস্কার তুলে দেন। তাঁর কাছ থেকে সেরা সাধারণ প্যাভিলিয়নের পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন মার্সেলের পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা।

এবারের বাণিজ্য মেলায় ১৩টি ক্যাটাগরিতে ৩৮ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করেছে ইপিবি। এদের মধ্যে মেলায় সর্বোচ্চ পরিমাণ ভ্যাট দিয়ে সেরা ভ্যাটদাতার প্রথম পুরস্কার জিতেছে ওয়ালটন। পাশাপাশি সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কারও পেয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ এই ব্র্যান্ড।

স্টকমার্কেটবিডি.কম/আর

গ্লোবাল হ্যাভি কেমিক্যালসের ঋণমান প্রকাশ

Global-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি গ্লোবাল হ্যাভি কেমিক্যালস লিমিটেডের দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘এ+’। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। একই সময় কোম্পানিটির স্বল্পমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এসটি-২’।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

একনেক সভায় ২ হাজার ৪২২ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

ECNECস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা, জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ ৯ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৪২২ কোটি ২৭ লাখ টাকা। আজ মঙ্গলবার একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বানেশ্বর-সারদা-চারঘাট-বাঘা-লালপুর জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসড়কের মানে উন্নীতকরণ প্রকল্প, সৈয়দপুর-নীলফামারী মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্প, পানিসম্পদ মন্ত্রণালয়ের হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা প্রকল্প, শিল্প মন্ত্রণালয়ের তেজগাঁওয়ে বিসিকের বহুতল ভবন নির্মাণের সংশোধিত প্রকল্প, বিসিক প্লাস্টিক শিল্পনগরীর সংশোধিত প্রকল্প, বিসিকের আটটি শিল্পনগরী মেরামত ও পুনর্নির্মাণ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইন্ডিয়া–বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের প্রয়োজনীয় জমি অধিগ্রহণ, হুকুম দখল ও অন্য আনুষঙ্গিক সুবিধাদির উন্নয়ন প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর কাঠামো উন্নয়নের সংশোধিত প্রকল্প এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন প্রকল্প।

সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

ফ্লোরিডায় ১৮-১৯ ফেব্রুয়ারি ‘ডুয়িং বিজনেস উইথ বাংলাদেশ’

130758_bangladesh_pratidin_Florida_Bisinessস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারিদের জন্যে ওয়ানস্টপ সার্ভিসের পাশাপাশি নানা সুযোগ-সুবিধার তথ্য জানাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যে মায়ামী সংলগ্ন ব্রাউয়ার্ড কাউন্টিতে দিনব্যাপী এক সেমিনার-প্রদর্শনী- বাণিজ্য মেলার আয়োজন করেছে। মেলার পাশাপাশি লারকিন ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সেমিনার।

১৮ ফেব্রুয়ারি মিরামার সিটির কালচারাল সেন্টারে ‘ডুয়িং বিজনেস উইথ বাংলাদেশ’ (বাংলাদেশের সাথে চুটিয়ে ব্যবসা করো) শীর্ষক বাণিজ্য মেলা এবং ১৯ ফেব্রুয়ারি লারকিন ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার।

সর্বশেষ প্রস্তুতি আলোকে এ সংবাদদাতাকে দুদিনব্যাপী বাণিজ্যমেলা এবং আন্তর্জাতিক সেমিনারের তথ্য জানিয়ে অন্যতম হোস্ট ‘বাংলাদেশি আমেরিকান চেম্বার অব কমার্স’র প্রেসিডেন্ট আতিকুর রহমান বলেন, বাণিজ্য মেলা ও সেমিনারে থাকবেন বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করছেন এমন প্রবাসীরা।

যুক্তরাষ্ট্রে ব্যবসা-বাণিজ্য নিয়ে গবেষণা করছেন এবং খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠানের কর্মকর্তারাও মতামত উপস্থাপন করবেন মেলা ও মেমিনারে।

উল্লেখ্য, এই মেলার মাধ্যমে বিনিয়োগে আগ্রহীদের একটি টিম ভিজিট করবে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/আর

পদ্মা সেতুর ৩ হাজার ৬০০ মিটার দৃশ্যমান

padma-bridge-spanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে স্প্যানটি বসানো হয়। সেতুর জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর খুঁটির ওপর এটি বসানোর হয়েছে। এতে সেতুর ৩ হাজার ৬০০ মিটার দৃশ্যমান।

এর আগে ২ ফেব্রুয়ারি পদ্মা সেতুর ২৩তম স্প্যানটি বসানো হয়। ৯ দিনের মাথায় বসল ২৪তম স্প্যান।

সেতুর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্প্যানটি প্রস্তুত হওয়ার পর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটিতে অস্থায়ীভাবে বসানো হয়েছিল। আজ সকাল সাতটার দিকে মাওয়া প্রান্ত থেকে প্রায় তিন হাজার টন ওজনের স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান জাহাজ। ৩১ নম্বর খুঁটির কাছে পৌঁছায় সকাল ১০টার দিকে। এরপরই স্প্যানটি বসানোর কাজ শুরু করা হয়। বেলা ১টা ১৫ মিনিটের সময় স্প্যানটি খুঁটির ওপর বসানো হয়।

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, সকালে স্প্যানটি নিয়ে মাওয়া প্রান্ত থেকে প্রকৌশলীরা রওনা হন। স্প্যানটি খুঁটির ওপর বসাতে দুপুর হয়ে যায়। আশা করা যাচ্ছে, সব কটি খুঁটির কাজ আগামী এপ্রিলের মধ্যেই সম্পন্ন করা হবে। ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। ইতিমধ্যে ২৪টি স্প্যান বসে গেছে। আগামী জুলাইয়ের মধ্যে সব কটি স্প্যান খুঁটির ওপর বসানোর পরিকল্পনা রয়েছে।

প্রকৌশলীরা জানান, সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৪১০টি বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি বসানো শেষ হয়েছে। মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি। এর মধ্যে ২৪টি স্প্যান বসানো হয়েছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ৪২টি খুঁটিতে ৪১টি স্প্যান বসবে। দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। দ্বিতল এই সেতুর উপরিভাগ দিয়ে চলবে গাড়ি, আর নিচ দিয়ে চলাচল করবে ট্রেন।

স্টকমার্কেটবিডি.কম./আর

  1. লাফার্জ হোলসিম সিমেন্ট
  2. এডিএন টেলিকম
  3. এসকে ট্রিমস
  4. ইন্দো বাংলা ফার্মা
  5. ওরিয়ন ইনফিউশন
  6. সামিট পাওয়ার
  7. খুলনা পাওয়ার কোম্পানি
  8. ওআইম্যাক্স ইলেক্ট্রোড
  9. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  10. বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।