বৃহস্পতিবার থেকে ঢাকায় হচ্ছে ইউএস ট্রেড শো

1582662685_59স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী রাজধানীর সোনার গাঁও হোটেলে ইউএস ট্রেড শো-২০২০ অনুষ্ঠিত হবে। এবারের ট্রেড শো’তে যুক্তরাষ্ট্রের ৪৮টি কোম্পানি প্রায় ১০০ ব্র্যান্ডের পণ্য নিয়ে অংশগ্রহণ করছে। গতবারের চেয়ে এবারের শো’তে যুক্তরাষ্ট্রের ১১ টি নতুন কোম্পানি নতুনভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই ট্রেড শো’র মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার প্যানপ্যাসিফিক সোনার গাঁও হোটেলে ইউএস ট্রেড শো-২০২০ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। আমেরিকান চেম্বার অব কমার্স ও ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথভাবে এ শো আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স মিস জোয়ানি ওয়াগনার। এছাড়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (এ্যামচ্যাম) প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো অনুষ্ঠিত হবে ২৭-২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশী ভোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেসব উচ্চমানের সর্বাধুনিক আমেরিকান পণ্য ও সেবা সরবরাহ করতে পারে, এই ট্রেড শোতে সেগুলো তুলে ধরা হবে। এই শো বাংলাদেশের প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের অবদান তুলে ধরে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর, প্রশস্ত করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকার করে। এতে জ্বালানি, কৃষি-যান্ত্রিকীকরণ এবং খাদ্য ও পানীয় খাতসহ বিভিন্ন খাতে বাংলাদেশে সক্রিয় যুক্তরাষ্ট্রের ৪৮টি কোম্পানি এখানে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

এছাড়া ট্রেড শো চলাকালীন যুক্তরাষ্ট্রের দূতাবাস চারটি তথ্যবহুল সেমিনারের আয়োজন করবে। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ব্যবসায়ী, বিনিয়োগকারী ও ওয়ার্ক ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করবেন দূতাবাস কর্মকর্তারা।

একইদিন বিকেল ৫টা ১৫ মিনিটে থাকবে যুক্তরাষ্ট্রে অধ্যয়ন ও এডুকেশন ইউএসএ অ্যাডভাইসিং সেন্টারগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে দূতাবাসের দেয়া অধ্যয়ন বিষয়ক বিনামূল্যের পরামর্শ সেবা বিষয়ক একটি অধিবেশন।

আগামী ২৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএসএআইডি) ‘বাংলাদেশে বেসরকারী খাতের সুযোগসমূহ’ শিরোনামে একটি আলোচনার আয়োজন করবে। একই দিন বিকেল ৫টায় যুক্তরাষ্ট্র সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিরা আমেরিকার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক অভিলক্ষ্য বিষয়ে আলোচনা করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

সিএসই’র নতুন চেয়ারম্যান আসিফ ইব্রাহিম

cse-logo-sস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন চেয়ারম্যান হয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএসই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সিএসই’র পরিচালনা পর্ষদের সভায় আসিফ ইব্রাহিমকে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিএসইতে সাতজন স্বতন্ত্র পরিচালকের একটি তালিকা অনুমোদন করে।

বিএসইসির অনুমোদন অনুসারে অধ্যাপক এস এম সালামাত উল্লাহ ভূঁইয়া এবং এস এম আবু তৈয়ব আরও তিন বছর স্বতন্ত্র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন।

এর বাইরে এম আবদুল মালেক, সোহেল মোহাম্মদ শাকুর, লিয়াকত হোসেন চৌধুরী, আসিফ ইব্রাহিম এবং ব্যারিস্টার অনিতা গাজী ইসলামকে সিএসইর স্বতন্ত্র পরিচালক পদে নতুন মনোনীত করা হয়।

আর নিয়ম অনুযায়ী স্বতন্ত্র পরিচালকদের মধ্যে থেকে আসিফ ইব্রাহিমকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১,৫৯৬ কোটি টাকার হদিস নেই

ilf-stockmarketbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গবর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ আপিল বিভাগকে জানিয়েছেন, পিকে হালদারসহ কয়েকজন ব্যক্তি ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় এক হাজার ৫৯৬ কোটি টাকা তুলে নিয়েছেন। এই টাকা কোথায় গেছে তার হদিস পাওয়া যাচ্ছে না।

পূর্ব নির্দেশনা অনুসারে বাংলাদেশের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের দুরবস্থা নিয়ে অভিমত দিতে এসে আজ মঙ্গলবার তিনি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চকে এসব তথ্য জানান।

আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের দুরবস্থা নিয়ে অভিমত দিতে ইব্রাহিম খালেদ এবং একই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থান তুলে ধরতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের নিচে নন এমন একজন কর্মকর্তাকে হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ। সেই অনুযায়ী আজ ইব্রাহিম খালেদ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম আদালতে তাদের মতামত দেন।

ইব্রাহিম খালেদ আদালতে বলেন, ‘আমানতকারীরা টাকা পাবেন, তবে তাদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। পিপলস লিজিংকে অবসায়ন করা হয়েছে। এখন যদি ইন্টারন্যাশনাল লিজিংকেও অবসায়ন করা হয় তাহলে এ সেক্টরে বিরূপ প্রভাব পড়বে। আমি মাত্র দায়িত্ব নিয়েছি। বর্তমান অবস্থা থেকে ইন্টারন্যাশনাল লিজিংকে বাঁচিয়ে রাখা যাবে কিনা তা এখন বলা সম্ভব হচ্ছে না।’

এরপর শাহ আলম আদালতকে বলেন, ‘ইন্টারন্যাশনাল লিজিংয়ের অনিয়মের বিষয় যখন জানতে পেরেছি তখনই দুদক ও গোয়েন্দা সংস্থাকে ব্যবস্থা নিতে বলেছি। আর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এ বিষয়ে একটা প্রতিবেদন দিয়েছে। পুরো প্রতিবেদন এখনও দেয়নি। হাইকোর্টের নির্দেশে ইব্রাহিম খালেদকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সুযোগ দেওয়া হলে তিনি ইন্টারন্যাশনাল লিজিংকে পুনর্গঠন করতে পারবেন।’

এরপর ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানিকে অবসায়ন করা হবে কিনা সে বিষয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন আপিল বিভাগ।

এর আগে গত ২১ জানুয়ারি এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড পরিচালনার জন্য স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান।

স্টকমার্কেটবিডি.কম/আর

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধস

china-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনের বাইরেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধস হয়েছে। গতকাল সোমবার বিভিন্ন পুঁজিবাজারেই সূচকের বড় পতন দেখা গেছে।

গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ডাও জোন্স সূচক দর হারায় ১ হাজার পয়েন্ট। শতাংশের দিক দিয়ে যা ৩ দশমিক ৫ শতাংশ। এক বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন। অন্য সূচক এসঅ্যান্ডপি ৫০০ সূচকটির দর কমে ৩ দশমিক ৩ শতাংশ এবং নাসডাক সূচকের দর কমে ৩ দশমিক ৭ শতাংশ।

যুক্তরাজ্যের প্রধান শেয়ারবাজার লন্ডন স্টক এক্সচেঞ্জভিত্তিক এফটিএসই ১০০ সূচকটি লেনদেন শেষে কমে ৩ দশমিক ৩ শতাংশ। ২০১৬ সালের পর এত দরপতন দেখেনি এই সূচক। সে সময় যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার সিদ্ধান্তের কারণে পুঁজিবাজারে সূচকের ধস নামে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, কিছুদিন ধরেই বিনিয়োগকারীদের মধ্যে একটা সন্তুষ্টি মনোভাব ছিল। জানুয়ারিতে শেয়ারবাজার উত্থানে ছিল। তবে হঠাৎ করেই পরিস্থিতি ঘুরে গেল। অর্থাৎ প্রথমে বিনিয়োগকারীরা করোনাভাইরাসের বিষয়ে খুব বেশি উদ্বিগ্ন ছিল না, তবে এখন পরিস্থিতি নিয়ে তারা মূল্যায়ন করছে। করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে—এমন আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ব্যাংক খাতের মামলা তদন্তে দুদকের দক্ষতার ঘাটতি রয়েছে : টিআইবি

tibস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক খাতের মামলা তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দক্ষতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন টিআইবির এই নির্বাহী পরিচালক।
এসময় তিনি আরও বলেন, ছোট দুর্নীতিবাজদের ধরতে দুদকের মনোযোগ বেশি। কিন্তু দুদক বড় ধরনের দুর্নীতির ক্ষেতে পদক্ষেপ গ্রহণ করছে না।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ব্যাংক খাতের দুর্নীতি, সম্পদ আত্মসাতের মামলা ও তদন্তের ক্ষেত্রে দুদকের দক্ষতার ঘাটতি রয়েছে। অনুসন্ধান ও তদন্ত কাজে দায়িত্বপ্রাপ্ত দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও দায়িত্ব অবহেলার অভিযোগও উঠেছে প্রতিবেদনে।

সরকারি কর্মচারীদের গ্রেফতারের পূর্বে সরকারের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের আইনকে খর্ব করে। এছাড়াও এই আইনটি বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এই আইন আদালত কর্তৃক প্রত্যাখ্যাত হবে আশা করেন তিনি।

দুদকের ওপর একটি ফলো-আপ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে টিআইবি। গবেষণাপত্র তুলে ধরেন টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রানার অটোসের আইপিও টাকা খরচের হিসাব প্রকাশ

Runner logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য তালিভুক্ত কোম্পানি রানার অটোস লিমিটেড আইপিও’র মাধ্যমে উত্তোলিত টাকা খরচের হিসাব প্রকাশ করেছে। কোম্পানিটির হিসাব ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডাররা অনুমোদন প্রদানও করেছেন।

এসব অর্থ দিয়ে কোম্পানিটি একটি এসেম্বলি ইউনিট তৈরি করেছে। গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই ইউনিটটি তৈরির ব্যয় প্রস্তাবটিকে অনুমোদন দেয় সাধারণ শেয়ারহোল্ডাররা।

এসেম্বলি ইউনিটের ক্লাসিক ওয়েল্ডিং শাখায় খরচ হয়েছে ১২ কোটি ১৮ লাখ টাকা। এছাড়া বডি ওয়েল্ডিং প্লেসে খরচ হয় ৭ কোটি ১ লাখ টাকা। আর ২৭.৭২ কোটি টাকা পেইন্ট শপ ও ১৬ কোটি টাকা গাড়ী টেস্টিং সেক্টরের পিছনে খরচ করেছে কোম্পানিটি। সবমিলিয়ে কোম্পানিটি আইপিওর ৬৩ কোটি টাকা খরচ করেছে।

রানার অটোমোবাইলস আইপিও ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করে। সম্প্রতি পুরো টাকা নির্ধারিত সমযের মধ্যে বিনিযোগ করার জন্য অটোমোবাইলস লিমিটেডকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। উক্ত বছরের ১৯ অক্টোবর কোম্পানিটি সোনারগাঁও হোটেলে একটি রোড শো আয়োজন করে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

  1. ব্র্যাক ব্যাংক
  2. ভিএফএস থ্রেডস
  3. ইন্দো বাংলা ফার্মা
  4. গ্রামীণফোন লিমিটেড
  5. ওরিয়ন ইনফিউশন
  6. ফরচুন সুজ
  7. সায়হাম কটন
  8. সামিট পাওয়ার
  9. স্কয়ার ফার্মা
  10. ওরিয়ন ফার্মা লিমিটেড।

লাফার্জ হোলসিমের বোর্ড সভা ৪ মার্চ

lafarge-holcim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে সন্ধ্যা সাড়ে ৬ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ধারা অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

২০৪১ সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ১২,৫০০ ডলার

dolerস্টকমার্কেটবিডি ডেস্ক :

২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে ১২ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি। ওই সময়ে হতদরিদ্রের হার কমে শূন্যের ঘরে নেমে আসবে। আর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৯ দশমিক ৯ শতাংশ।

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ‘বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ শীর্ষক প্রতিবেদনে এই লক্ষ্য ঠিক করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) তৈরি এ প্রতিবেদন অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তোলার কথা। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জিইডি বলছে, নতুন প্রেক্ষিত পরিকল্পনাটি চারটি প্রাতিষ্ঠানিক স্তম্ভের ওপর নির্ভরশীল। সেগুলো হচ্ছে সুশাসন, গণতন্ত্রায়ণ, বিকেন্দ্রীকরণ ও সক্ষমতা বৃদ্ধি।

জানতে চাইলে জিইডির সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘এটি হলো মোটাদাগে বাংলাদেশের উন্নয়নের পথচিহ্ন। কীভাবে বাস্তবায়ন করা হবে, সেই কর্মপরিকল্পনা নেওয়া হবে পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে। প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে হবে।’

তিনি জানান, প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে কত টাকা লাগবে, তা পঞ্চবার্ষিক পরিকল্পনায় ঠিক করা হবে। তবে বিনিয়োগের জন্য বেসরকারি খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হবে। বর্তমান বাজারমূল্যে তখন মাথাপিছু আয় দাঁড়াবে ১২ হাজার ৫০০ ডলারের বেশি, যা বর্তমানে ১ হাজার ৯০৯ ডলার। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে হতদরিদ্র নির্মূল হবে (৩ শতাংশে নামলে নির্মূল বলা হয়)। আর ২০৪১ সালে হতদরিদ্রের হার কমে দশমিক ৬৮ শতাংশ হবে, যা বর্তমানে ৯ দশমিক ৩৮ শতাংশ। ২০৪১ সালে জিডিপি প্রবৃদ্ধি হবে ৯ দশমিক ৯ শতাংশ। এই হার বর্তমানে ৮ দশমিক ১৯ শতাংশ।

বর্তমানে মোট বিনিয়োগের পরিমাণ জিডিপির ৩২ দশমিক ৭৬ শতাংশ, যা ২০৩০ সালে বেড়ে দাঁড়াবে জিডিপির ৪০ দশমিক ৬০ শতাংশ। আর ২০৪১ সালে মোট বিনিয়োগ দাঁড়াবে ৪৬ দশমিক ৮৮ শতাংশ।

অন্যদিকে বর্তমানে মোট রাজস্বের পরিমাণ জিডিপির ১০ দশমিক ৪৭ শতাংশ। সেটি ২০৩০ সালে বেড়ে ১৯ দশমিক ০৬ শতাংশ হবে। আর ২০৪১ সালে রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়াবে জিডিপির ২৪ দশমিক ১৫ শতাংশ। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করবে কাসেম ইন্ডাস্ট্রিজ

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ একটি নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আর্টিফিশিয়াল কোয়াটার্জ প্রডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করবে। এই ইউনিটে স্থানীয় বাজারজাত করার জন্য ১০০ ভাগ রপ্তানিমুখী পণ্য উৎপাদন করবে। কাশেম ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরি প্রাঙ্গন গড়াই টাঙ্গাইলে ইউনিট-১ স্থাপন করা হবে।

কোম্পানিটি বিএমআরই প্রকল্পের আওতায় সানস্টোন ইন্টারন্যাশনাল থেকে এলএলসি সহয়তা নেবে। প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার টাকা।

নতুন ইউনিট স্থাপনের পর কোম্পানিটির প্রথম বছরে কর পরিশোধের মুনাফা হবে ১৭ কোটি ৪৫ লাখ ৬১ হাজার টাকা।

কোম্পানিটি আশা করছে ২০২১ সালের জুনে প্রকল্পটি শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম/