গ্রামীণফোনকে ১০০০ কোটি টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী সোমবারের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে গ্রামীণফোনের। আপিল বিভাগ এই অর্থ পরিশোধ করতে বলেছেন। একই সঙ্গে সোমবার গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

শুনানিকালে আজ গ্রামীণফোনের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা মনে করেন বাংলাদেশের কোর্ট ছোট কোর্ট। এই ভাবনা খুবই কষ্টকর। এটা সর্বোচ্চ আদালত।’

এর আগে গত বছরের ২৪ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে বিটিআরসিকে পরিশোধ করতে সময় বেঁধে দিয়েছিলেন। আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গ্রামীণফোন আবেদন করে। আজ তা শুনানির জন্য ওঠে।

আদালতে গ্রামীণফোনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খোন্দকার রেজা-ই রাকিব।

আজ শুনানির শুরুতে গ্রামীণফোনের আইনজীবী এ এম আমিন উদ্দিন বলেন, বিটিআরসির মূল দাবি ২ হাজার ৩০০ কোটি টাকা। এ নিয়ে মামলা হয়েছে। ২ হাজার কোটি টাকা দেওয়া হলে ৮৭ শতাংশ অর্থ পরিশোধ করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

ফ্যামিলি টেক্সটাইলের ৬ মাসের আয় ০.০০৯ পয়সা

familyস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০০৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ০.০২১ পয়সা।

আর ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০০৩ পয়সা। আগের বছর একই সময় ছিল ০.০০১ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৬৩ পয়সা । যা ৩০ জুন ২০১৯ সালে ছিল ১২.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

  1. গ্রামীণফোন লিমিটেড
  2. লাফার্জ হোলসিম সিমেন্ট
  3. কনফিডেন্স সিমেন্ট
  4. বিবিএস ক্যাবলস
  5. সামিট পাওয়ার
  6. ডরিন পাওয়ার
  7. স্কয়ার ফার্মা
  8. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড
  9. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  10. সায়হাম টেক্সটাইল লিমিটেড।

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের কমেছে। এদিন সেখানে সূচকেরও পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭০ কোটি ৬০ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৮৩৭ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ২.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৯২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৩টির। আর দর অপরিবর্তিত আছে ২৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – গ্রামীণফোন লিমিটেড, লাফার্জ হোলসিম সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, বিবিএস ক্যাবলস, সামিট পাওয়ার, ডরিন পাওয়ার, স্কয়ার ফার্মা, ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ও সায়হাম টেক্সটাইল লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫২৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৯ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে ডরিন পাওয়ার ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আরএকে সিরামিকসের এজিএমের ভ্যাণু নির্ধারণ

RAK-CERAMIKস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের প্রতিষ্ঠান আরএকে সিরামিক্সে লিমিটেড ২১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নির্ধারণ করেছে। আগামী ৩১ মার্চ এজিএমটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এজিএমের স্থান নির্ধারণ করবে বলে জানানো হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরএকে সিরামিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন এজিএমটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর সেনানিবাসে অবস্থিত আর্মি গলফ ক্লাবে। এজিএমের অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে।

২০১৯ সালের সমাপ্ত অর্থবছরের জন্য এই ২১তম এজিএমটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এই এজিএমের সময় ও তারিখ ঘোষণা করা হলেও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

সমতা লেদারের ৬ মাসের আয় ৪ পয়সা

samataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৪ পয়সা।

আর ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৯ পয়সা । যা ৩০ জুন ২০১৯ সালে ছিল ১৪.৬১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

এসকে ট্রিমসের নতুন ভবন নিমার্ণ

SK-Trims-স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড কারখানার জন্য একটি ৬ তলার নতুন ভবন নিমার্ণ করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া কোম্পানির আরো একটি ভবনকে বড় করা হয়েছে। এই ভবনটির ফ্লোর ৪,৫৬০ বর্গফুট হতে বাড়িয়ে ১২,৬০০ বর্গফুট করা হয়েছে।

কোম্পানির এসব ভবন নিজস্ব অর্থায়নে করা হয়েছে। এই ভবনটি ট্রাভেল ব্যাগ ও ব্যাগ প্যাক তৈরির জন্য ব্যবহার করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং করপোরেশন লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৮ টাকা ৪ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৩ টাকা ৩৬ পয়সা।

আগামী ২৯ মার্চ বিমাটির এজিএমের ডেট নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ১১ মার্চ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম