প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার কিনবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

paraস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স নামে বিমা কোম্পানিটির ৩ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

আলিফ মেনুফেকচারিংয়ের ৬ মাসের ইপিএস কম

alifস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ মেনুফেকচারিং লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে (অক্টোবর-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২২ পয়সা।

ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪১ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা । যা ৩০ জুন ২০১৯ সালে ছিল ১৪.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

আলিফ ইন্ডাস্ট্রিজের ইপিএস কমেছে

alif-Industryস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা । যা আগের বছর একই সময় ছিল ১.০৫ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১.৮০ টাকা , যা গত বছরের ৩০ জুন ছিল ২০.৮৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Reliance-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৫ টাকা ৫৭ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ৬০ পয়সা।

আগামী ৩১ মার্চ বিমাটির এজিএমের ডেট নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ১১ মার্চ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম