ডিএসইতে ১৬৯ ও সিএসই’র ৫৩০ পয়েন্ট সূচক বৃদ্ধি

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন সেখানে সূচকের ব্যাপক উত্থান ছিল। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯১৬ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৬৫৭ কোটি ১৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬৯.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৩৪ পয়েন্টে। আর ডিএসই সূচক ২৯.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৯৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৯৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪০টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – লাফার্জ হোলসিম সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্দো বাংলা ফার্মা, সামিট পাওয়ার, এস এস স্টিলস, সিঙ্গার বিডি ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৪৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৯ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে এস এস স্টিলস ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

স্টাইল ক্রাফটের শেয়ার বিক্রির ঘোষণা

style-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

আলমাস বেগম নামে এই উদ্দ্যোক্তা কোম্পানিটির ৭ লাখ ৫০ হাজার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তার হাতে এই কোম্পানিটির ১০ লাখ ১৩ হাজার ৩৭০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/আর

শাহজিবাজার পাওয়ারের বোনাস বিওতে প্রদান

sahjibazerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে। রবিবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আজ রবিবার কোম্পানিটির এসব বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

শাহজিবাজার পাওয়ার গত ৩০ জুন ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডাদের ২৮ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ারবাজার উন্নয়নে আরো ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়ন প্রকল্পে আরো ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেয়ারবাজার উন্নয়ন কর্মসূচির তৃতীয় ধাপ বাস্তবায়নে এ অর্থ ব্যয় হবে।

এর আগে ২০১৫ সালের নভেম্বর বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়ন প্রকল্পে ২৫ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় সংস্থাটি। প্রথম ধাপে ৮ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি। সেই ধারাবাহিকতায় ঋণ অনুমোদন হলো।

এডিবির আর্থিক খাত বিশেষজ্ঞ তাকুয়া হোশিনো এ বিষয়ে উল্লেখ করেন, এডিবি বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে দীর্ঘমেয়াদে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আইনী সংস্কার, নিয়ন্ত্রণকারী এবং প্রাতিষ্ঠানিক বাজার কাঠামোতে উন্নতি হবে।

সংস্থাটি জানিয়েছে, ২০১২ সাল থেকে এডিবি সরকারের সঙ্গে শেয়ারবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে। মূলত ২০১০ সালে শেয়ারবাজারে ভয়াবহ পতনের পর বাজারে আস্থা ফিরিয়ে আনাসহ শেয়ারবাজারকে একটি টেকসই প্রতিষ্ঠানে রূপান্তর করতে এ ধরণের প্রকল্প গ্রহণ করা হয়।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেয়ারবাজারে ১০ বছর মেয়াদী জাতীয় মাস্টার প্লান তৈরি করা, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর স্বাধীনতা নিশ্চিত করতে আইনি সংস্কার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ), কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক রিপোর্ট ও অডিটগুলোতে আরো স্বচ্ছতা আনাসহ বিমা শিল্পের উন্নয়নে নানা কর্মসূচি রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আর