কেবল অপারেটরদের জন্য বছরে ১০-১২ হাজার কোটি টাকা ক্ষতি : তথ্যমন্ত্রী

hasan-masud-20180318150740স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কেবল অপারেটর জিজিটালাইজড না হওয়ায় সরকার প্রতিবছর ১০ থেকে ১২ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল অপারেটিং সিস্টেম বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে টিভি গ্রাহক আছে প্রায় সাড়ে চার কোটি। কিন্তু কেবল অপারেটররা গ্রাহকসংখ্যা কম দেখাচ্ছে। এতে সরকার বছরে ১০ থেকে ১২ হাজার কোটি টাকার ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। কেবল অপারেটর জিজিটালাইজড না হওয়ায় সরকার এ রাজস্ব হারাচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, কেবল অপারেটরগুলো গত ডিসেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে এবং চলতি বছরের জুনের মধ্যে সারা দেশে ডিজিটালাইজড করার কথা থাকলেও তা করেনি। তিনি বলেন, ‘আমরা তাদের আরেকবার নির্দিষ্ট একটি সময় দেব। নির্দিষ্ট সময়ের পর ব্যবস্থা নেওয়া হবে।’

ডিজিটালাইজড করতে কত দিন সময় দেওয়া হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি কেবল অপারেটরদের সঙ্গে কথা বলে সময় নির্ধারণ করে দেওয়া হবে। তবে আমার মতে, আগামী এক বছরের মধ্যে কেবল অপারেটর ডিজিটালাইজড করা সম্ভব।’

হাছান মাহমুদ বলেন, ‘বর্তমানে কেবল অপারেটররা গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমতো টাকা নিচ্ছে। ডিজিটালাইজড হলে সেটিও আমরা ঠিক করে দেব। তারা (কেবল অপারেটররা) নির্দিষ্ট এলাকার বাইরেও ব্যবসা করছে। ফলে অনেক সময় সংঘর্ষের সৃষ্টি হয়।

স্টকমার্কেটবিডি.কম/

মালয়েশিয়ায় শিগগিরই শ্রমবাজার খোলা নিয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

momenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশি কর্মীদের জন্য বেশ কিছুদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই পুনরায় চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রবিবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ আশার কথা শোনান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আশাবাদী। আমি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীকে বলেছি, আপনি যদি বাজার খুলে দেন আপনি হিরো বনে যাবেন।

তিনি খুব ইতিবাচক। শ্রমবাজার খোলা নিয়ে মন্ত্রী আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। ’
তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে।

আমি তার দেশের ব্যবসায়ী প্রতিনিধিকে তার মাধ্যমে এখানে ব্যবসা করার প্রস্তাব দিয়েছি। ’

স্টকমার্কেটবিডি.কম/

৫২৩ কোটি টাকার আইপিও নিয়ে আসছে রবি

robiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসার প্রস্তুতি শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি।

রবির মূল মালিক কোম্পানি আজিয়াটা শুক্রবার মালয়েশিয়া স্টক এক্সচেঞ্জে এক ঘোষণায় জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দশ টাকা অভিহিত মূল্যের ৫২ কোটি ৩৮ লাখ শেয়ার ছাড়ার পরিকল্পনা সাজিয়েছে তারা, যার মাধ্যমে তারা বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করবে ৫২৩ কোটি টাকা।

আজিয়াটা আশা করছে, বাংলাদেশের শেয়ারবাজারে নিবন্ধিত হওয়ার মধ্য দিয়ে রবির ব্যবসা সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহের পাশাপাশি কোম্পানির ভাবমূর্তিতেও ইতিবাচক প্রভাব দেখা যাবে।

আর দেশ-বিদেশের বিনিয়োগকারীদের পাশাপাশি রবির পরিচালক ও কর্মীদের জন্যও কোম্পানির শেয়ার মালিক হওয়ার সুযোগ করে দেবে এই আইপিও।

রবি ইতোমধ্যে তাদের আইপিরও জন্য আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডকে তাদের ইস্যু ম্যানেজারের দায়িত্ব দিয়েছে। চলতি বছরের চতুর্থ প্রান্তিকের (সেপ্টেম্বর-ডিসেম্বর) মধ্যেই আইপিও এবং নিবন্ধনের কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছে আজিয়াটা।

দেশে রবির সেবাগ্রহীতার সংখ্যা এখন ৪ কোটি ৭৩ লাখ, যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৩০ শতাংশ। মালয়েশিয়ার কোম্পানি আজিয়াটা রবির ৬৮.৭ শতাংশ শেয়ারের মালিক।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মুজিব বর্ষে বাজারে আসছে ২০০ টাকার নোট

bbস্টকমার্কেটবিডি ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে দেশে প্রথমবারের মতো আগামী মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক বাজারে ২০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাড়তে যাচ্ছে।

এ বিষয়ে গতকাল শনিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতোই ২০০ টাকার নোট ছাড়া হবে।

আগামী মাসে স্মারক ও প্রচলিত—দুই ধরনের ২০০ টাকার নোট ছাড়া হবে, তবে ২০২১ সাল থেকে কেবল নিয়মিত নোট থাকবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী বা মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রুপার স্মারক মুদ্রা ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ২০০ টাকার নোটের ওপর ‘মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথা লেখা থাকবে। তবে ২০২১ সাল থেকে যে নোট ছাড়া হবে, তাতে তা লেখা থাকবে না। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ইউনিক হোটেলের ৫০০ কোটি টাকার বন্ডের সিদ্ধান্ত

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই সব তথ্য জানা গেছে।

এটি হবে একটি নন কনভারটেবল রিডেমেবল বন্ড।

সম্প্রতি এই সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

কোম্পানিটির উল্লেখিত এই প্রস্তাবটি ইজিএমের মাধ্যমে শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. গ্রামীণফোন লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. এসকে ট্রিমস
  4. সামিট পাওয়ার
  5. ওরিয়ন ইনফিউশন
  6. কনফিডেন্স সিমেন্ট
  7. গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো
  8. বিএসআরএম স্টিলস
  9. ভিএফএস থ্রেডস
  10. লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

উভয় শেয়ারবাজারে লেনদেন ও সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের কমেছে। এদিন সেখানে সূচকেরও পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৭৭০ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। আর ডিএসই সূচক ৩.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৯১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৩টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – গ্রামীণফোন লিমিটেড, ওরিয়ন ফার্মা, এসকে ট্রিমস, সামিট পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো, বিএসআরএম স্টিলস, ভিএফএস থ্রেডস ও লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৪৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ২২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৬ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে সোনারবাংলা ইন্স্যূরেন্স ও মার্কেন্টাইল ইন্স্যূরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিএটিবিসির ৪০০% লভ্যাংশ ঘোষণা

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আনুসাঙ্গিক খাতের কোম্পানি বিএটিবিসির পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৫১ টাকা ৩৭ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯৮ টাকা ৮৫ পয়সা।

আগামী ২২ এপ্রিল কোম্পানিটির এজিএমের ডেট নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ১২ মার্চ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

লিন্ডে বিডির ৫০০% লভ্যাংশ ঘোষণা

lindeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৮০ টাকা ৯৩ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩৫ টাকা ৭০ পয়সা।

আগামী ১২ মার্চ কোম্পানিটির রেকর্ড নির্ধারণ করা হয়েছে। আর এজিএমের সংক্রান্ত ঘোষণা পরে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইডিএলসি ফাইন্যান্সের ৩৫% লভ্যাংশ ঘোষণা

idlcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৪ টাকা ৫১ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ১৮ পয়সা।

আগামী ৩০ মার্চ কোম্পানিটির এজিএমের ডেট নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ১২ মার্চ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম